ইরানি কাপের আগে বড় সুখবর মুম্বই শিবিরে। বিসিসিআইয়ের তরফে সিদ্ধান্ত নেওয়া হয়েছে ইরানি কাপ খেলার জন্য ভারতী🐬য় দল থেকে ছাড়া হবে সরফরাজ খানকে। তিনি প্রথম ভারত-বাংলাদেশ টেস্ট ম্যাচের জন্য ঘোষিত দলে ছিলেন, এবার দ্বিতীয় টেস্ট ম্যাচেও দলে রয়েছেন। যদিও প্রথম ম্যাচে প্রথম একাদশে সুযোগ হয়নি সরফরাজের। অক্টোবরে ইরানি কাপে মুখোমুখি হবে রঞ্জি ট্রফি চ্যাম্পিয়ন মুম্বই এবং রেস্ট অফ ইন্ডিয়া।
২৭ অক্টোবর থেকে কানপুরের গ্রিনপার্ক স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ভারত-বাংলাদেশ প্রথম টেস্ট ম্যাচ, শেষ হবে ১ অক্টোবর। অন্যদিকে ১ অক্টোবর থেকে লখনউয়ে শুরু হইবে ইরানি কাপ। চলবে ৫ অক্টোবর পর্যন্ত। সূত্রের খবর, ভারতের চিফ সিলেক্টর অজিত আগারকর জানিয়েছেন, যদি শেষ মুহূর্তে ভারতীয় দলের কোনও খেলোয়াড়ের ফিটনেস সংক্রান্ত সমস্যা না হয় বা চোট না থাকে তবে সরফরাজ খানকে ইরানি কাপ খেলার অনুমতি দেওয়া হবে এবং জাতীয় দল থেকে ছেড়ে দেওয়া হবে। যদিও কানপুর থেকে লখনউ পৌঁছতে সময় লাগে ১ ঘণ্টা, তাই ভারত-বাংলাদেশ টেস্ট শুর🦄ু হওয়ার পরেও তিনি মুম্বই দলের সঙ্গে যোগ দিতে পারবেন। যদিও পুরো বিষয়টি স্পষ্ট হবে মঙ্গলবার মুম্বইয়ের দল ঘোষণা হওয়ার পর।
সরফরাজের প্রথম শ্রেণির ক্রিকেটে রেকর্ড খুবই উজ্জ্বল। ৫০টি প্রথম শ্রেণির ম্যাচে ৪১৮৩ রান করেছেন তিনি, গড় ৬৬.৩৯। ১৪টি শতরান এবং অর্ধশতরান রয়েছে। বলার অপেক্ষা রাখে না এহেন ক্রিকেটারকে দলে পেলে মুম্বই যে কতটা লাভবান হবে। ইতিমধ্যেই তুষার দেশপান্ডে চোটের কারণে মুম্বইয়ের হয়ে ইরানি কাপ খেলতে পারবেন না। এটা একটা তাদের জন্য বড় ধাক্কা। হাটু এবং গোড়ালিতে চোটের কারণে অস্ত্রোপচার হবে তাঁর। সূত্রের খবর, আগামী ২ মাস মাঠের বাইরে থাকতে হবে তাঁকে। রঞ্জি ট্রফির প্রথম পর্যায়ের ম্যাচগুলিও তিনি খেলতে পারবেন না। তবে নভেম্বরে সৈয়দ মুস্তাক আলি টি-২০ ট্রফিতে খেলতে দেখা যেতে পারে তুষার দেশপান্ডেকে। অন্যদিকে মুম্বইয়ের হয়ে ইরানি কাপে ওপেন করতে দেখা যেতে পারে মুশির খ☂ানকে। চলতি দলীপ ট্রফির প্রথম ম্যাচে ১৮১ করে নজর কেড়েছিলেন তিনি। যদিও দলীপে ৩ নম্বরে ব্যাট করেছিলেন তিনি। কিন্তু ডিওয়াই পাটিল টিমের হয়ে মুম্বইয়ে লোকাল টুর্নামেন্টে ওপেন করতেন তিনি। এখন দেখার রঞ্জি ট্রফির পর ইরানি কাপ নিজেদের দখলে করতে পারে কিনা মুম্বই।