প্রথম ইনিংসে রজত পতিদার একা লড়াই চালান ভারতীয়-এ দলের হয়ে। তবে দ্বিতীয় ইনিংসে ব্রিটিশ শিবিরে পালটা লড়া🍎ই ফিরিয়ে দেন সাই সুদর্শন, সরফরাজ খান, প্রদোষ রঞ্জন পালরা। যদিও ইংল্যান্ড লায়ন্সের বিরুদ্ধে চার দিনের প্রথম বেসরকারি টেস্টের প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসেও ব্যাট হাতে ব্যর্থ হন ভারতীয়-এ দলের ক্যাপဣ্টেন অভিমন্যু ঈশ্বরন। দ্বিতীয় দফায় রান পাননি রজত।
আমদ🎐াবাদে ইংল্যান্ড লায়ন্স ৮ উইকেটে ৫৫৩ রান তুলে তাদের প্রথম ইনিংস ডিক্লেয়ার করে। পালটা ব্যাট করতে নেমে ভারতীয়-এ দল দ্বিতীয় দিনের শেষে তাদের প্রথম ইনিংসে ৮ উইক🀅েটের বিনিময়ে ২১৫ রান তোলে। ১৪০ রানে অপরাজিত ছিলেন রজত পতিদার।
তৃতীয় দিনে তার পর থেকে খেলতে নেমে ভারতীয়-এ দল তাদে🐭র প্রথম ইনিংস শেষ করে ২২৭ রানে। রজত পতিদার ১৯টি চার ও ৫টি ছক্কার সাহায্যে ১৫৮ বলে ১৫১ রান করে আউট হন। ইংল্যান্ডের ম্যাথিউ পটস ও ম্য়াথিউ ফিশার ৪টি করে উইকেট দখল করেন।
প্রথম ইনিংসের নিরিখে ৩২৬ রানে এগিয়ে থেকেও ভারতীয়-এ দলকে ফলো-অন করায়নি ইংল্যান্ড লায়ন্স। পরিবর্তে তারা নিজেরাই দ্বিতীয় ইনিংসে ব্যাট করার সিদ্ধান্ত নেয়। ইংল্যান্ড ২৯.৩ ওভারে ৬ উইকেটের বিনিময়ে ১৬৩ রান তুলে তাদের দ্বিতীয় ইনিংসও ডিক্লেয়ার করে দেয়। প্রথম ইনিংসে ১৫৪ রান করা কিটন জেনিসং দ্বিতীয় ইনিংসে ৬৪ রান করে আউট হন। ৫৬ রান করে নট-আউট থাকেন জেমস রিউ। ২৪ রান কর𒊎েন ব্রাইডন💙 কার্স।
দ্বিতীয়🤪 ইনিংসে ভারতের হয়ে ২টি উইকেট নেন প্রদোষ রঞ্♑জন পাল। ১টি করে উইকেট সংগ্রহ করেন নভদীপ সাইনি, তুষার দেশপান্ডে, মানব সুতার ও পুলকিত নারাং। উইকেট পাননি কাভেরাপ্পা।
জয়ের জন্য ৪৯০ রানের লক্ষ্যমাত্রা সামনে নিয়ে শেষ ইনিংসে ব্যাট করতে নামে ভাওরতীয়-এ দল। তারা তৃতীয় দিনের শেষে নিজেদের দ্বিতীয় ইনিংসে ৪ উইকেটের বিনিময়ে ১৫৯ রান তোলে। সুতরাং, শেষ দিনে জয়ের জন্য ভারতের দরকার আরও ৩৩১ রান। জিততে হলে ইংল্যা𓂃ন্ডকে তুলে নিতে হবে ৬টি উইকেট।
দ্বিতীয় ইনিংসে শূন্য রানে আউট হꦜন ঈশ্বরন। ৪ রান করে মাঠ ছাড়েন রজত পতিদার। হাফ-সেঞ্চুরি করে সাজঘরে ফেরেন সরফরাজ খান। তিনি ১০টি বাউন্ডারির সাহায্♛যে ৬৭ বলে ৫৫ রান করেন। হাফ-সেঞ্চুরি হাতছাড়া করেন প্রদোষ রঞ্জন পাল। তিনি ৮টি বাউন্ডারির সাহায্যে ৩৭ বলে ৪৩ রান করেন।