আসন্ন টি-২০ বিশ্বকাপের জন্য ভারতীয় স্কোয়াড ঘোষিত হওয়ার পরে রোহিত শর্মাই ছিলেন অভিজাত তালিকার একমাত্র সদস্য। তবে বিশ্বকাপের জন্য বাংল🍨াদেশের স্কোয়াড ঘোষিত হওয়া মাত্রই এটা নিশ্চিত হয়ে যায় যে, এলিট লিস্টে শাকিব আল হাসান যোগ দিচ্ছেন হিটম্যানের সঙ্গে।
২০০৭ থকে ২০২২ পর্যন্ত মোট ৮টি টি-২০ বিশ্বকাপ অনুষ্ঠিত হয়েছে এখনও পর্যন্ত। এ💟পর্যন্ত বিশ্বের দু'জন মাত্র ক্রিকেটার ৮টি বিশ্বকাপেই অংশ নিয়েছেন। একজন হলেন বর্তমান ভারত অধিনায়ক রোহিত শর্মা। অন্যজন বাংল﷽াদেশের প্রাক্তন অধিনায়ক তথা তারকা অল-রাউন্ডার শাকিব আল হাসান। রোহিত শর্মা ও শাকিব আল হাসান নিজ নিজ দেশের হয়ে এবারও টি-২০ বিশ্বকাপ খেলতে নামবেন। সুতরাং, দুই তারকা ৯টি টি-২০ বিশ্বকাপেই অংশ নেওয়ার কৃতিত্ব অর্জন করবেন।
সব থেকে বেশি টি-২০ বিশ্বকাপে মাঠে নামা ক্রিকেটারদের তালিকায় যুগ্মভাবে দ্বিতীয় স্থানে রয়েছেন বাংলাদেশের মাহমুদুল্লাহ, অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নার, এবং ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেইল ও ডোয়েন ব্র্যাভো। ▨মাহমুদুল্লাহ ও ওয়ার্নার চলতি বিশ্বকাপেও মাঠে নামবেন। সুতরাং, এটি হতে চলেছে 🍸তাঁদের কেরিয়ারের ৮ নম্বর টি-২০ বিশ্বকাপ।
সব থেকে বেশি টি-২০ বিশ্বকাপে অংশ নিয়েছেন বা নিতে চলেছেন যাঁরা:-
১. রোহিত শর্মা- ৯টি (২০০৭, ২০০৯, ২০২১০, ২০𝓰১২, ২০১৪, ২০১৬, ২০২১, ২০২২ ও🍷 ২০২৪)।
২. শাকিব আল হাসান- ৯টি (২০০৭, ২০০৯, ২০২১০, ২০১২, ২০🦂১৪, ২০১৬, ২০২১, ২০��২২ ও ২০২৪)।
৩. মাহমুদুল্লাহ- ৮🍃টি (২০০৭, ২০০৯, ২০২ꦡ১০, ২০১২, ২০১৪, ২০১৬, ২০২১ ও ২০২৪)।
৪. ডেভিড ওয়ার্নার- ৮টি (২০০৯, ২০২১০, ২০১২, ২০১৪, ২০১৬, ২০২১, ২০২২ ও🉐 ২০২৪)।
৫. ক্রিস গেইল- ৭টি (২০০৭, ২০০৯, ২০২১০, ২০১২, ২০১৪, ২০ღ১💝৬, ও ২০২১)।
৬. ডোয়েন ব্র্যাভো- ৭টি (২০০৭, ২০০৯, ২০২১০, ২০১২, ২০১৪, 🌠২০১৬🧸, ও ২০২১)।
৭.🍎 মুশফিকুর রহিম- ৭টি (২০০৭, ২০০৯, ২০২১০, ২০১২, ২০১৪,🐎 ২০১৬ ও ২০২১)।
স্বাভাবিকভাবেই এখনও পর্যন্ত টি-২০ বিশ্বকাপের সব থেকে বেশি ম্যাচ খেলা 🌳ক্রিকেটারদের তালিকায় প্রথম সারিতে রয়েছেন রোহিত ও শাকিব। এখনও পর্যন্ত টি-২০ বিশ্বকাপের ইতিহাসে সব থেকে বেশি ম্যাচ খেলার রেকর্ড রয়েছে রোহিতের দখলে। তিনি ২০ ওভারের বিশ্বকাপের ৩৯টি ম্যাচ খেলেছেন। তালিকার দ্বিতীয় স্থানে রয়েছেন শাকিব আল হাসান। শাকিব টি-২০ বিশ্বকাপের ৩৬টি ম্যাচে মাঠে নেমেছেন।
টি-২০ বিশ্বকাপে সব থেকে বেশি রান করা ব্যাটসম্যানদের তালিকায় চতুর্থ স্থানে রয়েছ♏েন রোহিত (৯৬৩ রান)। টি-২০ বিশ্বকাপে সব থেকে বেশি উইকেট নেওয়া বোলারদের তালিকায় এক নম্বরে রয়েছেন শাকিব (৪৭টি উইকেট)।