ফলো-অনের লজ্জা এড়াতে পারেনি। তবে ভারতের বিরুদ্ধে চেন্নাই টেস্টে ইনিংস হার এড়িয়ে𒈔 যেতে সক্ষম হয় দক্ষিণ আফ্রিকার মহিলা ক্রিকেট দল। অবশ্য শেষ দিনে মরিয়া লড়াই চালিয়েও ম্যাচ বাঁচাতে পারেনি দক্ষিণ আফ্রিকা। হরমনপ্রীতরা সিরিজের একমাত্র টেস্টে জয় তুলে নেন ১০ উইকেটের বড় ব্যবধানে।
চিপকে টস জিতে শুরুতে ব্যাট করতে নামে ভারত। তারা ৬ উইকেটে ৬০৩ রানের রেকর্ড ইনিংস গড়ে প্রথম ইনিংস ডিক্লেয়াꦛর করে দেয়। মেয়েদের টেস্টে এটিই সব থেকে বেশি রানের দলগত ইনিংসের বিশ্বরেকর্ড। শেফালি বর্মা ২০৫, স্মৃতি মন্ধনা ১৪৯, জেমিমা রডরিগেজ ৫৫, হরমনপ্রীত কৌর ৬৯ ও রিচা ঘোষ ৮৬𝔍 রান করেন।
দক্ষিণ আফ্রিকার হয়ে প্রথম ইনিংসে ১৪১ রানের বিনিময়ে ২টি উইকেট নেন ডেলমি টাকার। ১টি করে উইকেট সংগ্রহ করেন নাদিন ডি✤'ক্লার্ক, টুমি সেখুখুন ও ননকুলুলেকো ম্লাবা। উইকেট পাননি মাসাবাতা ক্লাস, অ্যানেরি ও সুন লাস।
পালটা ব্যাট করতে নেমে দক্ষিণ আফ্রিকা তাদের প্রথম ইনিংসে তোলে ২৬৬ রান। 🐻মারিজান কাপ ৭৪, সুন লাস ৬৫, অ্যানেক বোশ ৩৯, নাদিন ডি'ক্লার্ক ৩৯ ও লরা উলভার্ট ২০ রান করেন। ভারতের স্নেহ রানা প্রথম ইনিংসে একাই ৮টি উইকেট দখল🉐 করেন। ২টি উইকেট নেন দীপ্তি শর্মা।
প্রথম ইনিংসের নিরি𓄧খে ৩৩৭ রানে এগিয়ে থেকে দক্ষিণ আফ্রিকাকে ফলো-অন করায় ভারত। লরা উলভার্ট ও সুন লাসের জোড়া শতরানে ভর করে দক্ষিণ আফ্রিকা দ্♔বিতীয় ইনিংসে ৩৭৩ রান তোলে। উলভার্ট ১২২ ও সুন লাস ১০৯ রান করেন। ৬১ রান করেন নাদিন ডি'ক্লার্ক।
দ্বিতীয় ইনিংসে ভারতের হয়ে ২টি করে উইকেট নেন স্নেহ রানা, দীপ্তি শর্মা ও রাজেশ্বরী গায়কোয়াড়। ১টি করে উইকেট সংগ্রহ করেন পূজা বস্ত্রকার, শেফালি বর্মা ও হরমনপ্রীত কৌর। সꦡ্নেহ রানা দুই ইনিংস মিলিয়ে মোট ১০টি উইকেট সংগ্র💧হ করেন। ঝুলন গোস্বামীর পরে ভারতের দ্বিতীয় বোলার হিসেবে মেয়েদের একটি টেস্টে ১০টি উইকেট নেওয়ার কৃতিত্ব অর্জন করেন রানা। অর্থাৎ, তিনি ভারতের প্রথম মহিলা স্পিনার হিসেবে এমন নজির গড়েন।
জয়ের জন্য শেষ ইনিংসে ভারতের সামনে লক্ষ্যমাত্রা দাঁড়ায় ৩৭ রানের। হাতে ছিল ২৮ ওভার। ভারত ৯.২ ওভারে কোনও উইকেট না হারিয়েই জয়ের লক্ষ্যে পৌঁছে যায়। শেফালি বর্মা ২৪ ও শুভা সতীশ ১৩ রানে ⛦নট-আউট থাকেন। ম্যাচের সেরা হন স্নেহ রানা।