নেপালের বিরুদ্ধে টি-২০ সিরিজের জন্য অত্যন্ত শক🌌্তিশালী দল ঘোষণা করল ওয়েস্ট ইন্ডিজ। যদিও সিনিয়র দল নয়, বরং এ-দলের নেপাল সফরের জন্য ওয়েস্ট ইন্ডিজের স্কোয়াড দেখলে তাদের টি-২০ বিশ্বকাপের দল বলে মনে হওয়া স্বাভাবিক।
১৫ জনের স্কোয়াড আন্তর্জাতিক ক্রিকেটারে ঠাসা। স্কোয়াডে জায়গা পাওয়া বেশিরভাগ ক্রিকেটারই টি-২০ স্পেশালিস্ট। সন্দেহ নেই টি-২০ বিশ্বকাপের আগে প্রস্তুতি সারতেই এই সিরিজকে ব্যবহার করতে চাইছে ওয়েস্ট ইন্ডিজ দল। বিশ্বকাপের আগে যথাযথ কম্বিনেশনের খোঁজে নেপালের বিরুꩲদ্ধে ৫ ম্যাচের এই টি-২০ সিরিজ ওয়েস্ট ইন্ডিজকে প্রভূত সাহায্য করবে বলে ধারণা বিশেষজ্ঞদের।
যদিও সাম্প্রতিক সময়🥃ে নেপাল আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে নজরকাড়া প🔯ারফর্ম্যান্স উপহার দিয়েছে। তারা ২০২৪ টি-২০ বিশ্বকাপের যোগ্যতা অর্জন করেছে। অর্থাৎ, ওয়েস্ট ইন্ডিজ ও আমেরিকার মাটিতে অনুষ্ঠিত হতে চলা আসন্ন টি-২০ বিশ্বকাপে অংশ নেবে নেপাল। সন্দেহ নেই নেপালও ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে এ-দলের এই টি-২০ সিরিজে তাদের প্রথম সারির তারকাদের মাঠে নামাবে।
নেপাল সফরে ওয়েস্ট ইন্ডিজ-এ দলকে নেতৃত্ব দেবেন রোস্টন চেস। ভাইস ক্যাপ্টেনের ভূমিকা পালন করবেন আলিক আথানাজে। স্কোয়াডে রয়েছেন ফ্যাবিয়ান অ্যালেন, জনসন চার্লস, ওবেদ ম্যাককয়, কিমো পল, ওশেন থমাস ও হেডেন ওয়ালসের মতো তারকা। ওয়েস্ট ইন্ডিজের বেশ কিছু তারকা ক্রিকেটার এই মুহূর্তে আইপিএল খেলতে ব্যস্ত। তাঁরা উপলব্ধ থাকলে নিশ্চিতভাবেই ওয়েস্ট ইন্ডিজ আরও শক্তিশালী স্কোয়াড গড়তে পারত নেপাল সফরের জন্য।🍎
আগামী ২৭ এপ্রিল শুরু হবে ৫ ম্যাচের এই টি-২০ সিরিজ। সিরিজের পরবর্🃏তী চারটি টি-২০ ম্য়াচ খেলা হবে যথাক্রমে ২৮ এপ্রিল, ১, ২ ও ৪ মে তারিখে। পাঁচটি ম্যাচই অনুষ্ঠিত হবে কীর্তিপুরের ত্রিভুবন ইউনিভার্সিটি ইন্টারন্যাশনাল ক্রিকেট গ্রাউন্ডে।
আরও পড়ুন:-🅷 ২০২২ T20 বিশ্বকাপ খেলা এই ৬ ভারতীয় তারকার ২০২৪ বিশ্বকাপ থে⛎কে বাদ পড়া নিশ্চিত
নেপাল সফরের জন্য ওয়েস্ট ইন্ডিজের এ-দল:-
রোস্টন চেস (ক্যাপ্টেন), আলিক আথানাজে (ভাইস ক্যাপ্টেন), ফ্যা🐓বিয়ান অ্যালেন, কাদিম অ্যালেইন, জোশুয়া বিশপ, কেসি কার্টি, জনসন চার্লস, মার্ক দেয়াল, আন্দ্রে ফ্লেচার, ম্যাথিউ ফোর্ড, ওবেদ ম্যাককয়, গুড়াকেশ মোতি, কিমো পল, ওশেন থমাস ও হেডেন ওয়াল✃স।
নেপাল বনাম ওয়েস্ট ইন্ডিজ এ-দলের টি-২০ সিরিজের সূচি:-
প্রথম টি-২০: ২৭ এপ্রিল (ত্রিভুবন ইউনিভার্সিটি গ্রাউন্ড, দুপুর ১টা)।দ্বিতীয় টি-২০: ২৮ এপ্রিল (ত্রিভুবন ইউনিভার্সিটি গ্রাউন্ড, দুপুর ১টা)।তৃতীয় টি-২০: ১ মে (ত্রিভুবন ইউনিভার্সিটি গ্রাউন্ড, দুপুর ১টা)।চতুর্থ টি-২০: ২ মে (ত্রিভুবন ইউনিভার্সিটি গ্রাউন্ড, দুপুর ১টা)।পঞ্চম টি-২০: ৪ মে (ত্রিভুবন ইউনি🦹ভার্সিটি গ্রাউন্ড, দুপুর ১টা)।