শুক্রবার থেকে শুরু ভারত-বাংলাদেশ দ্বিতীয় টেস্ট ম্যাচ। এই মূহূর্তে সিরিজে ১-০ এগিয়ে রয়েছে ভারতীয় ক্রিকেট দল। টিম ইন্ডিয়ার এই মূহূর্তে যা পারফরমেন্স, তাতে ক্লিয়ার ফেভারিট হিসেবেই কানপুরে মাঠে নামবে ভারত। মেহেদ🌠ি হাসান মিরাজ, হাসান মাহমুদরা যতই প্রথম টেস্টে প্রতিরোধ গড়ে তুলুন না ভারতীয় বোলারদের সামনে তাঁদের ব্যাটারদের নাস্তানাবুদ অবস্থাই হয়েছিল। টিম ইন্ডিয়ার টপ অর্ডার ফেল খেলেও মিডল অর্ডার এবং লোয়ার অর্ডার পরীক্ষায় সসম্মানে পাশ করে প্রথম টেস্টে।
আরও পড়ুন-‘ওর দ্বারা সꦍম্ভব নয়’! সচিনের রেকর্ড ভাঙা নিয়ে ‘বিরাট’ সংশয় প্রকাশ ব্র্যাড হগের…
ভ꧃ারতীয় দলের বোলিং লাইন আপ বর্তমানে বিশ্বের অন্যতম সেরা। সেটা সিরাজ,বুমরাহ, শামি হোক বা অশ্বিন, জাদেজা, কুলদীপ। ভারতীয় দলের ব্যাটাররা সাম্প্রতিক সময় যখনই গাড্ডা পড়েছে তখনই বাঁচিয়ে দ🦹িয়েছেন বোলাররা। গত বছরের শেষে দঃ আফ্রিকা সিরিজ হোক বা টি২০ বিশ্বকাপ ফাইনাল, কিংবা চেন্নাই টেস্ট। তবে টিম ইন্ডিয়ার অনুশীলনে এবার দেখা মিলল নতুন স্পিনারের।
গৌতম গম্ভীর ভারতীয় দলের কোচের পদে বসার পর থেকেই টিম ইন্ডিয়ায় বোলারের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। শ্রীলঙ্কার বিরুদ্ধে টি২০ সিরিজে দেখা মিলেছিল বোলার রিঙ্কু সিং, রিয়ান পরাগদের। এবার হঠাৎই টিম ইন্ডিয়ার অনুশীলনে দেখা মিলল বোলার ঋষভ পন্তের। যদিও একান্তই মজার ছলে তিনি বোলিং করলেন শুভমন গিলকে, হাতে বল পেলে যেমন করতে ইচ্ছা করে তেমন আরকি। সেই ভিডিয়ো♍ই ভাইরাল সোশাল মিডিয়ায়।
꧑আরও পড়ুন-ব্যাটে রান নেই! হয়েছে খুনের মামল🐷া! এবার শেয়ার মার্কেট কারসাজিতেও জরিমানা শাকিবকে…
বোলারের ভূমিকায় ঋষভ পন্ত-
বিসিসিআই কানপুর টেস্ট শুরুর একদিন আগেই এক ভিডিয়ো দিয়েছে সোশাল মিডিয়ায়। সেখানে দেখা যাচ্ছে প্যাড পড়েই ঋষভ পন্ত বোলিং করছেন শুভমন গিলকে যা দেখে লোকেশ রাহুল তাঁকে প্রশ্ন করলেন, ‘দিল্লি প্রিমিয়র লিগেও বোলিং করেছিল✤িস না?’। এরপর ঋষভ পন্ত উত্তরে বললেন, ‘হ্যাঁ, একরান তো বাকি ছিল, তাই করেছিলাম’। এরপর পন্ত বেশ কয়েকটি বল করলেন গিলকে উদ্দেশ্য করে। ভিডিয়োর শেষে এসে শুভমন গিল বলে দিলেন, বেশ ভালোই নেট অনুশীলন করেছেন পন্তের বোলিংয়ে।
আরও পড়ুন-ভিডিয়𝓰ো- কানপুর যাওয়✱ার পথে অশ্বিনের লেগ পুলিং! জাদেজা-বুমরাহ বললেন ‘Thala for a reason’
প্রসঙ্গত ব্যাট হাতে চেন্নাইতে দুরন্ত ছন্দে ছিলেন ঋষভ পন্ত। দ্বিতীয় ইনিংসে অনবদ্য শতরান করে দলের জয়ের পথ প্রশস্ত করেছিলেন উত্তরখণ্ড থেকে উঠে আসে এই ক্রꦅিকেটার। সঙ্গী শুভমন গিলও শতরান করেছিলেন সেই ইনিংসে। দুই ক্রিকেটারের মজাদার কেমিস্ট্রি তাই কানপুর টেস্টের আগে আরও🔯 একবার প্রকাশ্যে আনল বিসিসিআই।