ভারতীয় দলের কোচের পদে এসেছেন গৌতম গম্ভীর। টি২০ সিরিজ শ্রীলঙ্কার বিরুদ্ধে জিতলেও ওডিআই সিরিজে মুখ থুবড়ে পড়ে তাঁর টিম ইন্ডিয়া। আবার টেস্ট ফরম্যাটে বাংলাদেশের বিরুদ্ধে প্রথম ম্যাচেই জয়ের মুখ দেখেছেন𓂃 গৌতির ভারত। রাহুল দ্রাবিড় যেখানে শেষ করে গেছিলেন, সেখান থেকে শুরুটা যে রাজকীয় স্টাইলে করেছেন গম্ভীর, সেটা এখনই বলা যাবে না।
ভারতীয় দল রাহুল দ্রাবিড়ের কোচিংয়ে পৌঁঁছেছিল অন্য় উচ্চতায়। বিশেষ করে সাম্প্রতিক সময় ধারাবাহিকভাবে সাফল্য পেয়েছে টিম ইন্ডিয়া। রোহিত শর্মা, বিরাট কোহলিরা ২০২১ সাল থেকে টানা দুবার টেস্ট চ্যাম্পিয়ন🧜শিপ ফাইনাল খেলেছে, ওডিআই বিশ্বকাপের 𓄧ফাইনাল খেলেছে এবং টি২০ বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছে। ফলে গৌতম গম্ভীরের লড়াই এই সাফল্যকে টপকে যাওয়ার।
আরও 🥀পড়ুন-হাঁটুতে বড় চোট! অস্ত্রোপচার টের স্টেগেনের…২০২৪-এ আর নামা হবে না বার্সা তারকার…
গৌতম গম্ভীর বরা✅বরই আগ্রাসী মেজাজের জন্য চর্চায় এসে থাকেন। সেটা পাকিস্তানের বিরুদ্ধে শাহিদ আফ্রিদিদের বিরুদ্ধে হোক বা আইপিএলের ম্যাচ চলাকীলন বিরাট কোহলির সঙ্গে বিতর্কে জড়ানো। এবার কোচ হিসেবে গৌতম গম্ভীরের সঙ্গে প্রাক্তন কোচ রাহুল দ্রাবিড়ের ঠিক কতটা পার্থক্য রয়েছে সেটাই জানালেন চেন্নাই ꦡটেস্টে ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কার পাওয়া রবিচন্দ্রন অশ্বিন।
আরও পড়ুন-‘২৬-৩৪ বছর ক্রিকেটারের সেরা সময়,এরপর’…কেরি𝄹য়ার নিয়ে বিরাট-রোহিতকে বার্তা কপিলের…
চেন্নাই থেকে উঠে আসা স্পিনার রবিচন্দ্রন অশ্বিন ভারতীয় দলের প্রাক্তন এবং বর্তমান কোচের পার্থক্য বলতে গিয়ে বলেন, ‘আমার মনে হয় গৌতম গম্ভীর অনেক বেশি রিল্যাক্সড থাকে। সেটা সকালে হোক বা টিম মিটিংয়ে। মানে তুমি কি আসবে? এমন টাইপের। আবার রাহুল দ্রাবিড় অনেক বেশি গোছানো। ওর মতে, সব কিছুই শৃঙ্খলাবদ্ধভাবে হতে হবে। রাহুল দ্রাবিড়ের মতে দেখলে, আমরা সবাই যাব(মানে অনেক বেশি একতা রাখেন দলে)। ঘরে দ্রাবিড়ের ঢোকার সঙ্গে সঙ্গে বোতলের জায়গায় বোতল রাখতে হবে, অর্থাৎ অনেক বেশ꧑ি সাজানো। ও মানুষের মন বুঝতে প💮ারে, তাই দ্রুত ছেলেদের ভালোবাসতেও পারে ’।
আরও পড়ুন-শুধু ক্রিকেটার নন, বুমরাহ এখন মেন্টরও! ‘ওর মতো হওয়া সহজ💝 নয়’, বলছেন আকাশদীপ…
সেই সাক্ষাৎকারে এরপর অশ্বিন মাঠের কিউরেটরদের অনুরোধ করেন, চেন্নাইয়ের পিচের মতোই ঘরোয়া ক্রিকেটেও যাতে উইকেট তৈরি করা হয়। তাঁর কথায়, ‘এই ম্যাচে দর্শকরা খুব সমর্থন করেছে এত ভালো ম্যাচ হওয়া🦹র জন্য। এই ম্যাচের উইকেট খুব ভালো ছিল। অনেকদিন পর দেশের অন্যতম সেরা উইকেটে আমি খেললাম। আমি আশা করব তামিলনাড়ু দল এমন পিচেই খেলবে। যেভাবে ওরা উইকেট তৈরি করেছে, এটা টেস্ট ক্রিকেটের জন্য দুর্দান্ত। আগে একজন কিউরেটর ছিল, সে বলে দিত যে প্রথম দিনে উইকেটে বাউন্স থাকবে, তখন ব্যাট করতে সুবিধা হবে। পরের দিকে বল ঘোরা শুরু হবে, তখন খেলা শেষ হবে’।