শুভব্রত মুখার্জি:- সাম্প্রতিক সময়ে দক্ষিণ আফ্রিকা ক্রিকেটের অন্যতম সেরা ক্রিকেটার 🥃ফ্যাফ ডু'প্লেসি। আন্তর্জাতিক ক্রিকেট হোক কিংবা ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট, সর্বত্র তিনি দাপটের সঙ্গে খেলেছেন। কয়েকমাস আগেই তাঁর হাতে অস্ত্রোপচার হয়েছে। সেই অস্ত্রোপচার করার পরে তাঁর হাতের জোর এখনও ফেরেনি পুরোপ♛ুরি। এই মুহূর্তে তাঁর লক্ষ্য হাতের জোর ফেরানো থেকে শুরু করে নিজেকে ফিটনেসের শীর্ষে নিয়ে যাওয়া।
প্রোটিয়া কোচ রব ওয়াল্টার জানিয়েছেন ফ্যাফ ডু'প্লেসি, কুইন্টন ডি'কক, রিলি রসউদের মতো সিনিয়র ক্রিকেটারদের জন্য জাতীয় দলের দরজা খোলা রয়েছে✅। তবে ডু'প্লেসি স্পষ্ট জানিয়েছেন দক্ষিণ আফ্রিকা সিনিয়র ক্রিকেট দলে ফেরাটা একটা প্রসেস। তিনি এই মুহূর্তে মনোনিবܫেশ করতে চান তাঁর অপারেশন হওয়া হাতের জোর ফেরাতে।
২০২৩ সালে ক্যারিবিয়ান প্রিমিয়র লিগ চলাকালীন হাত𒉰ে চোট পেয়েছিলেন ফ্যাফ ডু'প্লেসি। সেপ্টেম্বর মাসে সিপিএলে কনুইতে চোট পান তিনি। সেই চোট পাওয়ার পরে তাঁকে অস্ত্রোপচার করানোর কথা বলেন ডাক্তাররা। তার পরেই কনুইয়ের অপারেশন করিয়েছেন এই 🍷প্রোটিয়া ব্যাটার।
তিনি জানিয়েছেন, 'দক্ষি𓂃ণ আফ্রিকার সিনিয়র ক্রিকেট দলে ফেরার যে প্রসেস তা যে চালু নেই তা আমি একেবারেই বলব না। আমি এটাই বলতে চাই এই মুহূর্তে দাঁড়িয়ে আন্তর্জাতিক ক্রিকেট নিঃসন্দেহে সেরা। কারণ এই পর্যায়ের সব থেকে চাপের মধ্যে ক্রিকেটটা খেলতে হয়। আর একজন ক্রীড়াবিদের জীবনে ꦑএই চাপ থাকাটা খুব গুরুত্বপূর্ণ। এই চাপের মধ্যে দিয়ে দেশের হয়ে ভালো পারফরম্যান্স করতে পারাটাই থাকে প্রধান লক্ষ্য।'
তাঁর মতে, 'তবে এই মুহূর্তে আমার সমস্ত ফোকাস রয়েছে আমার অপারেশনের পরে সম্পূর্ণ ফিট হয়ে ক্রিকেটে ফেরায়। আমার হাতকে সঠিকভাবে বিশ্রাম দেওয়াটাও গুরুত্বপূর্ণ। এই মুহূর🃏্তে ধীরে ধীরে তাই চাপের সময়🌳টা কাটিয়ে ওঠাটা মূল লক্ষ্য। ফের ক্রিকেটটা খেলতে পেরে আমার খুব ভালো লাগছে। আমি আমার হাতকে অপারেশন হওয়ার পরে সেই সময়টা দিতে চাই যাতে করে তা আগের জোরটা ফিরে পায়। দক্ষিণ আফ্রিকার জাতীয় দলে ফেরাটা একটা প্রসেস। দক্ষিণ আফ্রিকা বোর্ডের তরফেও ঘোষণা করা হয়েছে টি-২০'তে নতুন করে চুক্তিপত্র প্রকাশ হতে পারে মার্চেই। ফলে নতুন করে জাতীয় দলে ফেরার সুযোগ থাকছেই। বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগ-সহ আন্তর্জাতিক ক্রিকেটে ভালো পারফরম্যান্স করতে পারাটাই আমার মূল লক্ষ্য।'