মোটে দু সপ্তাহ আর বাকি নেই। তারপরই শুরু হয়ে যাচ্ছে ভারতীয় দলের ঠাসা ক্রীড়াসূচি। ১৯ সেপ্টেম্বর থেকে শুরু ভারতীয় দলের বাংলাদেশ সিরিজ। দুই টেস্টের সিরিজের পর রয়েছে টি২০ সিরিজ। ওই সময় কয়েক দিনের বিশ্রাম পাবেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা, ওই দিন ১৮ মতো। তাঁরপরই ফের রোহিত শর্মাকে মাঠে 💟নামতে হবে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে। অক্টোবরের মাঝামাঝি থেকেই শুরু হয়ে যাচ্ছে কিউয়িদের বিপক্ষে তিন ম্যাচের টেস্টে সিরিজ। আর তারপর বহুকাঙ্খিত বর্ডার গাভাসকর ট্রফি, যেদিকে নজর রয়েছে সকলের🌄।
এই মূহূর্তে ভারতীয় দলের আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপে স্থানে ওপরের দিকে। তবে ফাইনালে পৌঁছাতে গেলে আগামী ১০টি টেস্টের মধ্যে ৬টিতেই জিততে হবে তাঁদের🦂। ফলে কাজটা খুব যে সহজ তেমনটাও নয়। কারণ বাংলাদেশ সদ্য হারিয়েছে পাকিস্তানকে। নিউজিল্যা𝓡ন্ডও টেস্টে খুব খারাপ দল নয়, আর অস্ট্রেলিয়া কখন কি করবে সেটা ক্রিকেট দেবতা ছাড়া কেউ অনুমান করতে পারেন না। তাই টেস্ট বিশ্বচ্যাম্পিয়নশিপ ফাইনালে ভারতকে উঠতে গেলে বড় ভূমিকা নিতে হবে ওপেনারদের।
আরও পড়ুন-ISL-এ লাগু নয়া নিয়ম! লালকার্ডের বিরুদ্ধে আবেদন জানাতে পারবে ফুটবলাররা! আ𓂃সছে না VAR…
সেই কারণে বাংলাদেশ সিরিজ শুরুর আগে কঠোর অনুশীলনে নিজেকে লেপ্টে রাখছেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। সম্প্রতি হিটম্যানের একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে, যেখানে দেখা যাচ্ছে ভারতীয় দলের আন্তর্জাতিক সিরিজের𒀰 ক্ষেত্রে বিরতি চললেও নিজের ফিটনেসের দিকে কোনওরকম ছাড় দিচ্ছেন না হিটম্যান। জিমে গিয়ে করছেন টায়ার দিয়ে অনুশীলন, হাতের জোর বাড়ানোর জন্য। কারণ টেস্ট হচ্ছে সারাদিনের খেলা, উইকেটে টিকে থাকতে পারলে দেড় বা দুদিনও ব্যাটিং করতে হতে প🅺ারে। তাই হাতের পেশীর জোর অত্যন্ত জরুরি, সেই কারণে নিজের ফিটনেসের পাশাপাশি বাহুর জোর বাড়ানোর দিকেও মনযোগ দিয়েছেন হিটম্যান।
সেই ভিডিয়োতে দেখা যাচ্ছে জিমে একের পর এক টায়ার উল্টে যাচ্ছেন হিটম্যন। এরপর তিনি হাই অলটিটিউড ট্রেডমিল বা সিঁড়ির মতো যন্ত্൲রের সাহায্যে নিজের ফিটনেস বাড়ানোর অনুশীলন করছেন, যাতে অস্ট্রেলিয়ার পরিবেশে খেলতে আরও সুবিধা হয়। এছাড়াও ম্যাটের মধ্যে নিজের রোজকার অনুশীলনগুলো তো করছেনই। ৩৭ বছর বয়সেও হিটম্যানের খেলার প্রতি এই কমিটমেন্ট এবং জেদই বুঝিয়ে দিচ্ছে এখনও তাঁর মধ্যে অনেক খিদে রয়েছে।
১৯ সেপ্টেম্বর থেকে চিদাম্বরণ স্টেডিয়ামে প্রথম টেস্ট শুরু বাংলাদেশের সঙ্গে ভারতের। ২৭🔯 সেপ্টেম্বর থেকে কানꦰপুরের গ্রিন পার্ক স্টেডিয়ামে শুরু দ্বিতীয় টেস্ট ম্যাচ। এই দুই টেস্ট জিতে নিতে পারলে, বাকি ৮টি টেস্টের মধ্যে চারটি টেস্টে জিতলেই ফাইনালে যাবে ভারত। রোহিত শর্মা নিশ্চয় চাইবেন ঘরের মাটিতে যত বেশি সম্ভব সিরিজ জিতে, ফাইনালের দিকে এক পা এগিয়ে রাখতে।