২০২৪ আইপিএলে দুরন্ত ছন্দে পাওয়া গিয়েছে কলকাতা নাইট রাইডার্সকে। এবার গৌতম গম্ভীর কেকেআর-এ প্রত্যাবর্তন করার পরেই পুরো দলের যেন খোলনলচেই বদলে গিয়েছে। নিঃসন্দেহে কেকেআর-কে চ্যাম্পিয়ন করতে দলের মেন্টর গম্ভীর মুখ্য ভূমিকা নিয়েছে🧜ন। তাঁর কিছু সিদ্ধান্ত এবং স্ট্র্যাটেজিতেই একেবারে বদলে গিয়েছে নাইট রাইডার্স।
দেখতে গেলে, গম্ভীর কোচ এবং মেন্টর মিলিয়ে মোট আট মরশুম এই দলের সঙ্গে যুক্ত থেকেছেন। তার মধ্যে তিন বার ট্রফি জিতেছে কেকেআর। রোহিত শর্মা এবং এমএস ধোনি ছাড়া কেউই এমন অর্জনের বড়াই করতে পারবেন না। প্রথম দু'জন অবশ্য খেলোয়াড় এবং অধিনায়ক হিসেবে এই কৃতিত্ব অর্জন করেছেন। গম্ভীর অধিনায়ক এবং ম🌳েন্টর হিসেবে এই সাফল্য পেয়েছেন। অধিনায়ক গম্ভীরের হাত ধরে শেষ বার ২০১৪ সালে ট্রফি জিতেছিল কেকেআর। এবার ১০ বছর পর মেন্টর গৌতির হাত ধরে ফের চ্যাম্পিয়ন হওয়ার স্বাদ পেল নাইটরা।
গম্ভীর এবং শাহরুখ খান তর্কাতীত ভাবে আইপিএলের 🐼সবচেয়ে জনপ্রিয় জুটি। তারা বহু বছর ধরে একসঙ্গে কাজ করছেন। এবং দুই তারকার মধ্যে বোঝাপড়া বেশ ভালো। তবে ২০১৭-এর পর গম্ভীর কেকেআর-এর থেকে আলাদা হয়ে যান এবং দিল্লি ক্যাপিটালসে যোগ দেন। তবে সেটিই ছিল গৌতির আইপিএলের শেষ মরশুম। কারণ তার পরেই তিনি সমস্ত ক্রিকেট থেকে অবসরের ঘোষণা করে দেন। ২০২২ সালে লখনউ সুপার জায়ান্টসের পরামর্শদাতা হিসেবে যোগ দেন গম্ভীর। দুই মরশুমেই লখনউ প্লে-অফে উঠেছিল। এর পর ২০২৪ আইপিএলে তিনি কলকাতায় ফেরেন।
শাহরুখ-গম্ভীর গোপন বৈঠক
কিন্তু গম্ভীর যখন কেকেআর-এর যুক্ত ছিলে না, সেই সময়েও শাহরুখের সঙ্গে তাঁর যোগাযোগ ছিল। দৈনিক জাগরণের একটি প্রতিবেদন অনুসারে, শাহরুখ এবং গম্ভীর ২০১৮ এবং ২০২২-এর মধ্যে বেশ কয়েক বার দেখা করেছিলেন। কিন্তু গত ব𒁃ছরের আগে পর্যন্ত ক্রিকেট নিয়ে তাঁরা কোনও রকম আলোচনা করেননি। হিন্দি ডেইলির দাবি, এলএসজিকে ধারাবাহিক ভাবে প্লে-অফে তোলার পরে, যখন গম্ভীর প্রথম ফ্র্যাঞ্চাইজি ছাড়ার কথা ভাবꦺছিলেন, তখন শাহরুখ প্লটে ঢোকেন। গত বছর গম্ভীরকে নিজের বাড়ি ‘মান্নাত’-এ আমন্ত্রণ জানিয়েছিলেন শাহরুখ এবং দু'জনে ঘণ্টার পর ঘণ্টা কথা বলেছিলেন। সেখানেই গম্ভীরকে ব্ল্যাঙ্ক চেক দিয়েছিলেন এসআরকে এবং বিনিময়ে তাঁকে ১০ বছরের জন্য কেকেআর পরিবারের অংশ করতে চেয়েছিলেন।
মজার ব্যাপার হল, এলএসজির মালিক সঞ্জীব গোয়েঙ্কা এর কিছুই জ🃏ানতেন না। যখন দৈনিক জাগরণে প্রথম খবরটি প্রকাশ হয়, তখন গম্ভীর তাঁর পরবর্তী লক্ষ্যে স্থির করে এলএসজি ছেড়ে যাওয়ার কথা ভাবছেন। সেটা জানার পর গোয়েঙ্কা চমকে গিয়েছিলেন। এর মধ্যে যা ঘটেছিল তা হল যে, ততক্ষণে গম্ভীর নিশ্চিত করে ফেলেছিলেন লখনউ ছাড়ার বিষয়টি। এছাড়াও, প্রতিবেদনে যোগ করা হয়েছে যে, এসআরকে-এর প্রস্তাব এতটাই আকর্ষণীয় ছিল যে, গম্ভীর নিজের মন তৈরি করে ফেলেছিলেন। এবং অবশেষে, গত বছরের সেপ্টেম্বরে কেকেআর-এ গম্ভীরের প্রত্যাবর্তন নিশ্চিত হয়।
আরও পড়ুন: কেক নিয়ে হোলি, শ্যাম্পেনে স্নান, ট্রফি নিয়ে নাচ- নাইট টিম হোটেলে 🧸যেন ﷽মায়াবী রাত- ভিডিয়ো
ভাঙতে পারে গৌতির সঙ্গে কেকেআর-এর সম্পর্ক
এত কাঠখড় পুড়িয়ে গম্ভীরকে নিজের প্রিয় দল কেকেআর-এ শাহরুখ পিরিয়ে আনলেও, সেই সম্পর্ক ভাঙার সম্ভানা তৈরি হয়েছে। গম্ভীর এখন টিম ইন্ড🍌িয়ার পরবর্তী কোচ হওয়ার জন্য বিসিসিআই-এর নজরে রয়েছেন। কোনও প্রার্থী একসঙ্গে দু'টি ভূমিকা পালন করতে পারেন না। স্বার্থ সংঘাতের দ্বন্দ্ব তৈরি হয়ে সেক্ষেত্রে। গম্ভীর যদি ভারতের কোচ হওয়ার সিদ্ধান্ত নেন, যা তিনি খুব আগ্রহী বলে জানা গিয়েছে, তবে তাঁকে কেকেআরꦍ চাড়তে হবে। আর কেকেআর ছআড়তে না পারলে, ভারতের কোচ হওয়া হবে না তাঁর।
২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের পর ভারতীয় দলের কো𝔉চ হিসেবে রাহুল দ্রাবিড়ের মেয়াদ শেষ হওয়ার পর, তাঁর পরিবর্ত কে হবেন? উঠে আসছে বহু নাম। তার মধ্যে এই দৌড়ে এগিয়ে রয়েছেন কলকাতা নাইট রাইডার্সের মেন্টর গৌতম গম্ভীর। রবিবার আইপিএল ফাইনালের পর বিসিসিআই সচিব জয় শাহ ২০১১ সালের বিশ্বকাপ জয়ী তারকার সঙ্গে দেখা করেন। এবং তাঁকে অভিনন্দনও জꩵানান। সেই সময়েই দু'জনকেই বহুক্ষণ একসঙ্গে কথা বলতে দেখা যায়। যা যথারীতি ফ্রেমবন্দিও হয়েছে। এবং এর পরেই টিম ইন্ডিয়ার কোচ হিসেবে গম্ভীরের নাম নিয়ে জল্পনা তীব্র আকার নিয়েছে।