সোশ্যাল মিডিয়ায় বিরাট কোহলির প্রশংসা করতে গিয়ে বিতর্ক বাঁধিয়ে বসলেন সঞ্জয় মঞ্জরেকর। কিংবদন্তি সচিন তেন্ডুলকরকে খাটো করে দেখানোর চেষ্টা করলেন তিনি। ছাড়লেন না সৌরভ গঙ্গোপাধ্যায়কেও। যদিও নেটিজেনরা মঞ্জরেকরের এমন কাজ মোটেও ভালোভাবে নেননি। কোহলির প্꧅রশংসা নিয়ে কারও কোনও আপত্তি নেই। তবে সচিন-সৌরভকে এক্ষেত্রে অহেতুক কোহলির সঙ্গে তুলনা টানা পছন্দ হয়নি ক্রিকেটপ্রেমীদের।
যদিও কোহলি মঞ্জরেকরের প্রশংসার দাম দিতে পারেননি। চিন্নাস্বামীতে ব্য🧸াট হাতে ব্যর্থ হওয়ার পরেই কোহলির টেকনিকের সমালোচনা করতে দেখা যায় সঞ্জয়কে।
কেন কোহলির প্রশংসা করেন মঞ্জরেকর
পুরোপুরি ফিট নন বলে নিউজিল্যান্ডের বি𝓡রুদ্ধে বেঙ্গালুরু টেস্টে মাঠে নামতে পারেননি শুভমন গিল। তাঁর জায়গায় ভারত মাঠে নামায় সরফরাজ খানকে। গিল টেস্টে তিন নম্বরে ব্যাট করেন। অন্যদিকে সরফরাজ খান মিডল অর্ডারে ব্যাট করতে পছন্দ করেন।
এমন পরিস্থিতিতে ভারতীয় দল চিন্নাস্বামীতে সরফরাজকে তিন নম্বরে ব্যাট করার চ্যালেঞ্জের মুখে ফেলতে চায়নি। লোকেশ রাহুলকেও অকারণে ফের ব্যাট༒িং অর্ডার বদলে উপরে তুলতে চায়নি। তবে কাউকে না কাউকে তো নামতেই হতো তিন নম্বরে। এক্ষেত্রে বিরাট কোহলি সেই দায়িত্ব নিজের কাঁধে তুলে নেন। তিনি নিজের ব্যাটিং অর্ডার সরফরাজকে দিয়ে তিন নম্বরে ব্যাট করতে নামেন।
কোহলিকে তিন নম্বরে ব্যাট করতে নামতে দেখে মঞ্জরেকর টুইট করেন, ‘কোহলিকে কুর্নিশ। দলের প্রয়োজনে ও তিন নম্বরে ব্যাট করতে নামল। গাঙ্গুলী, তেন্ডুলকর সাদা বলের ক্রিকেটে ওপেন করতে আগ্রহী ছিল। তবে টไেস্টে কখনও উপরের দিকে ব্যাট করতে চাইত না। বিরাট, এখানেই তুমি যথার্থ চ্যাম্পিয়ন।’
আরও পড়ুন:- IPL রিটেনশনে ১৮ কোটির বেশি ෴দেওয়া যাবে না, এমন কোনও মাথার দিব্যি নেই! মিলল বড় ൩আপডেট
মঞ্জরেকরের টুইটের প্রতিক্রিয়া
সঞ্জয় মঞ্জরেকরের এমন টুইটের জোর প্রতিক্রিয়া দেখা দেয় সোশ্যাল মিডিয়ায়। অনেকেরই দাবি, কোহলির প্রশংসা করা এক্ষেত্রে উদ্দেশ্য ছিল না সঞ্জয়ের। আসল উদ্দেশ্য ছিল সচিন-সৌরভক🏅ে খোঁচা দেওয়া।
প্রতিক্রিয়ায় কেউ লেখেন যে, সচিন-সৌরভ ভারতীয় ক্রিকেটের বিস্তর সেবা করেছেন। অকারণে তাঁদের এই প্রসঙ্গে টেনে নিয়ে আসা কেন! কেউ কেউ তো আবার ভারতীয় ক্রিকেটে সঞ্জয় মঞ্চরেকরের অবদাꦺন নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেন।
তিন নম্বরে ব্যাট করতে নেমে ব্যর্থ কোহলি
বিরাট কোহলি তিন নম্বরে ব্যাট করতে নেমে পুরোপুরি ব্যর্থ হন। তিনি ৯ বল খেলে খাতা খোলার আগেই সাজ✱ঘরে ফেরেন। উইলিয়াম ও'রোর্কের বলে গ্লেন ফিলিপসের হাতে ধরা পড়েন বিরাট। যদিও মঞ্জরেকর এক্ষেত্রে দাবি করেন যে, লেনথ যাই হোক না কেন, ফ্রন্টফুটে খেলার প্রবণতার জন্য ভুগতে হচ্ছে কোহলিকে। ব্যাকফুটে খেললে এই ম্যাচে এভাবে আউট হতে হতো না বিরাটকে।