ট্র্যাভিস হেড এবং এনরিখ ক্লাসেনের দাপটে একেবারে কেঁপে যান রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বোলাররা। টস হেরে প্রথমে ব্যাট করে সানরাইজার্স হায়দরাবাদ ৩ উইকেটে ২৮৭ রান তোলে, যা আইপিএলের ইতিহাসে এক ইনিংসে সর্বোচ্চ স্কোর। দ্বিতীয় ইনিংসে প্যাট কামিন্স ৪৩ রান দিয়ে ৩ উইকেট তুলে নিয়ে আরসিবি-কে চাপে ফেলে দেয়। বেঙ্গালুরুর ইনিংস ৭ উইকেটে ২♛৬২ রানে থেমে যায়। ২৫ রানে হারেন বিরাট কোহলিরা।
ইন্ডিয়ান প্রিমিয়ার 🐟লিগের হাই-স্কোরিং ম্যাচ জেতার পর সানরাইজার্স হায়দরাবাদের অধিনায়ক প্যাট কামিন্স উচ্ছ্বসিত ছিলেন। তবে একটি বিষয় নিয়ে তাঁর বড় আফসোস ছিল। আসলে সোমবারের ম্যাচে রানের ফোয়ারা দেখার পর, কামিন্স আফসোস করেছেন, তিনি ব্যাটার নন বলে।
‘যদি ব্যাটার হতাম’
কামিন্স বলেন, ‘ইস! আমি যদি ব্যাটার হতাম! ক্রিকেটের অসাধারণ ভাগ। আশ্চর্যজনক দৃশ্য। আমাকে আরও কয়েক বছর দিন, প্লিজ। তুমি তোমার সেরাটা দিয়ে চেষ্টা করবে। যদি তুমি এক ওভারে সাত বা আট ওভার পান দাও. তুমি ম༺্যাচে একটি প্রভাব ফেলার চেষ্টা করবে। আমি পিচের চরিত্র বোঝার চ🌜েষ্টা করাটাই ছেড়ে দিয়েছি। চিন্নাস্বামীর পিচ দেখে শুষ্ক মনে হয়েছিল। এই নিয়ে চার ম্যাচে জয় এল। সত্যিই খুব খুশি।’
ম্যাচের সংক্ষিপ্ত ফল
এদিন টস হেরে প্রথমে ব্য𒊎াট করতে নেমেছিল সানরাইজার্স হায়দরাবাদ। শুরু থেকেই ঝড় তোলেন ট্র্যাভিস হেড। তাঁকে যোগ্য সঙ্গত করেন অভিষেক শর্মা। হেড-অভিষেক মিলে ওℱপেনিং জুটিতেই ১০৮ রান করেন। ২২ বলে ৩৪ করে অভিষেক আউট হলেও, ঝোড়ো শতরান হাঁকান হেড। ৩৯ বলে সেঞ্চুরি করে তিনি এদিন ইতিহাস লিখে ফেলেন।
সানরাইজার্স হায়দরাবাদের প্লেয়ার হিসেবে এটি আইপিএলে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড। এবং আইপিএলের ইতিহাসে সামগ্র🔯িক ভাবে এটি চতুর্থ দ্রুততম শতরান। ৯টি 𒆙চার এবং ৮টি ছক্কার হাত ধরে হেড শেষ পর্যন্ত ৪১ বলে ১০২ রান করে সাজঘরে ফেরেন।
আরও পড়ুন: BCCI-এর উচিত RCB-কে অন্য মালিকের কাছে বেচে দে๊ওয়া- বেঙ্গালুরুর হাল দেখে ক্ষোভ উগরালেন ভূꦏপতি