২০২৫ আইপিএলে হার দিয়ে অভিযান শুরু করেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স। তারা বুধবার তাদের দ্বিতীয় ম্যাচ খেলতে নামছে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে। রাজস্থানও তাদের প্রথম ম্যাচ হেরেছে। তারা সানরাইজার্স হায়দরাবাদের😼 সামনে মুখ থুবড়ে পড়ে। এবার দুই দলের সামনেই টুর্নামেন্টে প্রত্যাবর্তনের চ্যালেঞ্জ।
✱বুধবার রাজস্থান রয়্যালসের দ্বিতীয় হোম গুয়াহাটিতে ম্যাচ রয়েছে। রাজস্থান রয়্যালসের এটি হোম ম্যাচ। তবে কলকাতা নাইট রাইডার্সের বোলিং কোচ ভরত অরুণের দাবি, এটি দ্বিতীয় হোম কেকেআর-এরও। তার কারণ হিসেবে তিনি বলেছেন, গুয়াহাটি কলকাতার কাছেই। বাংলার সঙ্গে কিছুটা হলেও ভাষার মিল রয়েছে। যদিও নাইট দলে বাংলার কোনও প্লেয়ার নেই।
আরও পড়ুন: 🉐ভাগ্য সহায় ছিল না… মোহিতকে স্টাম্প আউট করার সুবর্ণ সুযোগ মিস করে দলকে ডোবানোর পর, অজুহাত পন্তের
ꦜযাইহোক কলকাতার দল কিন্তু রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ম্যাচের আগে আত্মবিশ্বাসী। প্রথম ম্যাচের পরাজয় নিয়েও তারা খুব বেশি চিন্তিত নয়। নাইটদের বোলিং কোচ ভরত অরুণ দাবি করেছেন, ‘একটি দল হিসেবে, আমরা এটি নিয়ে (প্রথম ম্যাচ) খুব বেশি চিন্তিত নই। প্রথম ম্যাচ জেতা সব সময়েই ভালো, এতে একটি গতি পাওয়া যায়। তবে প্রথম ম্যাচেও অনেক ইতিবাচক বিষয় ছিল, সেখান থেকে আমাদের শিক্ষা নিতে হবে।।’
𓆏সঙ্গে তিনি যোগ করেছেন, ‘ব্যাটিংয়ের সময়ে শেষ দিকে উইকেট না হারালে আমরা আরও রান পেতে পারতাম। আপনি যাই করুন না কেন, সব সময়ে ভালো বল করারও সুযোগ থাকে। তবে এই সব নিয়ে আমাদের দল খুব বেশি চিন্তিত নয়। আমরা শেষ ম্যাচে যা ঘটেছে, তা থেকে শিখব, এবং ভালো ব্যাট করার চেষ্টা করব।’
🅘বিগ হিটার আন্দ্রে রাসেল এবং রিঙ্কু সিং আরসিবি-র বিরুদ্ধে ম্যাচে সেভাবে কিছুই অবদান রাখতে পারেননি। কেকেআর সেই ম্যাচে শুরুটা ভালো করলেও, শেষ পর্যন্ত ৮ উইকেট হারিয়ে ১৭৪ রানেই থেমে যায়। আরসিবি ২২ বল বাকি থাকতে জয়ের লক্ষ্যে পৌঁছে যায়। তবে রাসেল এবং রিঙ্কুর ফর্ম নিয়েও একেবারে চিন্তিত নন অরুণ।
𓄧উল্টে তিনি বলেছেন, ‘খেলার সঙ্গে ব্যর্থতাও থাকবে। আপনি ব্যর্থ যেমন হবেন, তেমন তার পর সফলও হবেন। অবশ্যই রাসেলের মতো চ্যাম্পিয়নদের মাথায় ঘোরে, শেষ ম্যাচে ব্যর্থ হয়েছে এবং ও প্রতিটি ম্যাচেই নিজেকে প্রমাণ করতে মুখিয়ে থাকবে। আমরা আশা করছি যে, বুধবারের ম্যাচে ও সত্যিই ভালো পারফরম্যান্স করবে। টুর্নামেন্টের আগে রিঙ্কু ভালো ব্যাটিং করেছিল। আমরা ওর ফর্ম নিয়ে খুব একটা চিন্তিত নই।’
আরও পড়ুন:♉ ভিডিয়ো- ল্যাটা মাছ ধরছেন নাকি! পুরানের লোপ্পা ক্যাচ গলালেন রিজভি, খেসারত দিতে হল দিল্লিকে
✱নাইটরা অন্য কিছু নিয়ে না ভেবে, যেনতেন প্রকারেণ জয়ে ফিরতে মরিয়া। ভরত অরুণ বলেওছেন, ‘সব দলেরই কিছু সত্যিই অসাধারণ ব্যাটার আছে। একজনকে টার্গেট করার কোনও মানে নেই, আমাদের পুরো দলকে দেখতে হবে এবং সেই অনুযায়ী একটি কৌশল তৈরি করতে হবে। আমাদের গেম প্ল্যান হল, ম্যাচ জেতা।’
🍰বর্ষাপাড়া ক্রিকেট স্টেডিয়ামের পিচ সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, ‘আমরা উইকেট দেখিনি, তবে ভালো বলেই মনে হচ্ছে। কন্ডিশন চমৎকার। আউটফিল্ড সত্যিই ভালো বলে মনে হচ্ছে, তাই আমরা খুব ভালো একটি ম্যাচের আশা করছি।’