শুক্রবার সকাল থেকেই শুরু হয়ে যাচ্ছে পা🃏র্থের মাটিতে মহারণ। সম্মুখ সমরে ক্রিকেট বিশ্বের সব থেকে শক্তিশালী দুই দেশ। কৌলিন্য, আভিজাত্যে ভরা দুই দেশের সম্মানের লড়াই বর্ডার গাভাসকর ট্রফি। শেষ দশ বছর ধরেই রয়েছে ভারতের দখলে। ২০১৪ সালে শেষবার মিচেল জনসন, মিচেল স্টার্করা ভারতকে হারিয়ে সিরিজ জিতেছিল, ব্যস ওই শেষ, আর জেতা হয়নি তাঁদের।
আরও পড়ুন-ভারত মনেꦜ রাখেনি তো কি হয়েছে! অজি তারকা পূজারার মন্ত্র♉েই ভারতকে বিপাকে ফেলতে চান…
আম্পায়ার কেটেলবরো-গ্যাফনি
শুক্রবার থেকে শুরু পার্থে প্রথম 🥀টেস্ট। এই টেস্টে ভারতের অধিনায়ক জসপ্রীত বুমরাহ। তিনি এর আগে একটি টেস্টেই অধিনায়কত্ব করেছেন, এজবাস্টনে ইংল্যান্ডের বিরুদ্ধে, কিন্তু সেখানে হেরেছেন। এরই মধ্যে পার্থ টেস্টে আম্পায়ারদের নাম প্রকাশ্যে এল। ফিল্ড আম্পায়ার থাকছেনꦓ রিচার্ড কেটেলবরো এবং ক্রিস গ্যাফনি।
আরও পড়ুন-অজি স্টার্ক থেকে ইংরেজ বাটলার! ভা🐓রতীয় পন্ত-শ্রেয়স! নিলামে সব থেকে দামি হতে পারে যারা?
ভারতের সঙ্গে কেটেলবরো-
ভারতের সঙ্গে আবার রিচার্ড কেটেলবরোর তেমন খাপ খায় না। কারণ আইসিসি নকআউটের ফাইনালে সাম্প্রতিককালে যতবারই ৫১ বছর বয়সী এই আম্পায়ার ম্যাচের দায়িত্ব সামলেছেন, সবেতেই হেরেছে ভারত। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পার্থ টেস্টে যেন সেরকম কিছু না হয়, সেটাই চাইবেন জসপ্রীত বুমরাহ, বিরাট 🍌কোহলিরা।
আ♐রও পড়ুন-IPL নিলামে শামি পাচ্ছেন বড় দাম! পিছনে থাকতে পারেন আকাশদীপও! বাংলার আর কারা দামি?
২০১৮ সালের পর ফের পূর্ণাঙ্গ সিরিজে বিরাট-
বিরাট কোহলি বহুদিন পর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পূর্ণাঙ্গ টেস্ট সিরিজ খেলতে চলেছেন। ২০১৪ সালে💯 মিচেল জনসনদের সামনে তাঁর দাদাগিরি কার না মনে আছে। সেই সিরিজে তিনি একাই করেছিলেন চারটি শতরান। যখন ভারতের বাকি ব্যাটাররা ব্যর্থ হচ্ছিলেন তখন কোহলি বুঝিয়ে দিয়েছিলেন অজিদের মাথা ব্যাথার কারণ হতে চলেছেন তিনি।
২০১৮ সিরিজে বিরাটের নেতৃত্বে উত্থান-
এরপর অজিদের ডেরায় সিরিজ খেলতে গিয়ে তিনি ২০১৮-১৯ সালের বর্ডার গাভাসকর ট্রফিতে অজিদের একচ্ছত্র আধিপত্য ভেঙে দেন। সেই প্রথমবার অস্ট্রেলিয়ার মাটিতে গিয়ে টেস্ট সিরিজে জয়ের স্বাদ পায় ভারত। অসম্ভবকে সম্ভব করে দেখান অধি𒐪নায়ক কোহলি। পূজারাও সেবার মুখ্য ভূমিকা নেন ভারতের জয়ের ক্ষেত্রে। এরপর ২০২𝓀০-২১ সালের সিরিজে বিরাট পুরো সিরিজ খেলেননি। এবার তাঁর পারফরমেন্সের দিকেই তাকিয়ে থাকবে সকলে।
বিরাটের আত্মবিশ্বাসে পার্থক্য থাকে না-
এদিকে ম্যাচের আগꦛে বুমরাহ বলছেন, ‘আমরা ম্যাচের জন্য প্রস্তুত রয়েছি। নিউজিল্যান্ড সিরিজ থেকে নিশ্চ⛄য় শিক্ষা নিয়ে এগোতে হবে। তবে নিউজিল্যান্ড সিরিজের ফলাফলের চাপ আসতে দেওয়া যাবে না। আমার অভিষেক হয়েছিল বিরাট কোহলির অধিনায়কত্বে, ফলে একটা সিরিজে যদি খারাপ পারফরমেন্সও থাকে, তাতেও বিরাটের আত্মবিশ্বাসে কোনও পার্থক্য থাকে না ’।