চলতি উত্তরপ্রদেশ টি-২০ লিগের উদ্বোধনী ম্যাচে ছক্কা হাঁকিয়ে মীরাট মাভেরিকসকে জিতিয়েছিলেন রিঙ♚্কু সিং। এবার দ্বিতীয় ম্যাচে ফের দলকে জিতিয়ে মাঠ ছাড়লেন কেকেআর তারকা। যদিও দল জয়ের লক্ষ্যে পৌঁছে যাওয়ায় নিশ্চিত হাফ-সেঞ্চুরি মাঠে ফেলে আসেন মীরাটের ক্যাপ্টেনꦜ রিঙ্কু।
মঙ্গলবার ইউপি টি-২০ লিগের পঞ্চম ম্য়াচে সম্মুখসমরে নামে রিঙ্কু সিংয়ের মীরাট ও সমীর রিজভির কানপুর সুপারস্টারস। একানা স্টেডিয়ামে টস জিতে কানপুরকে শুরুতে ব্যাট করতে পাঠান রিঙ্কু। কানপুর নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটের বিনিময়ে ১৫২🌃 রান সংগ্রহ করে।
ওপেন করতে নেমে লড়াকু হাফ-সেঞ্চুরি করেন আদর্শ সিং। তিনি ৪৮ বলে ৭৩ রান করে সাজঘরে ফেরেন। মারেন ৬টি চার ও ৩টি ছক্কা। শৌর্য সিং ২৫ বলে ২৭ রান করেন। তিনি ২টি ছক্কা মারেন। ক্যাপ্টেন সমীর করেন ১২ বলে ১৬ রান। তিনি ১টি চার ও ১টি ছক্কা মারেন। বাকিরা কেউই দুই অঙꩵ্কের রান করতে পারেননি। অঙ্কুর মালিক ৬ ও মহসিন খান ১ রান করে মাঠ ছাড়েন।
মীরাটের হয়ে চমকপ্রদ বল বলেন জীশান আনসারি। তিনি ৪ ওভারে মাত্র ২৬ রান খরচ করে একাই🗹 তুলে নেন ৫টি উইকেট। এছাড়া ১টি করে উইকেট নেন বিজয় কুমা🐟র ও বাসু বৎস। রিঙ্কু সিং ২ ওভার বল করে ২১ রান খরচ করেন। তবে কোনও উইকেট পাননি তিনি।
জবাবে ব্যাট করতে নেমে মীরাট মাভেরিকস ১৭.৪ ওভারে ৪ উইকেটের বিনিময়ে ১৫৪ ൩রান তুলে ম্যাচ জিতে যায়। ১৪ বল বাকি থাকতে ৬ উইকেটে ম্যাচ জেতে তারা। রিঙ্কু সিং ছয় নম্বরে ব্যাট করতে নামেন। তিন🅷ি ৩৫ বলে ৪৮ রানের অনবদ্য ইনিংস খেলে অপরাজিত থাকেন। মারেন ৪টি চার ও ১টি ছক্কা।
উবেশ আহমেদ ৩৪ বলে ৪৮ রান করে নট-আউটℱ থাকেন। তিনি ৩টি চার ও ২টি ছক্কা মারেন। এছাড়া ১৩ বলে ২৩ রান করেন স্বস্তিক চিকারা। তিনি ২টি চার ও ২টি ছক্কা মারেন। ১৯ বলে ২৫ রান করেন মাধব কৌশিক। তিনিও ꦿ২টি চার ও ২টি ছক্কা মারেন।
কানপুরের হয়ে ৩১ রানের বিনিময়ে ২টি উইকেট নেন ঋষভ রাজপুত। ১টি করে উইকেট নেন মহসিন খান ও আকিব খান। ম্যাচের সেরা ক্রিকেটারের পুরস্কার জেতেন ম🧜ীরাটের হয়ে ৫ উইকেট 🍎নেওয়া জীশান আনসারি।