বিশ্বকাপ ও এশিয়া কাপ ছাড়া দুই প্রতিবেশী দেশ ভারত-পাকিস্তান ক্রিকেটের মাঠে একে অপরের বিরুদ্ধে লড়াইয়ে নামে না। পাকিস্তানের ক্রিকেটারদের আইপিএল খেলাতেও মানা। ভারতের ক্রিকেটাররা শুধু পাকিস্তান সুপার লিগেই নয়, বরং অবসর নেওয়ার আগে বিশ্বের ক🌼োনও টি-২০ লিগেই মাঠে নামেন না।
সুতরাং, ভারত-পাকিস্তানের ক্রিকেটারদের সতীর্থ অথবা প্রতিপক্ষ হিসেবে একই সঙ্গে মাঠে নামতে দেখা এখন সৌভাগ্যের বিষয়। আসন🌸্ন টি-২০ বিশ্বকাপে অবশ্য ভারত-পাকিস্তানের হাই-ভোল্টে🐬জ মুখোমুখি লড়াই দেখতে পাওয়া যাবে। কেননা দুই দল একই গ্রুপে জায়গা পেয়েছে।
তবে এটা অনেকেরই আজানা যে, আসন্ন টি-২০ বিশ্বকাপেই ভারত-পাকিস্তানে෴ জন্মানো ক্রিকেটাররা মিলে আস্ত একটি দল বানিয়ে ফেলেছেন, যাঁরা একে অপরের সঙ্গেꦜ কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই চালাবেন, যুযুধান প্রতিপক্ষ হিসেবে নয়।
আসন্ন টি-২০ বিশ্বকাপে অংশ নিতে চলেছে ওমান। বিশ্বকাপের জন্য ওমান তাদের যে স্কোয়াড ঘোষণা করেছে, তা মূলত পাকিস্তান ও ভারতে জন্মানো ক্রি🦩কেটারদের নিয়েই গড়া। ১৫ জনের মূল স্কোয়াডের সঙ্গে ৪ জন রিজার্ভ ক্রিকেটারের নাম জানিয়েছে ওমান ক্📖রিকেট সংস্থা। ১৯ জন ক্রিকেটারের মধ্যে একজন রিজার্ভ ক্রিকেটারের জন্ম ওমানে। একজন ক্রিকেটারের জন্মস্থান নিয়ে যথাযথ কোনও তথ্য নেই। বাকি ১৭ জন ক্রিকেটারের জন্ম হয় ভারতে নতুবা পাকিস্তানে।
আরও পড়ুন:- RCB-র এই ৮ জন ক্রিকেট🧔ারকে ২০২৪ T20 বিশ্বকাপে দেখা যাব♏ে
রিজার্ভ তালিকা মিলিয়ে ওমা🍌নের বিশ্বকাপ স্কোয়াডে ভারতে জন্মানো ৭ জন ক্রিকেটার রয়েছেন। পাকিস্তানে জন্মানো ক্রিকেটার রয়েছেন ১০ জন। সুতরাং, স্কোয়াডে পাকিস্তানে জন্ম নেওয়া ক্রিকেটারের সংখ্যাই বেশি। স্বাভাবিকভাবেই ওমানের ক্রিকেট দলকে মজার ছলে ভারত-পাক মৈত্রী স্কোয়াড বলা ভুল হবে না মোটেও।
ওমানের বিশ্বকাপ স্কোয়াডে ভারতীয় বংশোদ্ভূত ক্রিকেটাররা:-
১. কাশ্যপ প্রজাপতি- গুজরাটের খেড়ায় জন্ম।২. প্রতীক আথাভালে- মহারাষ্ট্রের নাসিকে জন্ম।৩. আয়ান খান- মধ্যপ্রদেশের ভোপালে জন্ম।৪. শোয়েব খান- মধ্যপ্রদেশের ভোপালে জন্ম।৫. যতিন্দর সিং- পঞ্জাবের লুধিয়ানায় জন্ম।৬. সময় শ্রীবাস্তব- মধ্যপ্রদেশের ভোপালে জন্ম।৭. জয় ওদেদ্রা- সৌরাষ্ট্রের পোরবন্দরে জন্ম।