কটকে দুরন্ত ব্যাটিং ভারত অধিনায়ক রোহিত শর্মার। সাম্প্রতিক কালের মধ্যে এটিই তাঁর সেরা ইনিংস বলে মনে করছেন ভক্তরা। ইংল্🌟যান্ডের দেওয়া ৩০৫ রানের বিরাট লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে ব্যাট হাতে ৯০ বলে ১১৯ রান করেন রোহিত। অনেকদিন পর বারবাটিতে হিটম্যান রোহিতকে খুঁজে পাওয়া যায়। মারেন ৭টি লম্বা ছক্কা এবং ১২টি চ♉ার। এদিন মাঠের পর মাঠের বাইরে সকলের মন জয় করলেন রোহিত। এক খুদে ভক্তকে অটোগ্রাফ দিলেন তিনি। নেট দুনিয়ায় ভাইরাল হয়েছে সেই ভিডিয়ো।
এক এক্স ইউজারের শেয়ার করা ভিডিয়োতে দেখা যাচ্ছে, ম্যাচ শেষে কটকের টিম হোটেলে রোহিত শর্মা, যশস্বী জসওয়াল, ঋষভ পন্ত, ব্যাটিং কোচ অভিষেক নায়ার এবং ফিল্ডিং কোচ টি দিলীপ একসঙ্গে ডিনার করছেন। সেই সময় এক খুদে ভক্ত ভারত অধিনায়কের দিকে এগিয়ে আসে। বিন্দুমাত্র বিরক্ত না হয়ে ওই খুদের সঙ্গে আলাপচারিতায় মাতেন রোহিত। বেশ কিছুক্ষণ কথা বলার পর তার জামায় অটোগ্রাফ দেন তিনি। সেই সময় সেই ভক্তের সঙ্গে কথা বলছিলেন ঋষভও। তাঁর কাছেও অটোগ্রাফের 𒈔আবদার করে সে। নিরাশ করেননি পন্তও। শেষে যশস্বীর থেকে অটোগ্রাফ সংগ্রহ করে সেই ফ্যান।
উল্লেখ্য, ভারত, ইংল্যান্ডের বিপক্ষে ৩ ম্যাচের ওডিআই সিরিজে ২-০ এগিয়ে রয়েছে। নাগপুরে প্রথম ওডিআই ম্যাচে ৪ উইকেট জয় পেয়েছিল রোহিতরা। এরপর কটকেও সেই ধারা অব্যাহত রেখে ৪ উইকেটে জয় পায়। সিরিজে সমতায় ফিরতে দ্বিতীয় ওডিআই-তে টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিল ইংল্যান্ড। বেন ডাকেট (৬৫) এবং জো রুট (৬৯) ব্যাট হাতে ইংল্যান্ডের ইনিংসকে এগিয়ে দেখান। পরে লিয়াম লিভিংস্টোন গুরুত্বপূর্ণ ৪১ রান যোগ করে🌃ন। তবে শেষ দুই ওভারে তিনটি রান-আউট হওয়ায় তাদের গতি কমে যায়। ৪৯.৫ ওভারে ৩০৪ রান তুলে অলআউট হয়ে যায় ইংল্যান্ড।
রান তাড়া করতে নেমে ভারতের হয়ে শুরুটা ভালোই করেছিল দুই ওপেনার -রোহিত শর্মা এবং শুভমন গিল। দুরন্ত শতরান করেন রোহিত। ৫২ বলে ৬০ রান করেন শুভমনও। সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল রোহিত এবং শুভমনের প্রথম উইকেটের জন্য ১৩৬ রানের পার্টনারশিপ।এছাড়াওব্যাট হাতে গুরুত্বপূর্ণ অবদান রাখেন শ্রেয়স আইয়ার এবং অক্ষর প্যাটেল। ৪৪ রান করে আউট হয়ে যান শ্রেয়স এবং ৪১ রানে অপরাজ🦄িত ছিলেন অক্ষর। ফলস্বরূপ💙 ৪৪.৩ ওভারে ৬ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে ফেলে ভারত। এখনও বাকি আছে একটা ম্যাচ। বুধবার আমেদাবাদে অনুষ্ঠিত হবে সিরিজের শেষ ওডিআই ম্যাচটি।