কয়েক সপ্তাহ আগে পর্যন্ত যা স্বপ্নেও ভাবা যায়নি সেটাই হয়ꦜেছে টিম ইন্ডিয়ার। ভারতের মাটিতে এসেই কিনা এক ম্যাচ বাকি থাকতে সিরিজ হারিয়ে গেছে নিউজিল্যান্ড। এখনও ওয়াঙ্খেড়ে স্টেডিয়ামে একটি টেস্ট ম্যাচ বাকি রয়েছে, তার আগেই ২-০ লিড নিয়ে সিরিজ পকেটে ঢুকিয়ে নিয়েছে কেন উইলিয়ামসনহীন কিউয়ি শিবির।
আরও পড়ুন-ফুলেছে প🌄িঠ,বেড়েছে ব্যথা! চোট নিয়েই বিরাটদের মাটি ধরালেন ১৩ উইকেট নেওয়া কিউয়ি স্পিনার🌌…
বেঙ্গালুরুতে অধিনায়ক রোহিতের ভুল-
এই সিরিজকে অবশ্য বোলারদেরই সিরিজ বলা যায়। কারণ প꧙্রথম টেস্টে ম্যাট হেনরির বিধ্বংসী বোলিংয়েই খাদের কিনারায় এনে দিয়েছিল টিম ইন্ডিয়াকে। মাত্র ৪৬ রানে আউট হওয়ার পর আর দ্বিতীয় ইনিংসে ঘুরে দাঁড়ানোর জমি পায়নি রোহিত শর্মার টিম ইন্ডিয়া। চিত্রটা খুব বেশি বদলায়নি দ্বিতীয় টেস্টেও।
পুণে টেস্টেও ব্যাটিং বিপর্যয়-
পুণে টেস্টে আর আগের ভুল করেনি ভারতীয় দল। রোহিতদের আর প্রথমে ব্যাট করতে নামতে হয়নি। এবার তাঁরা নেমেছিলেন পরে ব্যাটিং করতে, কিন্তু স্পিন খেলতে না পেরে কিউয়িদের বিরুদ্ধে ল্যাজেগোবরে অবস্থাই হয় টিম ইন্ডিয়ার। এবারও ছবিটা বদলায় নি, ব্যাটিংয় বিপর্যয়ের সামনে পড়ে প্রথম ইনিংসে মাত্র ১৫৬ রানেই আউট হয়ে যায় ভারতের সাধের লাইন আপ। হারলেও অবশ্য বিষয়টাকে এতটাও গুরুত্ব দিচ্ছেন না রোহিত শর্মা, বরং চেষ্টা করছেন দলের পরিবে🌊শ ভালোই রাখার।
সাংবাদিক সম্মেলনে এলেন রোহিত শর্মাই-
কাজ কঠিন হলেও অসম্ভব বলেই কিছুই নেই। আপাতত বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের রাস্তায় ভারতের সামনে রয়েছে অস্ট্রেলিয়া এবং দঃ আফ্রিকা। এর মধ্যে নিউজিল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় টেস্টে জিততে পারলে কিছু অক্সিজেন পাওয়া যাবে, এরপর অজিদের ডেরায় ভালো খেলতে পারলে তখনই সুযোগ মিলবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে যাওয়ার। তাই ক্রিকেটারদের ওপর কোনও চাপ আসতে দিতে চান না রোহিত, ম্যাচ হারের পর তাই পালিয়ে না গিয়ে নিজেই এলেন সাংবাদিক সম্মেলনে, দিলেন যু🎶ক্তিও।
আরও পড়ুন-অফ ফর্মের মাঝেই লজ্জার রেক𓆉র্ড অব্যাহত বিরাটের! আগেই সচিনক⛄ে টপকেছেন LBW আউটের রেকর্ডে!
'এত বছর ধরে আমরাই জিতিয়ে আসছি'
রোহিতের স্পষ্ট কথা, ক্রিকেটে হার জিত থাকবেই। এতদিন ধরে তাঁরাই জিতিয়ে আসছেন ভারতকে, তাই প্রত্যাশাও তৈরি করেছেন তাঁরা। রোহিত বলছেন, ‘দেখ ১২ বছরে যদি একবা🐎র সিরিজ হারি তাহলে সেটা ছাড় দেওয়া যায়। কারণ এতদিন ধরে তো আমরাই জিতিয়ে আসছি দলকে, একটা সিরিজ হার হতেই পারে। এখানে কারোর কিছু করার নেই, কারণ ভারতীয় দলকে ঘিরে ঘরের মাঠে প্রত্যাশা বেশি থাকে সমর্থকদের। কারণ টিম ইন্ডিয়া ভালো খেলেই সেই প্রত্যাশার 𝐆পারদকে ওপরের দিকে এনে দিয়েছে ’।