চার জন ক্রিকেটারকে রিজার্ভ হিসেবে ভারতীয় দলের সঙ্গে আমেরিকায় পাঠানো হয়েছিল। তাঁদের মধ্যে থেকে শুভমন গিল এবং আবেশ খানকে ওয়েস্ট ইন্ডিজে নিয়ে যাচ্ছেন না রোহিত শর্মা, রাহুল দ্রাবিড়েরা🃏। রিজার্ভ হিসেবে দলের সঙ্গে যাওয়া রিঙ্কু সিং এবং খলিল আহমেদ অবশ্য ওয়েস্ট ইন্ডিজ যাবেন। আমেরিকায় ভারতীয় শিবিরে ১৯ জন ক্রিকেটার থাকলেও, ওয়েস্ট ইন্ডিজে থাকবেন ১৭ জন।
শুভমনদের কেন ফেরানো হল?
𒐪এর পরেই গুজব রটেছিল, বিশৃঙ্খলতার কারণেই নাকি দল থেকে বাদ পড়েছেন শুভমন! সেই সঙ্গে আবেশও। দলের অধিনায়ক রোহিত শর্মাকেও আনফলো করে দিয়েছেন তিনি। এতে আগুনে আরও জ্বালানি যোগ করে। অধিনায়ক রোহিতের সঙ্গে গিলের সম্পর্কের টানাপোড়েন নিয়েও জল্পনা তৈরি হয়। আমেরিকায় আসার পর থেকে দলের সঙ্গে সেভাবে দেখা যায়নি তাঁকে। বরং তিনি দলের থেকে দূরে সময় কাটাচ্ছিলেন এবং ব্যক্তিগত কাজে ব্যস্ত ছিলেন বলেও গুঞ্জন উঠেছিল। কিন্তু সেই সব গুজবকে মিথ্যে প্রমাণ করে দিয়েছেন শুভমন নিজেই।
আরও পড়ুন: 🌠এটাই আমার শেষ T20 World Cup- গ্রুপ পর্ব থেকে বিদায়ের পরেই কিউয়ি তারকার চাঞ্চল্যকর ঘোষণা
গুজব ওড়ালেন গিল
ᩚᩚᩚᩚᩚᩚᩚᩚᩚ𒀱ᩚᩚᩚকোনও শৃঙ্খলা সংক্রান্ত সমস্যার কারণে শুভমন এবং আবেশকে দেশে ফেরত পাঠানোর হচ্ছে না, এমনটাই ইন্ডিয়া টুডেকে জানিয়েছে দলীয় এক সূত্র। পাশাপাশি শুভমান গিল ফ্লোরিডায় ভারতীয় দলের হোটেল রুম থেকে রোহিত শর্মা এবং তাঁর মেয়ে সামিয়ার সঙ্গে ছবি দিয়ে একটি বিশেষ ইনস্টাগ্রাম স্টোরি শেয়ার করেছেন। সেই পোস্টে গিল লিখেছেন, ‘স্যামি (সামাইরা) এবং আমি শৃঙ্খলা কাকে বলে, সেটা রোহিত শর্মার থেকে শিখেছি।’ আর এই পোস্ট করে সকলের যাবতীয় জল্পনা, কল্পনার অবসান ঘটিয়ে দিয়েছেন শুভমন।
আসল কারণ কী?
🐟আসলে শনিবার কানাডার বিরুদ্ধে গ্রুপের শেষ ম্যাচ খেলবে ভারত। সুপার এইট পর্বে ভারতের খেলা রয়েছে ২০, ২২ এবং ২৪ জুন। ভারতীয় দল শেষ চারে উঠলে দ্বিতীয় সেমিফাইনাল খেলবে। সেই ম্যাচ ২৭ জুন। তার পর ফাইনাল ২৯ জুন। অর্থাৎ, পরের পর্ব থেকে এক দিন অন্তর ম্যাচ খেলতে হবে ভারতীয় দলকে। দুই ক্রিকেটারকে দেশে ফেরত পাঠানোর কারণ হল এই সূচি।
♛ ভারতীয় দল ওয়েস্ট ইন্ডিজে পৌঁছনোর পর মাত্র দু'দিন ঠিক মতো অনুশীলনের সুযোগ পাবে। তার পর এক দিন অন্তর ম্যাচ খেলতে হবে। ফলে দু'ম্যাচের মাঝে খুব বেশি হলে প্রথম একাদশের বাইরের ক্রিকেটাররা হালকা অনুশীলন করতে পারেন। গোটা দলের একসঙ্গে পুরোদমে অনুশীলনের সুযোগ নেই। এই যুক্তিতেই চার জন অতিরিক্ত ক্রিকেটারকে দলের সঙ্গে রাখতে চাইছেন না দ্রাবিড়। বরং দেশে পাঠিয়ে দেওয়ার ফলে শুভমন, আবেশ কয়েক দিন পরিবারের সঙ্গে কাটিয়ে প্রাক্-মরসুম প্রস্তুতি শুরু করতে পারবেন। খলিল আহমেদকে রেখে দেওয়া হচ্ছে। কারণ, অনুশীলনে বাঁহাতি বোলার প্রয়োজন হলে, তিনি সাহায্য করতে পারবেন। আর ব্যাটার হিসেবে থাকছেন রিঙ্কু।