গৌতম গম্ভীরের পরিবর্তে কি কলকাতা নাইট রাইডার্সের দলের দায়িত্ব নিতে চলেছেন রিকি পন্টিং? এই প্রশ্নটাই এখন গোটা বাইশ গজে ঘুরছে। আইপিএল ২০২৫-এর মেগা নিলামের অ্যাকশন শুরু হওয়ার আগে, অনেক ফ্র্যাঞ্চাইজি তাদের দল গঠন করে নিতে চাইছে। দল গুলো তাদের সহায়তা কর্মীদের স💦ন্ধান শুরু করে দিয়েছে। এই প্রেক্ষাপটে কলকাতা নাইট রাইডার্স গৌতম গম্ভীরের বদলি খুঁজছে। যিনি গত বছর কলকাতাকে চ্যাম্পিয়ন করার পর টিম ইন্ডিয়ার প্রধান কোচ হয💃়েছিলেন।
এখন মনে করা হচ্ছে কলকাতা নাইট রাইডার্সের খোঁজ শেষ হতে চলেছে। অস্ট্রেলিয়ার কিংবদন্তি ব্যাটসম্যান ও অধিনায়ক রিকি পন্টিংকে হয়তো দলে নিতে পারে কলকাতা নাইট রাইডার্স। আইপিএল ২০২৫ এর আগে রিকি পন্টিংকে দিল্লির কোচিং পদ থেকে মুক্তি দেওয়া হয়েছিল। গৌতম গম্ভীরের বদলি হিসেবে পন্টিংয়ের সঙ্গে জ্যাক কালিসের নামও বিবেচনা করা হচ্ছিল বলে শোনা যাচ্ছে। কিন্তু এখন মনে হচ্ছে রিকি পন্টিং সুযোগটি নিতে চলেছেন। রিকি পন্টিং এই পুরো বিষয়টি নিয়ে প্রথমবারের মতো প্রতিক্রিয়া দিয়ꦏেছেন।
আরও পড়ুন… AFG vs SA ODI: ফিরলেন রশিদ খান, নতুন মুখ আব্দুল মালিক! সিরিজের জন্য আফগানিস্তানের দল ঘোষণ♛া
এবার জবাব দিলেন রিকি পন্টিং-
স্কাই স্পোর্টসের সঙ্গে আলাপকালে রিকি পন্টিং এ প্রতিক্রিয়া জানান। পন্টিং বলেছেন, ‘আগামী কয়েক সপ্তাহের মধ্যে আইপিএলে কিছু সুযোগ আসতে পারে। দেখা যাক কি হয়?’ পন্টিংয়ের এই প্রতিক্রিয়া ইঙ্গিত দেয় যে ফ্র্যাঞ্চাইজি তার সঙ্গে যোগাযোগ কর🍸ছে এবং এটি শীঘ্রই নিশ্চিত করা যেতে পারে। তিনি আরও বলেন, ‘আমি আবার আইপিএলে কোচ হতে চাই। প্রতি বছর আইপিএল আমার জন্য দারুণ। প্রথমে খেলোয়াড় হিসেবে এবং পরে কোচ হিসেবে ভালো সময় কাট🔯িয়েছি। আমি দিল্লির সঙ্গে সাত মরশুম কাটিয়েছি কিন্তু দুর্ভাগ্যবশত প্রত্যাশা অনুযায়ী ফলাফল আনতে সক্ষম হয়নি।’
আরও পড়ুন… Border Gavaskar Trophy: ভারতীয় ক্রিকেটকে বদলে🔥 দিয়েছেন🥃 তিনি- কাকে নিয়ে এমন বললেন রিকি পন্টিং?
আইপিএল ২০২৫ মেগা নিলাম যতই ঘনিয়ে আসছে, রিকি পন্টিং ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্সে (কেকেআর) যোগ দেওয়ার বিষয়ে গুজব বেশি। সাম্প্রতিক কথোপকথনে, পন্টিংও তার আইপিএল-এর যাত্রা চালিয়ে যাওয়ার বিষয়ে তার গভীর আগ্রহ দেখিয়েছেন, যদিও এবার ভিন্ন ফ্র্যাঞ্চাইজির সঙ্গে।🔯 পন্টিং স্কাই স্পোর্টসে বলেছেন, ‘আগামী কয়েক সপ্তাহের মধ্যে আইপিএলে কিছু সুযোগ আসতে পারে এবং আমরা দেখব কী হয়।’
আরও পড়ুন… বিতর্📖কের মাঝেই লাল-হলুদ জার্সি গায়ে অনুশীলনে নামলেন আনোয়ার আলি, ISL শুরুর আগে কী করবে ইস্টবেঙ্গল?
দিল্লি ক্যাপিটালস থেকে প্রস্থান করার পরে রিকি পন্টিং আইপিএলে কোচিংয়ের সুযোগ নিতে আগ্রহী। পন্টিং, যিনি সাত বছরের দায়িত্ব পালনের পর দিল্লি ক𝐆্যাপিটালসের প্রধান কোচের দায়িত্ব ছেড়ে দিয়েছিলেন, তিনি স্বীকার করেছেন, ‘আমি আবারও আইপিএলে কোচ হতে চাই। প্রতি বছরই আমি খুব ভালো সময় কাটিয়েছি, যেটা আমি একজন খেলোয়াড় হিসেবে শুরুর দিনগুলোতেই হোক বা মুম্বইতে হেড কোচ হিসেবে কয়েক বছর ছিলাম।’ তিনি আরও বলেন, ‘দিল্লিতে আমি সাতটি মরশুম ছিলাম, যা দুর্ভাগ্যবশত আমি যেভাবে চেয়েছিলাম এবং অবশ্যই ফ্র্যাঞ্চাইজি যেভাব⛎ে চেয়েছিল সেভাবে কাজ করেনি। আমি সেখানে গিয়ে দলে কিছু বদল করতে চেয়েছিলাম তবে সেটা হয়নি।’