রঞ্জি ট্রফিতে দুরন্ত ফর্মে রয়েছেন রিয়ান পরাগ। দলের সার্বিক ব্যাটিং পারফর্ম্যান্স মোটেও বলার মতো নয়। তবে অসম দলনায়ক একা লড়ে♔ চলেছেন ব্যাট হাতে। ছত্তিশগড়ের বিরুদ্ধে প্রথম ম্যাচের দ্বিতীয় ইনিংসে ধ্বংসাত্মক শতরান করেন রিয়ান। তিনি মাত্র ৫৬ বলে সেঞ্চুরি করে রঞ্জির ইতিহাসে দ্বিতীয় দ্রুততম শতরানের রেকর্ড গড়েন। এমনকি সেই ইনিংসে রঞ্জি ট্রফির ইতিহাসে দ্রুততম ১৫০ রান করার রেকর্ডও নিজের দখলে নেন রিয়ান।
ছত্তিশগড়ের বিরুদ্ধে দুই ইনিংসে যথাক্রমে ৮ ও ১৫৫ রান করেন রিয়ান পরাগ। এবার কেরলের বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচের প্রথম ইনিংসে ফের শতরান করলেন তিনি। এবারও রীতিমতো আগ্রাসী মেজাজে। রিয়ান ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করে🤪ন ১০টি বাউন্ಌডারির সাহায্যে ৫৮ বলে। তিনি সেঞ্চুরির গণ্ডি টপকান ১৬টি চার ও ২টি ছক্কার সাহায্যে মাত্র ১০৩ বলে।
অর্থܫাৎ, গত ম্যাচে টি-২০ ক্রিকেটের ঢংয়ে সেঞ্চুরি করেন রিয়ান পরাগ। এই ম্যাচে তিনি ওয়ান ডে ক্রিকেটের গতিতে ব্যক্তিগত শতরানের গণ্ডি টপকে যান। রঞ্জির পরপর ২টি ম্যাচে তথা উপর্যুপরি ২টি ꦅইনিংসে আগ্রাসী শতরান করেন অসম দলনায়ক। যদিও সেঞ্চুরি পূর্ণ করার পরেই তিনি আউট হয়ে বসেন। রিয়ান ১৬টি চার ও ৩টি ছক্কার সাহায্যে ১২৫ বলে ১১৬ রান করে মাঠ ছাড়েন।
কের𒁏লের ৪১৯ রানের জবাবে ব্যাট করতে নেমে অসম তৃতীয় দিনের শেষে তাদের প্রথম ইনিংসে ৭ উইকেট হারিয়ে ২৩১ রান তুলেছে। অর্থাৎ, প্রথম ইনিংসের নꦅিরিখে কেরলের থেকে এখনও ১৮৮ রানে পিছিয়ে রয়েছে অসম। হাতে রয়েছে মোটে ৩টি উইকেট। এখনও ফলো-অনের আশঙ্কা দূরে সরাতে পারেনি অসম। অর্থাৎ, শেষ দিনে অসমকে ফলো-অন করাতে পারলে সরাসরি ম্যাচ জয়ের সম্ভাবনা তৈরি করে ফেলবে কেরল।
রিয়ান ছাড়া অসমের হয়ে বলার মতো রান করতে পেরেছেন শুধু ওপেনার ঋষভ দাস। তিনি ৪টি বাউন্ডারির সাহায্যে ৯৭ বলে ৩১ রান করে মাঠ ছাড়েন। কেরলের বাসিল থাম্পি এখনও পর্যন্ত ৪টি উইকেট নꩵিয়েছেন। ২টি উইকেট নিয়েছেন জলজ সাক্সেনা।
এর আগে কেরলের হয়ে ব্যাট হাতে অনবদ্য শতরান করেন সচিন বাবি। তিনি ১৬টি চার ও ৫টি ছক্কার সাহায্যে ১৪৮ বলে ১৩১ রান করে 💝আউট হন। এছাড়া রোহন কুন্নুমাল ৮৩, কৃষ্ণ প্রসাদ ৮০ ও রোহন প্রেম ৫০ রান করেন।