আইপিএলের ফাইনালে দাপটের সঙ্গেই জয় ছিনিয়ে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স দল। সানরাইজার্সের বিপক্ষে ফাইনাল ম্যাচে প্রতিপক্ষকে দাঁড়াতেই দেননি সুনীল নারিন, মিচেল স্টার্ক, বেঙ্কটেশ আইয়াররা। বোলাররা প্রথমেই হেড, অভিষেক শর্মাদের সাধের ব্যাটিং লাইন আপের ওপর বুলডোজার চালিয়ে দিয়েছিল। আইপিএলের ইতিহাসে এক ইনিংসে সবচেয়ে বেশি রান করা সানরাইজার্স হায়দরাবাদ, আইপিএলের ফাইনালে অন্যতম সবচেয়ে কম রান করে। মাত্র ১১৩ রানে অলআউট হয়ে যায় সানরাইজার্স। ব্যাটাররা এরপর ৫৭ বল বাকি থাকতে জয় তুলে নেয়। দলের অসাধারণ জয়ের পর উচ্ছাসে মাতোয়ারা হয়ে যা🌠ন নাইট রাইডার্সের কর্ণধার শাহরুখ খানসহ তাঁর গোটা পরিবার। সঙ্গে ছিলেন জুহি চাওলা, জয় মেহতারা। ম্যাচের পর অবশ্য নিজের দলের পাশারপাশি অন্য এক দলের আওয়াজও শোনা গেল এসআরকের গ♌লায়।
♊আরও পড়ুন-IPL 2024-ভিডিয়ো কলে সল্টকে চুম্বন বরুণের, কথা রাখল নাইটরা, চুটিয়ে উপভোগ ইংরেজ ব্যাটারের
২০২৪ আইপিএলের ফাইনাল এবারে হয়েছে চেন্নাইতে🍌। সেখানে হোম গ্রাউন্ড মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংসের। সিএসকে ভক্তরা এবার আশা করেছিলেন, মাহি হয়ত নিজের শেষ ম্যাচে দলকে চ্যাম্পিয়ন করেই মাঠ ছাড়বেন, কিন্তু সেটা হয়নি। সিএসকে এবারে প্লে অফেই উঠতে পারেনি। যদিও ফাইনালের টিকিট কেটে মাঠে যাওয়া সমর্থকরা নাইট রাইডার্সরে জয়ের পরও গলা ফাটালেন সিএসকের হয়ে, পাল্টা শাহরু খান যা করলেন, তা মন জিতে নিল চেন্নাই সুপার কিংসের সমর্থকদের। ইতিমধ্যেই সেই ভিডিয়ো ভাইরাল সোশাল মিডিয়ায়।
শাহরুখ খানের সেই ভিডিয়ো সোশাল মিডিয়ায় নেটিজেনদের মন জিতেছে। যেখানে দেখা যাচ্ছে, মাঠে নেমে দলের জয় উদযাপন করছেন বলিউডের কিং খ🉐ান। গ্যালারিতে থাকা দর্শকদের অভিবাদন জানাচ্ছেন এসআরকে। সেখানে হঠাৎই গ্যালারি থেকে কিছু সমর্থক দিলেন সিএসকে, সিএসকে স্লোগান। পাল্টা বিন্দুমাত্র রাগ না করে, শাহরুখও বুক ঠুকে ধ্বনি꧙ দিলেন সিএসকের হয়ে। বুঝিয়ে দিলেন তিনি সত্যিকারের ক্রিকেটপ্রেমী। এক্ষেত্রে আইপিএলের সফলতম দলের নাম শুনলে তিনি এক ফোটাও রেগে যাবেন না, বরং সেটা হাসি মুখেই গ্রহণ করবেন। তাই এই কাণ্ড দেখার পর, সিএসকের সমর্থকরাও যথেষ্ট খুশি।
আরও পড়ুন-IPL 2024-বরুণ-রাসেলকে রিটেন করার সিদ্ধান্ত সঠিক ছিল, ট্রফি জয়ের পর সমালোচকদের তোপ নায়ার𒆙ের
আইপিএলে এবারে চিপকের এই মাঠেই সিএসকের বিরুদ্ধে খেলতে গিয়ে হারতে হয়েছিল কলকাতা নাইট রাইডার্সকে। দল সেই ম্যাচে হারলেও শেষ পর্যন্ত চ্যাম্পিয়ন হয়েছে তাঁরাই। চিপকের এই মাঠে কেকেআরকে বেশ বেগ দেয় সিএসকে। ফলে নাইটদের কাছে এই মাঠ মোটেই হ্যাপি হান্টিং গ্রাউন্ড ছিল না এতদিন। তবে সেখান থেকেই চ্যাম্পিয়নের ট্রফি নিয়ে ঘরে ফেরায় আগামী আইপিএল থেকে চিপকও যে তাঁদের কাছে প্রিয় মাঠের তালিকাতেই থাকতে চলেছে, তা বলাই ♓যায়।