আইপিএল অভিযান এবারের মতো হয়ত শেষ করে ফেলল দিল্লি ক্যাপিটালস শিবির। এবারের আইপিএলে খুব একটা আশানুরুপ পারফরমেন্স করতে পারেনি তাঁরা। ১৪ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে গ্রুপ লিগ শেষ করেছে পন্তরা। প্লে অফের দৌডඣ়ে তাঁরা অতটাও জোরালো ভাবে নেই। যদিও এবারে তাঁদের পাওয়ার ভাণ্ডার যথেষ্টই পূর্ণ। ডেভিড ওয়ার্নারের পরিবর্তে আগামী দিনের জন্য একজন ভালো ওপেনিং ব্যাটার পেয়ে গেছে দিল্লি ক্যাপিটালস শিবির। দলে জ্যাক ফ্রেজার ম্যাকগার্কের মতো খেলোয়াড় থাকায় আগামী বছরের নিলামে বেশ স্বস্তিতেই রয়েছে ক্যাপিটালস টিম ম্যানেজমেন্ট। এরই মধ্যে আরও একবার ইমপ্যাক্ট প্লেয়ার নিয়মের হয়ে সওয়াল করলেন তাঁদের হেড কোচ রিকি পন্টিং। যদিও তিনি স্পষ্টতই বলছেন, এবারের আইপিএলে ব্যাটাররা যে পারফরমেন্স দেখিয়েছে, তাতে আগামী দিন ইমপ্যাক্ট প্লেয়ার রুল থাকুক বা না থাকুক, তাতে বড় রান ওঠার ক্ষেত্রে কোনও সমস্যাই হবে না। রোহিত শর্মা ইমপ্যাক্ট প্লেয়ার নিয়মের বিরোধিতা করলেও রবি শাস্ত্রী, সৌরভ গঙ্গোপাধ্যায়ের মতো তারকারা আবার এই নিয়মকে ইতিবাচক দিকে হিসেবেই দেখছেন।
আরও পড়ুুন-IPL 2024- ইমপ্যাক্ট প্লেয়ার ইস্যুতে রোহিতের বিপরীত 🦹মেরুতে শাস্ত্রী, বললেন মানিয়ে নিতে
সম্প্রতি এক অনুষ্ঠানে গিয়ে এবারের আইপিএলের অভিজ্ঞতা ভাগ করে নেন অস্ট্🦹রেলিয়ার হয়ে তিনটি বিশ্বকাপ জেতা পন্টিং। সেখানেই রিকি বলেন, ‘ অনেক কথা হচ্ছে যে আদৌ ইমপ্যাক্ট প্লেয়ার রুল আগামী🐎 দিনে থাকবে কিনা। যদি নাও থাকে, তাহলেও বড় রান ওঠা থামবে না। অবশ্যই এই নিয়ম টপ অর্ডার ব্যাটারদের একটু সুবিধা দেয় কিন্তু এখন ক্রিকেটাররা এরকমভাবেই খেলতে অভ্যস্ত। ফলে তাঁদের কাছে এই নিয়মের থাকা বা না থাকা, কোনও পার্থক্য ফেলবে না। কারণ ম্যাকগার্ক বা ট্রাভিস হেডকে ডিফেন্সিভ খেলতে বললে, তাঁরা সেটা পারবে না’। উল্লেখ্য, গত আইপিএলে মোট ৩৭বার ২০০ বা তার বেশি রান উঠেছিল, ২০২৪ আইপিএলে এখনও পর্যন্ত ৩৬বার সেই মাইলস্টোনে পৌঁছেছে দলগুলি। ফলে গতবারের রেকর্ড ভাঙা এখন স্রেফ সময়ের অপেক্ষা।
আরও পড়ুন-IPL 2024- অরেঞ্জ ক্যাপের দৌড়ে শীর্ষে বিরাট, ♑পার্পল ক্যাপে দৌড়ে সবার ওপরে বুমরাহ,তবে আজই হতে পারে বদল
জাতীয় দলের সঙ্গে ফ্র্যাঞ্চাইজিতে কাজ করার ঠিক কতটা পার্থক্য? অনুষ্ঠানে এসে সেই প্রশ্নেরও জবাব দেন অজিদের বিশ্বকাপজয়ী অধিনায়ক। পন্টিং বলছেন, ‘ ফ্র্যাঞ্চাইজিতে কোচিং করা বেশ কঠিন, কারণ এখানে বিভিন্ন দেশের ক্রিকেটাররা আসে। নিউজিল্যান্ড, সাউথ আফ্রিকা, অস্ট্রেলিয়া এমনকি নেপালের ক্রিকেটারদের সঙ্গে এত কম সময় কয়েকদিনের মধ্যে সঙ্ঘবদ্🦋ধতা আনতে হয়, যেটা খ𝄹ুব কঠিন। এত কম সময়, কোনও ক্রিকেটারের টেকনিকে বড় পার্থক্য আনাও সম্ভব নয়’।
আরও পড়ুন-IPL 2024-অধিনায়কত্ব নিয়ে গৌতির তুলোধনা, প্রাক্তন অধিনায়ক স্বীকার করল✤েন ♐নিজের ব্যর্থতা
টি২০, ওডিআইয়ের যুগে টেস্ট ক্রিকেটের সেই রমরমা নেই। তবুও বিরাট কোহ𓃲লি, জো রুট, স্টিভ স্মিথরাই লাল 𒁃বলের ক্রিকেটকে এখনও নিজের নিখুঁত দক্ষতা দিয়ে বাঁচিয়ে রেখেছে বলেই মনে করছেন পন্টিং।