প্রথম টি২০ ম্যাচে দঃ আফ্রিকার বিরুদ্ধে দুরন্ত জয় পেয়েছে ভারতীয় ক্রিকেট দল। কার্যত দ্বিতীয় সারির দল নিয়ে গেলেও, প্রোটিয়াদের ডেরায় প্রথম টি২০তেই নজর কেড়েছে ভারত। স্রেফ ব্যাটাররা শক্♏তিশালী বোলিং লাইন আপের বিরুদ্ধে🦩 ২০০র গণ্ডি টপকে দিয়েছে তাই নয়, বোলাররাও নিজেদের কাজ ভালোভাবেই করে প্রতিপক্ষকে ১৫০ রানের আগেই গুটিয়ে দিয়েছে।
আরও পড়ুন-স্টার্কের বদলি হিসেবে🗹 কাকে টার্গেট করছে KKR! নজরে ভারতীয় তারকা! দৌড়ে কিউয়ꩲি পেসারও…
ব্যাক টু ব্যাক শতরান স্যামসনের-
১টা শতরান আসতেই বছরের পর বছর অপেক্ষা করতে হয়েছিল, এর এখন ১ মাসের মধ্যেই পরপর শতরান। তাও আবার দেশ এবং বিদেশের মাটিতে। এবার তো একেবারে সিংহের ডেরায়। দঃ আফ্রিকার বিরুদ্ধে ম্যাচ জেতানো ইনিংসের পর সোশাল মিডিয়🌊ায় নিজের গম্ভীর সেলিব্রেশনের ছবি পোস্ট সঞ্জু স্যামসনের। বোঝালেন, আর বাদ দেও♕য়া যাবে না তাঁকে।
আরও পড়ুন-কোচের সঙ্গে সম্পর্কের অবনতি! ফ্রান্স জ🍃াতীয় দলের হয়ে না খেলার সিদ্ধান্ত এমবাপের…
বাংলাদেশ ম্যাচের শতরানটাই টার্নিং পয়েন্ট-
ম্যাচে দুর্দান্ত ইনিংস খেলেন সঞ্জু স্যামসন। তিনি বাংলাদেশের বিরুদ্ধেও যখন প্রথম দুই ম্যাচে ব্যর্থ হয়েছিলেন, তখন লজ্জায় কোচ গৌতম গম্ভীরের দিকে মুখ তুলে তাকাতে পারেননি। কারণ বারবার ব্যর্থতা যে তাঁর কেরিয়ারের জন্য অশনি𓆉 সংকেত সেౠটা ভালোই বুঝছিলেন। কোয়ালিটি থাকলেও আসছিল না আসল পারফরমেন্সটা। কিন্তু তৃতীয় টি২০তে বাংলাদেশের বিরুদ্ধে শতরানটাই আত্মবিশ্বাস বাড়িয়ে দিয়েছে সঞ্জুর। সেই ম্যাচের পর এবার দঃ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টি২০ ম্যাচে নেমেই শতরান করলেন তিনি।
দঃ আফ্রিকার বিরুদ্ধে ১০৭ রান-
একটা জয় যেমন দলের মানসিকতা⛄ বদলে দিতে পারে, তেমন একটা শতরানও যে ক্রিকেটারদের আত্মবিশ্বাসে আমুল পরিবর্ত🐼ন এনে দিতে পারে তারই প্রমাণ দঃ আফ্রিকার বিরুদ্ধে সঞ্জু স্যামসনের ৫০ বলে ১০৭ রানের ইনিংসটা। আরেক ওপেনার অভিষেক শর্মা যখন টানা ব্যর্থ হয়েই যাচ্ছেন, তখনই সঞ্জু বোঝাচ্ছেন ধারাবাহিকতা কাকে বলে। তবে এখন সবে দুই ম্যাচে শতরান হয়েছে। দলে নিজের স্থান মজবুত করতে গেলে ধারাবাহিকভাবেই কম বেশি রান করতে হবে। আপাত সেই লক্ষ্যেই রয়েছেন তিনি।
আরও🦋 পড়ুন-Video- অ্যাডাম জাম্পাকে জিজ্ঞাসা করে DRS নিলেন রিজওয়া⛄ন! হিরোগিরি দেখাতে গিয়ে বোকা বনলেন…
টানা ম্যাচ খেলায় ভয় কেটে যায় সঞ্জুর-
অতীতে বারবার দেখা গেছে কেরলের এই ক্রিকেটার ভারতীয় দলে সুযোগ পেলেও নিজেকে এক দুই ম্যাচের মধ্যে প্রমাণ করতে না পারায় বাদ পড়েছে দল থেকে। কিন্তু এইবার তাঁকে গৌতম গম্ভীর আলাদাভাবেই সময় দিয়েছিলেন। টানা ম্যাচ খেলানোয়, তাঁর দল থেকে বাদ পড়ার ভয়টা কমেছিജল। আর তাতেই তিনি ছন্দে ফিরেছেন।