জস বাটলারকে আউট করতে একেবারে নাছোড় হয়ে পড়েছিলেন কুলদীপ যাদব। কিছুতেই দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক ঋষভ পন্ত ডিআরএস নিতে রাজি ছিলেন না।🌟 কুলদীপ জোর করে পন্তের হাত ধরে নিজেই ডিআরএস-এর ইশারা করে দেন। তবে নাছোড় কুলদীপ যে কতটা ঠিক ছিলেন, তা তৃতীয় আম্পায়ারের সিদ্ধান্তে বোঝা গিয়েছে।
রাজস্থানের ইনিংসের অষ্টম ওভারে বল করতে এসেছিলেন কুলদীপ যাদব। ওভারের দ্বিতীয় বলে স্ট্রাইকে ছিলেন বাটলার। তাঁর বিরুদ্ধে ꦡꦓকুলদীপ এলবিডব্লিউ-এর আবেদন করেন। কিন্তু ফিল্ড আম্পায়ার নন্দ কিশোর আউট দেননি। তখন কুলদীপ মরিয়া হয়ে পন্তকে রিভিউ নেওয়ার জন্য চাপ দিতে থাকে।
আরও পড়ুন: ৪-৪-৬-৪-৬-১- শ💮েষ ওভারে নরকিয়াকে পিটিয়ে ছাতু করলেন রিয়ান, জানালেন সাফল্যের ☂রহস্য
আসলে কুলদীপ এই আউটের বিষয়ে এতটাই নিশ্চিত ছিলেন যে, তারকা স্পিনার পন্তের হাত দিয়ে নিজেই ডিআরএস নিয়ে নেন। বল ট্র🅰্যাকিং প্রযুক্তিতে দেখা যায় যে, পরিষ্কার এলবিডব্লিউ ছিলেন বাটলার। যদি রিভিউ না নেওয়া হত, তবে কিন্তু দিল্লি ক্যাপিটালসকে আফসোসই করতে হত। বাটলারের মতো বড় উইকেট পড়ে যাওয়াটা নিঃসন্দেহে ক্যাপিটালসের জন্য স্বস্তির বিষয় হয়ে যায়। ১৬ বলে ১১ রান করে সাজঘরে ফেরেন বাটলার।
এদিকে আইপিএলের শুরুতেই জোড়া ๊হার দিল্লি ক্যাপিটালসের। পঞ্জাব কিংসের প🗹র এবার রাজস্থান রয়্যালসের কাছেও হেরে গেল ঋষভ পন্তের দল। বৃহস্পতিবার জয়পুরে ১২ রানে জিতল সঞ্জু স্যামসনের রাজস্থান রয়্যালস। চেন্নাই সুপার কিংসের পর রাজস্থান এখনও পর্যন্ত দ্বিতীয় দল, যারা এবার আইপিএলে প্রথম দুই ম্যাচেই জয় পেল।
আরও পড়ুন: মুজিবের পর🔜িবর্তে ১৬ বছরের আফগান স্পিনারকে নিল KKR, RR-এ প্রসিধের বদলি কেশব মহারাজ
মূলত রিয়ান পরাগের বিধ্বংসী ব্যাটিং দুই দলের মধ্যে পার্থক্য গড়ে দিল। ৪৫ বলে ৮৪ রানে অপরাজিত থাকেন রিয়ান। তাঁর ইনিংস সাজানো ছিল ৭টি চার এবং ছ'টি ছক্কায়। তাঁর এই ইনিংসই রাজস্থা𒀰নের পায়ের তলার জমি শক্ত করে। রিয়ানের সৌজন্যেই প্রথমে ব্যাট করে ৫ উইকেট হারিয়ে ১৮৫ রান তোলে রাজস্থান রয়্যালস। জবাবে ৫ উইকেটের বিনিময়ে ১৭৩ রানে থামে দিল্লির ইনিংস। শেষ ওভারে দুর্দান্ত বল করেন আবেশ খান। প্রয়োজন ছিল ১৭ রান। সেখানে মাত্র ৫ রান দেন তিনি। ভয়াবহ দুর্ঘটনারে পিছনে ফেলে জীবনযুদ্ধে জয় পেলেও, প্রত্যাবর্তনের পর বাইশ গজে এখনও জয়ের মুখ দেখলেন না ঋষভ পন্ত। উল্লেখযোগ্য ভাবে, আইপিএলে এই নিয়ে প্রথম ন'টি ম্যাচেই হোম দল জয় পেল। অ্যাওয়ে ম্যাচ খেলতে গিয়ে এবার এখনও পর্যন্ত কোনও দল জিততে পারেনি।