শুভব্রত মুখার্জি:- আসন্ন টি-২০ বিশ্বকাপের মূলপর্বে খেলার যোগ্যতা অর্জন করেছে এশিয়ার অন্যতম ক্রিকেট খেলিয়ে দেশ নেপাল।আমেরিকা যুক্তরাষ্ট্র এবং ক্যারিবিয়ানভূমে যে বিশ্বকাপ হতে চলেছে তার জন্য দল ঘোষণা করা হল তাদের তরফে। বৃহস্পতিবার নেপাল ক্রিকেট অ্যাসোসিয়েশনের তরফে তাদের দল ঘোষণা করা হয♒়েছে। দলের অধিনায়কত্বের দায়িত্ব তুলে দেওয়া হয়েছে রোহিত পাউডেলের হাতে। বিশেষজ্ঞদের ধারণা আসন্ন টি-২০ বিশ্বকাপের 'ডার্ক হর্স' হতে পারে নেপাল। প্লে অফে না গেলে বেশ কিছু বড় বড় দলের বিরুদ্ধে কঠিন চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে নেপাল।
ইতিমধ্যেই তাদের ঘরোয়া ফ্র্যাঞ্চাইজি টি-২০ লিগও চালু হয়েছে। যে লিগে অংশ নিয়েছেন এবি ডিভিলিয়র্সের মতন তারকা ক্রিকেটারও। টি-২০ বিশ্বকাপের আসরে ইতিমধ্যেইﷺ এর আগেও একবার খেཧলে ফেলেছে নেপাল। এই নিয়ে দ্বিতীয়বার টি-২০ বিশ্বকাপে খেলবে তারা।
আর এবার দলের অলরাউন্ডার ক্রিকেটার রোহিত পাউডেলের নেতৃত্বে খেলবে তারা। ১ জুন থেকে শুরু হবে টি-২০ ক্রিকেট বিশ্বꦐকাপ। নেপালের বিশ্বকাপের অভিযান শুরু হচ্ছে ৪ জুন থেকে। প্রথম ম্যাচে তাদের প্রতিপক্ষ নেদারল্যান্ডস দল। আমেরিকা༺র ডালাসে প্রথম ম্যাচ খেলবে নেপাল। টি-২০ বিশ্বকাপে গ্রুপ-ডি'তে জায়গা হয়েছে তাদের।
আরও পড়ুন:- IPL 2024-র ৫০ ম্যাচের শেষে সব থেকে বেশি ছয়ꦫ মেরেছেন কারা? সেরা ১০-এ তিন SRH তার🌺কা
এই গ্রুপে নেপালের সঙ্গে রয়েছে বাংলাদেশ, শ্রীলঙ্কা, দক্ষিণ আফ্রিকা এবং নেদারল্যান্ꦫডস দল। এসিসি প্রিমিয়র কাপে বেশ ভালো পারফরম্যান্স করেছিল নেপাল। সেই পারফরম্যান্সের সূত্রে ধরেই এবার দল নির্বাচন করেছে নেপাল। পাশাপাশি নিজেদের দেশের মাটিতে তারা এই মুহূর্তে মুখোমুখি হয়েছে ওয়েস্ট ইন্ডিজ-এ দলের। যদিও এই সিরিজটা একটি আন-অফিসিয়াল সিরিজ। তবুও এই সিরিজে ক্রিকেটারদের ভালো পারফরম্যান্সকে প্রাধান্য দেওয়া হয়েছে দল নির্বাচনের ক্ষেত্রে।
দলে পাউডেল ছাড়াও তারকা ক্রিকেটার বলতে রয়েছেন দীপেন্দ্র সিং আইরি, যিনি সম্প্রতি একটি নজির গড়েছেন। টি-২০ আন্তর্জাতিক ক্রিকেটে তৃতীয় ব্যাটার হিসেবে এক ওভারের ছয় বলে ছয়টি ছক্কা হাঁকানোর নজির গড়েছেন তিনি। পাশাপাশি কুশল ভুর্তেল এবং আ🍌সিফ শেখেরꦉ পারফরম্যান্সও যথেষ্ট ভালো।
নেপালের টি-২০ বিশ্বকাপ দল:-
রোহিত পাউডেল, আসিফ শেখ, অনিল কুমার শাহ, কুশল ভু🔯র্তেল, কুশল মাল্লা, ললিত রাজবংশী, দীপেন্দ্র সিং আইরি, করণ কেসি, গুলশাꦡন ঝা, সোমপাল কামি, প্রাটিস জিসি, সুন্দীপ জোরা, অবিনাশ বোহারা, সাগর ঢাকাল এবং কমল সিং আইরি।