ভারত বনাম অস্ট্রেলিয়ার প্রথম দিনের খেলা শেষের পরই সৌদির আরবে উড়ে যাবেন অস্ট্রেলিয়ার তারকা রিকি 🃏পন্টিং। তিনি চ্যানেল সেভেনে এই ম্যাচে ধারাভাষ্যের দায়িত্বে রয়েছেন। গোটা সিরিজেই তিনি ভারত বনাম অস্ট্রেলিয়ার প্র🎃তি ম্যাচের ধারাভাষ্য দেবেন। আইপিএলে কোচিং করানোয় ভারতীয় ক্রিকেটারদের টেকনিক্যাল দিনগুলো এখন বেশ ভালোই বুঝে নিয়েছেন পন্টিং।
আরও পড়༺ুন-ভারত মনে রাখেনি তো কি হয়েছে! অজি তারকা পূজারার মন্ত্রেই ভারতকে বিপাকে ফেলতে চান…
ভারত বনাম অস্ট্রেলিয়া ম্যাচের মাঝেই আইপিএলের নিলামের দিন ধার্য হওয়ায় বেজায় ✤বিরক্তি প্রকাশ করলেন রিকি পন্টিং। তিনি সরাসরি বলছেন, খেলার সময় যে নিলামের দিন ফেলা✱ হবে সেটা তিনি ভাবতেই পারেননি। কারণ এই সিরিজ আগেই থেকেই চূড়ান্ত ছিল। পঞ্জাব কিংসের কোচের পদে থাকায় পন্টিংকেও ধারাভাষ্য ছেড়ে নিলামে অংশ নিতে আসতে হবে।
আরও পড়ুন-অজি স্টার্𝓡ক থেকে ইংরেজ বাটলা𝔉র! ভারতীয় পন্ত-শ্রেয়স! নিলামে সব থেকে দামি হতে পারে যারা?
আইপিএলের নিলাম অবশ্য ২৪ ও ২৫ তারিখ দেওয়ার অন্য কারণও খুঁজে পাচ্ছেন অনেকে। যেহেতু সেই সময় ভারতের খেলা চলবে, ঠিক দিনের খেলাꦰ শেষের কিছুক্ষণের মধ্যেই শুরু হয়ে যাবে আইপিএলের নিলাম। ফলে ক্রিকেটভক্তদের আরও বেশি করে টানতে পারব টেলিভিশন চ্যানেল। সেই কারণেই টেস্টের সময়ই নিলামের দিন ফেলা হয়েছে বলে মনে করা হচ্ছে।
ไআরও পড়ুন-IP൲L নিলামে শামি পাচ্ছেন বড় দাম! পিছনে থাকতে পারেন আকাশদীপও! বাংলার আর কারা দামি?
রিকি পন্টিং গোটা বিষয় নিয়েই বিরক্তি প্রকাশ করে বলছেন, ‘এটা আমার জন্য সব থেকে খারাপ বিষয়, জাস্টিন ল্যাঙ্গারের জন্যেও তাই। আমরা শেষ কয়েকটা মাস ধরে ভেবেছিলাম হয়ত টেস্ট ম্যাচের গ্যাপে ফেলা হবে আꦡইপিএলের নিলাম। সেক্ষেত্রে খেলোয়াড়দের ওপর থেকে চাপ কমিয়ে দিতে পারত। কারণ দুই দলেরই অনেক ক্রিকেটার নিলামে উঠছেন ’।
আরও পড়ুন-অস্ট্রেলিয়ার🌄 কাছে T20 সিরিজে হার! এবার নয়া ব্যাটিং কোচ পাকিস্তান ক্রিকে🦹টে…
রিকি আরও বলছেন, ‘তাই আমি সব সময়ই ভাবতাম যে সবার ভালোর কথা ভেবে গ্🍨যাপে হয়ত ফেলা হবে। আমি জানি না, কেন ওরা এমন দিন বেছে নিয়েছে। হয়ত এর সঙ্গে খেলার কিছু রয়েছে। নিলাম শুরু হয় ঠিক দিনের খেলা শেষ হওয়ার পর পরই। হতে পারে সেই বিষয়টিকে ﷽অর্থাৎ ব্রডকাস্টের বিষয়টিকে মাথায় রেখেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে ’।
অস্ট্রেলিয়ার সম্প্রচারকারী সংস্থার তরফে জানানো হয়েছে 💃আইপিএল একটা অনেক বড় লিগ, যেখানে বিশ্বের সব নাম করা তারকারাই খেলে। তাই সেই আইপিএলেরই দুই কোচকে নিজেদের ধারাভাষ্যের প্যানেলে রাখতে পেরে তাঁরা অত্যান্ত খুশি। পার্থে যে কদিন তাঁরা ধারাভাষ্য দিতে পারবেন দেবেন, এরপর অ্যাডিলেডে আবার তাঁরা কাজ করবেন।