রো✨হিত শর্মা অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজের প্রথম টেস্টে ভারতের হয়ে মাঠে নামবেন না। শুভমন গিলের আঙুলে চিড়। চোট রয়েছে লোকেশ রাহুলের। অস্ট্রেলিয়ায় পৌঁছে সবার আগে চোট পান সরফরাজ খান। সুতরাং, বর্ডার-গাভাসকর ট্রফির প্রথম টেস্টে শক্তিশালী দল নামানোই আসল চ্যালেঞ্জ ভারতীয় টিম ম্যানেজমেন্টের সামনে।
পার্থে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজের প্রথম টেস্ট শুরু হবে ২২ নভেম্বর থেকে। হাতে কিছুদিন সময় থাকলেও কার্যত এটা নিশ্চিত যে, ভারত এই ম্যাচে পূর্ণ শক্তির দল হাতে পাবে না। রোহিতের খামতি ঢাকতে লোকেশ রাহুল🌌 ও অভিমন্যু ঈশ্বরন সেরা বিকল্প মনে হয়েছে গৌতম গম্ভীরদের। তবে শুভমন গিলের অভাব মেটাবেন কে, এই প্রশ্ন এখন ঘুরে বেড়াচ্ছে ভারতীয় ক্রিকেটমহলে।
এক্ষেত্রে মুশকিল আসান হয়ে দেখা দিতে পারেন সাই সুদর্শন। মূলত গিলের মতোই ব্যাটিং পজিশন সুদর্শনের। অস্ট্রেলিয়া-এ দলের বিরুদ্ধে বেসরকারি টেস্ট সিরিজে ছন্দে ছিলেন তিনি। অস্ট্রেলিয়ায় গিয়ে ভারতীয়-এ দলের হয়ে একটি সেঞ্চুরিও করেছেন সুদর্শন। সুতরাং, টিম ম্যানেজমে🌞ন্ট চাইছে ,সির♌িজের প্রথম টেস্টের জন্য সুদর্শনকে জাতীয় দলের সঙ্গে ধরে রাখতে।
উল্লেখ্য, অস্ট্রেলিয়া-এ🐠 দলের বিরুদ্ধে ভারতীয়-এ দলের বেস♌রকারি টেস্ট সিরিজ শেষ হয়েছে আগেই। তবু ভারতীয়-এ দলের ক্রিকেটাররা দেশে ফেরেননি এখনও। কেননা বর্ডার-গাভাসকর ট্রফির জন্য নির্বাচিত স্কোয়াডের সঙ্গে প্রস্তুতি ম্যাচ খেলার কথা ছিল ভারতীয়-এ দলের। রুতুরাজরা এই মুহূর্তে পার্থেই রয়েছেন। তাঁরা সাহায্য করছেন বিরাট কোহলিদের প্রস্তুতিতে।
তবে একা সাই🍌 সুদর্শনই নন, বরং অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টেস্টের জন্য ভারতীয় টিম ম্যানেজমেন্টের বিবেচনায় রয়েছেন এ-দলের দেবদূত পাডিক্কালও। তিনিও এ-দলের হয়ে বেসরকারি টেস্ট সিরিজে ফর্মে ছিলেন। প্রথম বেসরকারি টেস্টে অল্পের জন্য শতরান হাতছাড়া করেন পাডিক্কাল।
ভারতীয়-এ দলের পার্থ ছেড়ে দেশে ফেরার বিমান ধরার কথা ১৭ নভেম্বর অর্থাৎ, রবিবার রাতে। এক্ষেত্রে সাই সুদর্শন অথবা দেবদূ𒊎ত পাডিক্কালের মধ্যে কোনও একজনকে জাতীয় দলের সঙ্গে অস্ট্রেলিয়ায় রেখে দিতে পারে ভারতীয় টিম ম্যানেজমেন্ট। শেষমেশ যাঁকেই ধরে রাখা হোক না কেন, গিল-রাহুলদের চোটে সিরিজের প্রথম টেস্টে তাঁকে ব্যবহার করার প্রয়োজনীয়তা অনুভব করতে পারে টিম ইন্ডিয়া।
সুদর্শন অথবা পাডিক্কালকে যদি ভারতীয় দল অস্ট্রেলিয়ায় ধরেও রাখে, তবে এক্ষেত্রে অন্য একটি সম্ভাবন♑াও উঁকি দিচ্ছে। টিম ইন্ডিয়ার রিজার্ভ উইকেটকিপার ধ্রুব জুরেল সিরিজের প্রথম টেস্টে বিশেষজ্ঞ ব্যাটার হিসেবে মাঠে নেমে পড়তে পারেন। কেননা অস্ট্রেলিয়া-এ দলের বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় বেসরকারি টেস্টে দুর্দান্ত ব্যাট করেন জুরেল। প্রথমবার অস্ট্রেলিয়ার মাটিতে ব্যাট করতে নেমে দুই ইনিংসেই হাফ-সেঞ্চুরি করেন ধ্রুব জুরেল।