বুধবার থেকে শুরু হবে ভারত-নিউজিল্যান্ড সিরিজের প্রথম টেস্ট ম্যাচ। তার আগে বড় ধাক্কা ভারতীয় শিবিরে। বাংলাদেশের বিরুদ্ধে কানপুর টেস্টে শতরান করা শুভমন গিলকে না পাওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে এই ম্যাচে, এমনটাই দাবি করা হয়েছে এক রিপোর্টে। তাঁর জায়গায় প্রথম একাদশে সুযোগ পেতে পারেন সরফরাজ খান। জানা যাচ্ছে, শুভমন গিল ঘাড়ের চোটের কারণে এম চিন্নাস্বামী স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে চলা প্রথম টেস্টটি মিস করতে পারেন। ভারতীয় এই তারকা ব্যাটসম্যান সম্প্রতি চেন্নাইয়ে বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় টেস্টে সেঞ্চꩲুরি করেছেন, এই বছরের শুরুতে ইংল্যান্ডের ব🧸িপক্ষে ঘরের মাঠে ১০৪ এবং ১১০ রান করেছিলেন তিনি। বাংলাদশের বিরুদ্ধে শতরানটি তাঁর এই বছরের তৃতীয় হান্ড্রেড ছিল। ভারতীয় ব্যাটিং লাইনআপে ৩ নম্বরে স্থানে নিজের ভূমিকা অসাধারণ ভাবে পালন করে চলেছেন শুভমন। অবশ্যই তাঁকে না পাওয়া একটা বড় মাথাব্যথার কারণ হবে অধিনায়ক রোহিতের জন্য।
গিলের অনুপস্থিতি একটি স্থির ভারতের ব্যাটিং লাইনআপকে অস্থির করে দিতে পারে, তবে দলে সরফরাজের মতো একজন ভালো ব্যাক-আপ রয়েছে, যিনি ইংল্যান্ড টেস্ট সিরিজে আন্তর্জাতিক অভিষেকের ৫ ইনিংসে ৩টি অর্ধশতক হাঁকানোর পর থেকে দ্বিতীয় সুযোগের অপেক্ষায় রয়েছেন। গত মাসে কেএল রাহুল টেস্ট ক্রিকেটে ফিরে আসার কারণে সরফরাজ বাংলাদেশের বিরুদ্ধে ভারতের প্রথম একাদশে জায়গা করে নিতে ব্যর্থ হন। এরপর মুম্বইয়ের এই ব্যাটসম্যান ঘরোয়া ক্রিকেটে ফিরে আসেন। এই মাসের শুরুর দিকে রেস্ট অফ ইন্ডিয়ার বিরুদ্ধে ইরানি কাপের ম্যাচে ২২২ রান করে রেকর্ড গড়েন। তবে, গিল মিস করলে ভারত ৩ নম্বর স্থানে সরফরাজ না রাহুল কাকে পছন্দ করবে সে✤টা দেখার ♉বিষয়।
প্লেয়িং ইলেভেন নিয়ে ভারতের প্রধান উদ্বেগ হল, নিউজিল্যান্ডের বিরুদ্ধে তারা অতিরিক্ত স্পিনার বা পেসারকে মাঠে নামাবে কিনা। বুধবার টসের সময় বেঙ্গালুরুর কন্ডিশনের উপর নির্ভর করবে অধিনায়ক রোহিত শর্মা এই বিষয়ে কী সিন্ধান্ত নেবেন। উল্লেখ্য, গত মাসে শ্রীলঙ্কায় ০-২ ব্যবধানে টেস্টে হোয়াইটওয়াশের পর 🍌নিউজিল্যান্ড ভারতের বিরুদ্ধে খেলতে নামছে। অপরদিকে ভারত ঘরের মাঠে ২-০ ব্যবধানে বাংলাদেশকে হোয়াইটওয়াশ কℱরেছে টেস্টে। এখন তাদের লক্ষ্য নিউজিল্যান্ডকে হারিয়ে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপে নিজেদের জায়গা পাকা করা। বর্তমানে WTC-র পয়েন্ট টেবিলে শীর্ষে রয়েছে ভারত। আগামী বছর জুন মাসে অনুষ্ঠিত হবে ফাইনাল।