দীর্ঘদিন পর জাতীয় দলের হয়ে টেস্ট ফরম্যাটে ফিরেই নজর কেড়েছেন উত্তরাখণ্ডের ছেলে ঋষভ পন্ত। চেন্নাই টেস্টে দলের বাকি সব ব্যাটারকে ছাপিয়ে দুই ইনিংস মিলিয়ে সব থেকে বেশি রান রয়েছে তাঁরই ঝুলিতে। প্রথম ইনিংসে যখন দল গাড্ডায় পড়েছিল তখনও যশস্বী জয়লওয়ালের সঙ্গে লড়ছিলেন দলকে সম্মানজনক স্কোরে নিয়ে যেতে। দ্বিতীয় ইনিংসেও যখন টিম ইন্ডিয়🐈ার দ্রুত রান তোলার লোকের প্রয়োজন ছিল, সেই সময়ও নিজের চেনা ভঙ্গিমাতেই খেলে দলের জয়ের রাস্তা মসৃণ করে দেন দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলা এই উইকেটরক্ষক ব্যাটার।
আরও পড়ুন-ইস্টবꦰেঙ্গলের হয়ে খেলার ছাড়পত্র পেলেন আনোয়ার! নামতে পারেন রবিবার কেরলের বিপক্ষে…
বাংলাদেশ সিরিজ শুরুর আগেই নির্বাচক থেকে কোচ অধিনায়ক, কেন সকলেই এক কথায় উইকেটরক্ষক পজিশনের জন্য পন্তকেই প🐠্রথম পছন্দ হিসেবে বেছে নিয়েছিলেন সেটা ব্যাট হাতেই প্রমাণ করেছেন তিনি। প্রথম ইনিংসে ৩৯ রানের পর দ্বিতীয় ইনিংসে করেন ১০৯ রান। ম্যাচে মোট করলেন ১৪৮ রান, এই টেস্টে মোট ২২জন ব্যাটারের মধ্যে যা সর্বোচ্চ। দুই বছর আগে ভয়ঙ্কর গাড়ি দুর্ঘটনার পর খেলাই কার্যত অনিশ্চিত হয়ে গেছিল, সেখান থেকেই ফিরে প্রথমে টি২০ বিশ্বকাপ জয় এবং এবার বাংলাদেশের বিরুদ্ধে দুরন্ত শতরান। কামব্যাক কাকে বলে সেটাই যেন আরও একবার দেখিয়ে দিলেন ঋষভ।
বাংলাদেশের বিরুদ্ধে অসাধারণ ইনিংসে নিজের কামব্যাক করার পর পন্ত বলছেন, ‘এই ইনিংসের গুরুত্ব আমার কাছে অনেক। প্রথমত আমি চেন্নাইতে খেলতে পছন্দ করি, আর দ্বিতীয়ত চোট কাটিয়ে ওঠার পর আমি আবার চেষ্টা করেছিলাম তিন ফরম্যাটেই খেলতে। সেদিক থেকে দেখলে এই পারফরমেন্সটা ভালোই ছিল। অবশ্যই এই যাত্রাটা আবেগপূর্ণ ছিল, আমি সব ম্যাচেই চেষ্টা করেছিলাম রান পেতে। যেই ফরম্যাটকে আমি এত ভালোবেসেছি, সেই টেস্ট ক্রিকেটে ফিরে আসতে পেরে খুবই ভালো লাগছে। আমি জানি না কে কি বলছে বাই🍰রে, তবে আমি পরিস্থিতি অনুযায়ী খেলতে চেয়েছিলাম যখন ভারতের ৩৪ রানের মধ্যে ৩ উইকেট পড়ে গেছিল প⛎্রথম ইনিংসে। আর গিলের সঙ্গে আমার বোঝাপড়া ভালো, তাই দ্বিতীয় ইনিংসে ওর সঙ্গে জুটিতে রান তুলতেও অসুবিধা হয়নি ’।
আরও পড়ুন-‘দলের খেলায় খুশি, তবে স্ট্রাইকারদের গোল করতে হবে’! বলছেন মোলিনা! রেফারিং নিয়ে অখুশিܫ দিমি…
মাত্র সাড়ে তিন দিনেই টেস্ট শেষের পর এবার ভারতের লক্ষ্য ২৭ সেপ্টেম্বর থেকে শুরু হতে চলা কানপুর টেস্ট। সিরিজে এই মূহূর্তে ১-০ এগিয়ে রয়েছে টিম ইন্ডিয়া। কানপুরে দ্বিতীয় টেস্ট জিতে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের দিকে আরও ༒একধাপ পা বাড়ানোর লক্ষ্যে পন্ত,গিলরা। বর্ডার গাভাসকর ট্রফির আগে রোহিত-বিরাট ফ্লপ করলেও পন্ত,গিল, অশ্বিন , জাদেজাদের ফর্মে থাকা কিছুটা স্বস্তি দিল টিম ইন্ডিয়াকে।