শ্রীলঙ্কা সিরিজ খেলতে সেদেশে পৌঁছে গেলেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। ভারতীয় ক্রিকেট দলের টি২০ অধিনায়ক হিসেবে ইতিমধ্যেই সিরিজ জিতে ফেলেছেন সূর্যকুমার যাদবরা। গৌতম গম্ভীরও কোচ হিসেবে নিজের ইনিংস শুরু করেছেন জয় দিয়েই। এরই মধ্যে রোহিত শর্মাও শ্রীলঙ্কায় পৌঁছে গেলেন ওডিআই সিরিজ খেলার জন্য। ২ অগাস্ট থেকে শুরু টিম ইন্ডিয়ার ওডিআই সিরিজ। শ্রীলঙ্কার বিপক্ꦏষে এই সিরিজ রোহিতদের কাছে অতটা গুরুত্বপূর্ণ ছিল না। কিন্তু কোচ হিসেবে গৌতম গম্ভীর দায়িত্ব নেওয়ার পর এখন ভারতীয় দলের সব ওডিআই সিরিজকেই গুরুত্ব দিচ্ছেন। কারণ সামনের বছরই রয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফি।
আরও পড়ুন-মার্কিন যুক্তরাষ্ট্রে ক্রিকেট বিশ্বকাপের সিদ্ধান্ত সঠিক! আইসিসির পাশে🦂 দ🌳াঁড়িয়ে বললেন দ্রাবিড়…
চ্যাম্পিয়ন্স ট্রফির আগে ভারতীয় দলের ওডিআই ম্যাচ তেমন নেই। মোট ৬টি ওডিআই খেলার কথা টিম ইন্ডিয়ার। তাঁর মধ্যে শ্রীলঙ্কার বিপক্ষে রয়েছে তিন ম্যাচের ওডিআই সিরিজ। বাকি তিন ম্যাচের সিরিজ রোহিত শর্মারা খেলবেন ইংল্যান্ডের বিপক্ষে। ফলে এই সিরিজের তেমন কোনও গুরুত্ব না থাকা সত্ত্বেও রোহিত শর্মা এবং বিরাট কোহলিদের ছুটি বাতিল করে তাঁকে আনা হয়েছে। প্রথমে তাঁরা এই সিরিজ থেকে ছুটি নেবেন ঠিক করলেও শেষ পর্যন্ত তাঁদের স্কোয়াডে রাখা হয়। ইতিমধ্যেই একদিনের সিরিজ খেলতে শ্রীলঙ্কায় পৌঁছে গেলেন হিটম্যান♑। সেখানে গিয়ে লঙ্কানদের বর্ষিয়ান ক্রিকেটার অ্যাঞ্জেলো ম্যাথিউজের সঙ্গে বেশ কিছুক্ষণ কথা বলতে দেখা যায় হিটম্যানকে। একা রোহিতই নন, একই সঙ্গে অনুশীলন শুরু করছেন বিরাটও।
আরও পড়ুন-কুশল পেরেরার উইকেট নিতেই সুপার কুল স♍েলিব্রেশন হার্দিকের! জবাব দিতে চাইলেন কাউকে!
বেশ কিছুক্ষণ প্রাক্তন লঙ্কান অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথিউজের সঙ্গে🅺 কথা বলার পর ফের ড্রেসিং রুমে ফিরে যান ভারত অধিনায়ক রোহিত শর্মা। আসলে ꦫদীর্ঘদিন আইপিএলে অ্যাঞ্জেলো ম্যাথিউজ খেলেছেন, বহুদিন ধরে জাতীয় দলের হয়ে খেলায় দুই তারকার মধ্যেই একটা আলাদা বন্ধুত্ব রয়েছে। রোহিতকে দেখেই তাই মাঠের ধারে চলে আসেন ম্যাথিউজ।
আরও পড়ুন-পরের বছরেও ভারতে বড় টুর্নামেন্ট! ভারত চ্যাম্পিয়ন্স🦄 ট🉐্রফিতে না গেলে, আসবে তো পাকিস্তান?
ভারতীয় ক্রিকেট দলের ওডিআই সিরিজের সব ম্যাচই হবে কলম্বোর প্রেমদাসা স্টেডিয়ামে। এই স❀িরিজে জাতীয় দলে প্রত্যাবর্তন করতে চলেছেন শ𓄧্রেয়স আইয়ার। শ্রীলঙ্কা সিরিজের গুরুত্ব রয়েছে অন্য কারণে। এই সিরিজ দিয়ে শুরু হবে ভারতীয় ক্রিকেটে রোহিত শর্মা-গৌতম গম্ভীর জুটির পথ চলা।