ভারতের তারকা উইকেটরক্ষক ব্যাটসম্যান ঋষভ পন্ত কবে ২২ গজে ফিরবেন? এই নিয়ে বহু দিন ধরেই জল্পনা চলছে। তবে সম্প্রতি সূত্র মারফৎ জানা গিয়েছে, বেন স্টোকসের নে💧তৃত্বাধীন ইংল্যান্ডের বিরুদ্ধে ঘরের মাঠে অনুষ্ঠিত হতে চলা হোম টেস্ট সিরিজের সময়ে পন্ত ম্যাচ ফিট হয়ে উঠতে পারেন বলে, আশা করা হচ্ছে। এই সিরিজটি ২০২৪ সালের ২৫ জানুয়ারি থেকে ১১ মার্চ পর্যন্ত খেলা হতে চলেছে। তবে তিনি সম্ভবত ২০২৪ আইপিএলের হাত ধরেই ২২ গজে প্রত্যাবর্তন করতে পারেন।
নিউজ 18-এর একটি প্রতিবেদন অনুসারে, ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমি (এনসিএ) পন্তের অগ্রগতিতে খুবই খুশি। এবং তারা মনে করে যে, দিল্লি ক্যাপিটালসের (ডিসি) তারকার আইপিএলের আগেই ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজের সময়েই ফিট হওয়ার সম্ভাবনা রয়েছে। যাইহোক, যদি এটি ঘটে, তবে এটি ভারতীয় দলের জন্য একটি বড় ইতিবাচক বিষয় হবে। তবে বিসিসিআই পন্তকে নিয়ে ‘ধীরে চলো’ নীতিই নিয়েছে। তিনি ইংল্যান্ড সিরিজের আগে ক্রিকেটে ফেরার জন্য তৈরি হয়💜ে গেলেও বোর্ড চায় না শুরুতেই ক্রিকেটের বৃহত্তম ফরম্যাটে পন্তকে নামিয়ে দিতে। বরং ছোট ফরম্যাটে খেলিয়ে তাঁকে ফেরানো হতে পারে। সম্পূর্ণ ফিট না হলে পন্তকে মাঠে নামানোর🔯 ঝুঁকি নেওয়া হবে না।
আরও পড়ুন: অধিনায়কত্ব পেলে, তবেই MI-এ ফিরবেন, এমনই শর্ত দিয়🃏েছিলেন𝔉 হার্দিক- রিপোর্ট
এনসিএ-র এক ঘনিষ্ঠ সূত্র দাবি করেছে, ‘পন্ত চোট সারিয়ে খুব দ্রুত সেরে উঠছে। বাস্তবে প্রত্যাশার চেয়েও ভালো। চিন্তার বিষয় ছিল, ওর এই চোটের পর হাঁটু এবং গোড়ালি নিয়ে! লিগামেন্ট টিয়ার এবং অস্ত্রোপচারের পরে হাঁটুর চোট সারানো বেশ কঠিন। উইকেটকিপিংয়ের সময় অনেক বেশি ভার হাঁটুকে বহন করতে হয়। তাই শরীরের উপর ভার এখন ধীরে ধীরে𝕴 বাড়ানো হবে এবং আগামী সপ্তাহ থেকে ১০০% তীব🐽্রতায় দৌড়তে শুরু করবে পন্ত।’
আরও পড়ুন: ৩৬০ ড🦩িগ্রি সূর্যের জন্য ফিল্ডিং সাজানো খুব কঠিন- স্বীকার করে নিলেন ডেভিড মিলার
সঙ্গে যোগ করেছে, 🍌‘পন্ত মাটিতে এবং ট্রেডমিলে দৌড়তে শুরু করেছে। কিন্তু এটি এখনও পূর্ণ তীব্রতায় নয়। ৮০-৯০% তীব্রতায় দৌড়চ্ছে ও। কিন্তু এখনও সম্পূর্ণ তীব্রতায় দৌড়তে পারছে না। স্পিন বাইকেও সেশন রয়েছে। কিন্তু এই মুহূর্তে এটি সেই চাপ পরীক্ষার জন্য শরীরকে প্রস্তুত করার বিষয়ে আরও বেশি - উচ্চ তীব্রতার প্রশিক্ষণ এবং ম্যাচ সিমুলেশন প্রয়োজন। তাই ভার উত্তোলনও🔯 শুরু করেছে। ও যোগ ব্যায়াম শুরু করেছে, যেগুলি একই সময়ে একাধিক পেশীতে শক্তি জোগাতে কাজ করে এবং নিম্ন-শরীরের শক্তি এবং কন্ডিশনিংয়ের দিকে অনেক মনোযোগ দেওয়া হচ্ছে।’
পন্ত যে আইপিএলে ফিরছেন, সেটা ইতিমধ্যেই নিশ্চিত হয়ে গিয়েছে। তবে সেই সূত্র দাবি করেছে, ‘পন্ত যদি ইংল্যান꧒্ড সিরিজের আগেই সুস্থ হয়ে যায়, তা হলে অবাক হবেন না। কিন্তু সুস্থ হলেও এনসি চাইছে ছোট ফরম্যাটে খেলিয়ে ওকে ক্রিকেটে ফেরাতে। ঠিক যে ভাবে জসপ্রীত বুমরাহের ক্ষেত্রে করা হয়েছিল। আগে ও টি-টোয়েন্টি খেলেছিল। তার পরে ৫০ ওভারের ম্যাচ। এ বার টেস্ট খেলবে। যে ভাবে হার্দিক꧂ পান্ডিয়া এবং বুমরাহকে সুস্থ করা হয়েছে, সে ভাবেই পন্তের ক্ষেত্রে এগোনো হবে। তাড়াহুড়ো করে না ফিরিয়ে পন্তের সম্পূর্ণ সুস্থতার দিকে নজর দেওয়া হবে। আপাতত বলা যায়, আইপিএলে পন্তের ফেরার সম্ভাবনা প্রবল।’