বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে ৫ সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে দলীপ ট্রফির ইন্ডিয়া এ বনাম ইন্ডিয়া বি দলের খেলা। শনিবার চলছে তৃতীয় দিনের খেলা।এদিন আউট হয়ে নিজের উপরই ক্ষোভ প্রকাশ করলেন ক্রিকেটার রিয়ান পরাগ। তাঁর অভিব্যক্তিতেই স্পষ্ট ছিল তিনি যেই ভাবে আউট হয়েছেন সেটা নিজেই বিশ্বাস করতে পারছেন না। দ্বিতীয় দিনের শেষে তাঁর রান মাত্র ৩ ছিল, কিন্তু আত্মবিশ্বাস লক্ষ্য করা যাচ্ছিল চোখে। তৃতীয় দিনের শুরুটা বেশ ভালোই করেন। মনে হচ্ছিল বড় রান করার দিকে এগিয়ে চলছেন তিনি। ইন্ডিয়া বি-এর পেসার মুকেশ কুমারের বিরুদ্ধ💫ে যেভাবে বলের লাইন কভার করছিলেন, তা স্পষ্ট ইঙ্গিত ছিল যে তিনি ভালো ফর্মে রয়েছেন। কিন্তু অঘটন ঘটল ৩৯ তম ওভারে।
যখন বাঁ-হাতি পেসার যশ দয়াল বল করতে আসেন, সেইসময় লেগ সাইডের দিকে যাওয়া একটি বলে কিছু না বুঝেই ব্যাট লাগিয়ে বসে রিয়ান। চেষ্টায় ছিলেন ফ্লিক করার, তবে বল ব্যাটের কানায় লেগে সোজা উইকেটকিপার ঋষভ পন্তের গ্লাভসে জমা পড়ে। এরপরই নিজের উপর হতাশা স্পষ্ট লক্ষ্য করা যায় রিয়ানের মুখে। তিনি বিশ্বাস করতে পারছিলেন না এরকম ভুল কীভাব🔯ে করলেন। প্যাভিলিয়নে ফেরার আগে রাগে নিজের প্যাডের উপর ব্যাটকে আছাড় মারতেও দেখা যায়। আউট হওয়ার আগে বেশ ভালোই খেলছিলেন রিয়ান।
মজার বিষয়, তাঁর এই অভিব্যক্তি দেখে বিভ্রান্ত হন প্রাক্তন লেগ-স্পিনার লক্ষ্মণ শিবরামকৃষ্ণন। তিনি মনে করেন রিয়ান হয়তো আম্পেয়ারের সিদ্ধান্তে খুশি নন। শিবরামকৃষ্ণন বলেন, ‘প্রাথমিকভাবে রিয়ানকে দেখে মনে হয়েছিল তিনি এই সিদ্ধান্তে সন্তুষ্ট ছিলেন না। কিন্তু তা যদি হয়ে থাকে, তাহলে কেন তিনি তা রিভিউ করলেন না? 🔯ইন্ডিয়া বি এখনও ২টি ꦯরিভিউ নিতে পারবে’।
পরে অবশ্য তাঁর সঙ্গে উপস্থিত অপর ধারাভাষ্যকর এবং প্রাক্তন ভারত অধিনায়ক অঞ্জুম চোপড়া বিষয়টি স্পষ্ট করিয়ে দেন তাঁকে। তিনি তাঁকে বোঝান যে রিয়ান পরাগের প্রতিক্রিয়া তাঁর আউট হওয়ার কারণে, আম্পায়ারের সিদ্ধান্তের কারণে নয়। রিপ্লেতে দেখা যায় রিয়ানের ব্যাটের বাইরের অংশে বলটি টাচ করেছে। বলের কোনও অংশই তাঁর প্যাডের কাছে ছিল না সেই সময়। আউট হওয়ার আগে রিয়ান পরাগ এবং কেএল রাহুলের মধ্যে ৭৯ রানের অসাধারণ পার্টন💃ারশিপ হয়। অন্যদিকে, তৃতীয় দিনে এটি ছিল ইন্ডিয়া বি-দলের জন্য প্রথম সাফল্য।