যে পিচে অস্ট্রেলিয়ার ব্যাটারদের কষ্ট করে রান তুলতে হয়꧙, সেই একই বাইশগজে ঝোড়ো ব্যাটিং ভারতের মেয়েদের। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একমাত্র টেস্টে ভারতে দুই ওপেনার যে রকম আগ্রাসী ইনিংসে খেলেন, তাতে একবারের জন্যও মনে হয়নি যে, তাঁরা টেস্ট খেলতে নে🤪মেছেন। বরং বলা ভালো যে, ব্যাজবল ক্রিকেটের সাম্প্রতিক সংস্করণ দেখা গেল ওয়াংখেড়েতে।
মুম্বইয়ে বৃহস্পতিবার শুরু হয় ভারত বনাম অস্ট্রেলিয়া মহিলা টেস্ট ম্যাচ। টস জিতে শুরুতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় অস্ট্রেলিয়া। যদিও তারা ম্যাচের প্রথম ওভার থেকেই উইকেট হারাতে থাকে। একসময় ১৬৮ রানে ৮ উইকেট হারিয়ে কোণঠাসা হয়ে পড়ে অস্ট্রেলিয়া। তবে ভারতী💮য় ফিল্ডারদের একাধিক ক্যাচ মিস করার সুযোগ নিয়ে অজিরা শেষমেশ তাদের প্রথম ইনিংসে ২০০ রানের গণ্ডি টপকে যায়।
অস্ট্রেলিয়া প্রথম ইনিংসে ৭৭.৪ ওভার ব্যাট করে ২১৯ রানে অল-আউট হয়। অর্থাৎ, ওভার প্রতি তারা ২.৮১ রান সংগ্রহ করে। লড়াকু হাফ-সেঞ্চুরি করেন তালিয়া ম্যাকগ্রা। তিনি ৮টি বাউন্ডারির𒐪 সাহায্যে ৫৬ বলে ৫০ রান করে আউট হন। হাফ-সেঞ্চুরি হাতছাড়া করেন বেথ মুনি। তিনি ২টি বাউন্ডারি🥀র সাহায্যে ৯৪ বলে ৪০ রান করে মাঠ ছাড়েন।
ক্যাপ্টেন অ্যালিসা হিলি ৪টি চার ও ১টি ছক্কার সাহায্য়ে ৭৫ বলে ৩৮ রান করেন। অ্যানাবেল সাদারল্যান্ড ২টি বাউন্ডারির সাহায্যে ৫৮ বলে ১৬ রান করে মাঠ ছাড়েন। ১টি বাউন্ডারির সাহায্যে ২৬ বলে ১১ রান করে ক্রিজ ছাড়েন অ্যাশলেই গার্ডনাไর। অ্যালানা কিং ১টি বাউন্ডারির সাহায্যে ১১ বলে ৫ রান করে আউট হন।
আরও পড়ুন:- দেড় কোটি দিয়ে RCB কিনে নেওয়ার পরেই বিগ ব্যাশে ৪ ♛ম⛄্যাচ নির্বাসিত ব্রিটিশ তারকা
জেস জোনাসেন ১টি চার ও ১টি ছক্কার সাহায্যে ৬১ বলে ১৯ রান করে প্যাভিলিয়নে ফেরেন। লরেন শিয়াটেল ১টি বাউন্ডারির সাহায্যে ১৩ বলে ৬ রান করে মাঠ ছাড়তে বাধ্য হন। ২টি বাউন্ডারির সাহায্যে ৭১ 🧔বলে ২৮ রান করে নট-আউট থাকেন কিম গার্থ।
প্রথম ইনিংসে ভার﷽তের পূজা বস্ত্রকার ৫৩ রানের বিনিময়ে ৪টি উইকেট দখল করেন। ৫৬ রানে🅘 ৩টি উইকেট নেন স্নেহ রানা। ৪৫ রান খরচ করে ২টি উইকেট সংগ্রহ করেন দীপ্তি শর্মা।
পালটা ব্যাট করতে নেমে ভারত শুরু থেকেই ঝড় তোলে। তারা ৭.৪ ওভারে অর্থাৎ,🦩 ৪৬ বলেই দলগত ৫০ রানের গণ্ডি টপকে যায়। দিনের একেবারে শেষ বেলায় জোনাসেনের বলে এলবিডব্লিউ হন শেফালি বর্মা। তিনি ৮টি বাউন্ডারির সাহায্যে ৫৯ বলে ৪০ রান করে সাজঘরে ফেরেন।
প্রথম দিনের শেষ ভারত ১৯ ওভার ব্যাট করে ১ উইকেটের বিনিময়ে ৯৮ রান তুলে ফেলে। অর্থাৎ, ওভার প্রতি ৫.১৫ র🐎ান সংগ্রহ করে টিম ইন্ডিয়া। স্মৃতি মন্ধনা ৮টি বাউন্ডারির সাহায্যে ৪৯ বলে ৪৩ রান করে নট-আউট থাকেন। ১টি বাউন্ডারির সাহায্যে ৮ বলে ৪ রান করে নট-আউট থাকেন স্নেহ রানা। অর্থাৎ, প্রথম ইনিংসের নিরিখে অস্ট্রেলিয়ার থেকে ১২১ রানে পিছিয়ে রয়েছে ভারত। তাদের হাতে রয়েছে ৯টি উইকেট।