আইপিএলের আগে ꦡসাধারণ ক্রিকেটপ্রেমী থেকে বিশেষজ্ঞ, কার্যত সকলেই নিশ্চিত ছিলেন যে, রিঙ্কু সিংকে ভারতের টি-২০ বিশ্বকাপ স্কোয়াডে দেখা যাবে। তবে আইপিএল শুরু হওয়ার পর থেকে ছবিটা বদলাতে থাকে ক্রমশ। কেকেআর একের পর এক ম্যাচে ভালো পারফর্ম্যান্স উপহার দেওয়ায় রিঙ্কুর বিশ্বকাপ দলে জায়গা পাওয়া নিয়ে অশঙ্কা🍌 প্রকাশ করতে থাকেন বিশেষজ্ঞরা।
আগরকরদের দল নির্বাচনের আগে সঞ্জয় মঞ্জরেকর স্পষ্ট মন্তব্য করেন যে, তিনি আশা করছেন জাতীয় নির্বাচকরা বিশ্বকাপের দল গড়ে♛ নিতে বসে রিঙ্কু সিংয়ের কথা ভুলে যাবেন না। আকাশ চোপড়া আগে থেকেই দাবি করেন যে, আইপিএলের মঞ্চে ক্রিকেটারদের সাম্প্রতিক পারফর্ম্যান্স নিশ্চিতভাবেই প্রভাব ফেলবে বিশ্বকাপের দল নির্বাচনে।
শেষমেশ বিশেষজ্ঞদের সেই আশঙ্কাই সত্যি প্রমাণিত হয়। আইপি꧃এলে খারাপ না খেলেও আসন্ন টি-২০ বিশ্বকাপের দল থেকে বাদ পড়তে হয় রিঙ্কু সিংকে। রিঙ্কুর বিশ্বকাপের স্কোয়াডে জায়গা না হওয়ায় অনেককেই হতাশা প্রকাশ করতে দেখা যায়। এবার নির্বাচকদের সিদ্ধান্তের বিরুদ্ধে সুর চড়ালেন কেকেআরের সহকারী কোচ অভিষেক নায়ার।
কেকেআর ভালো খেলায় রিঙ্কুর কেন ক্ষতি হয়:-
আসলে চলতি আইপিএলে কেকেআরের টপ অর্ডার ব্যাটাররাই দলকে জয়ের দোরগোড়ায় পৌঁছে দিচ্ছেন। সুতরাং, ফিনিশারে🏅র ভূমিকায় থাকা রিঙ্কু সিংয়ের পক্ষে বিশেষ কিছু করে দেখানোর সুযোগই হচ্ছে না। প্রতি ম্যাচে গুটিকয়েক বল খেলার সুযোহ হচ্ছে তাঁর। ফলে বড় রানের ইনিংস খেলে নির্বাচকদের নজর কাড়া সম্ভব হয়নি রিঙ্কুর পক্ষে।
রিঙ্কুর বাদ পড়া প্রসঙ্গে অভিষেক নায়ার কী বলেন:-
রিঙ্কু সিং বিশ্বকাপের দলে সুযোগ না পাওয়ায় কার্যত নির্বাচকদের বিরুদ্ধে ক্ষোভ উগরে দে🎃ন কেকেআরের সহকারী কোচ অভিষেক নায়ার। তিনি স্পষ্ট দাবি করেন যে, নির্বাচকদের উচিত ছিল কোন পরিস্থিতিতে রিঙ্কু ব্যাট করছে এবং দলের স্বার্থে কোন ভূমিকা তাঁকে পালন করতে হচ্ছে, সেটা বিবেচনা করা।
নায়ার বলেন, ‘রিঙ্কু এবারের আইপিএলেও দারুণ খেলছে। একটা ম্যাচ বাদে এখনও পর্যন্ত বাকি সব ম্যাচেই রান করেছে। এটা দেখা উচিত ছিল যে, রিঙ্কু আমাদের দলে ফি♛নিশারে🌳র ভূমিকা পালন করছে। বেশিরভাগ ম্যাচে ৯-১০টি করে বল খেলার সুযোগ পাচ্ছে। সব মিলিয়ে রিঙ্কু নিজের কাজ ঠিক মতো করতে পেরেছে।’
আরওಞ পড়ুন:- IPL 2024-র ৫০ ম্যাচের শেষে সব থেকে বেশি ছয় মেরেছেন কারা? সেরা ১০-এ তিন SRꦿH তারকা
অভিষেক আরও যোগ করেন, ‘(চলতি আইপিএলে) রিঙ্কু কত রান ক༒রেছে, সেটা বড় কথা নয়। এটা দেখা উচিত যে কোন পরিস্থিতিতে এবং কোন ভূমিকায় ও রান করেছে। ও নিজের দায়িত্ব যথাযথ পালন করেছে। তার পরেও বিশ্বকাপ🍎ের দলে ওর সুযোগ হল না।’