রবিবার রাতে এমএ চিদাম্বরম স্টেডিয়ামে কলকাতা নাইট রাইডার্স তৃতীয় বার আইপিএল চ্যাম্পিয়ন হওয়ার পর সম্ভবত সবচেয়ে তৃপ্তি পেয়েছেন দলের মেন্টর গৌতম গম্ভীর। তাঁর উপর শাহরুখ খান সহ বাকিরা যে বিশ্বাস রেখেছিলেন, তার যোগ্য মর্যাদা গৌতি দিতে পেরেছেন। যে কারণে তিনি উচ্ছ্বসিত♏ ছিলেন। যদিও তার প্রকাশ খুবই কম। তবে কেকেআর প্লেয়ারদের সঙ্গে সেলিব্রেশনে যোগ দিতে ভোলেননি গম্ভীর। কিন্তু সবটাই বড় মাপা।
জয় শাহের সঙ্গে গৌতির দীর্ঘ আলোচনা
এই সবের মাঝেই গম্ভীর কিন্তু আইপিএল ফাইনালের জন্য চিপকে উপস্থিত বিসিসিআই সেক্রেটারি জয় শাহের সঙ্গে দেখা করতে ভোলেননি। তাঁদের মধ্যে দীর্ঘক্ষণ আলোচনা হয়। কী নিয়ে, তা জানা যায়নি। তবে জয় শ꧂াহ এবং গম্ভীরকে দীর্ঘক্ষণ আলোচনার করতে দেখার পরেই অন্য অঙ্ক মেলাতে বসেছেন সকলেই। টিম ইন্ডিয়⛦ার প্রধান কোচ হিসেবে গম্ভীরের নাম নিয়ে জল্পনা যেন আরও বেড়ে গিয়েছে।
২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের পর ভারতীয় দলের কোচ🔯 হিসেবে রাহুল দ্রাবিড়ের মেয়াদ শেষ হওয়ার পর, তাঁর পরিবর্ত কে হবেন? উঠে আসছে বহু নাম। তার মধ্যে এই দৌড়ে এগিয়ে রয়েছেন কলকাতা নাইট রাইডার্সের মেন্টর গৌতম গম্ভীর। আসলে এবারের আইপিএল মরশুমে কলকাতা নাইট রাইডার্সের দুরন্ত পারফরম্যান্সের পরেই গম্ভীরকে নিয়ে জল্পনা তীব্র আকার নিয়েছে।
ভারতীয় কোচ নিয়ে জয় শাহের ইঙ্গিত
এর আগে শোনা গিয়েছিল যে, বিসিসিআই কিংবদন্তি অস্ট্রেলিয়ার অধিনায়ক রিকি পন্টিং সহ কয়েক জন বিদেশি প্রার্থীর সঙ্গেও কথা বলেছে। তবে বিসিসিআই সচিব জয় শাহ এই গুজবকে উড়িয়ে দিয়ে দাবি করেছেন যে, বোর্ড পন্টিং বা অন্য কোনও অস্ট্রেলিয়ানদের সঙ্গে যোগাযোগ করꦗেনি। পাশাপাশি জয় শাহ এমনও ইঙ্গিত করেছেন যে, বোর্ড একজন ভারতীয় কোচেরই স🥀ন্ধান করছে। নতুন কোচ হিসেবে যদি ভিভিএস লক্ষ্মণকে না পাওয়া যায়, যিনি ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমির দায়িত্বে আছেন, তবে এই জায়গায় এমন একজন ভারতীয়কে নিয়ে আসা হবে, যিনি জানেন যে, এই সিস্টেমটি কী ভাবে কাজ করে। যে কারণে গম্ভীরের নাম আলোচনার কেন্দ্রে উঠে এসেছে।
আরও পড়ুন: কেক নিয়ে হোলি, শ্যাম্পেনে স্নান, ট্রফি নিয়ে নাচ-🀅 নাইট টিম হ﷽োটেলে যেন মায়াবী রাত- ভিডিয়ো
যদিও গম্ভীরকে নিয়ে এখনও পর্যন্ত কোনও ইঙ্গিতই দেননি জয় শাহ। তবে রবিবার বিসিসিআই সচিব ২০১১ সাল♐ের বিশ্বকাপ জয়ী তারকার সঙ্গে দেখা করেন। এবং তাঁকে অভিনন্দনও জানান। সেই সময়েই দু'জনকেই বহুক্ষণ একসঙ্গে কথা বলতে দেখা যায়। যা যথারীতি ফ্রেমবন্দিও হয়েছে।
শনিবার দৈনিক জাগরণের একটি প্রতিবেদনে দাবি করেছিল, গম্ভীর এখনও ভারতের কোচ হওয়ার জন্য কোনও আবেদনপত্র জমা দেননি। তবে আইপিএল ফাইনালের পরে চেন্নাꦡই🐈তে বিসিসিআই শীর্ষস্থানীয় কর্তাদের সঙ্গে তাঁর একটি সম্ভাব্য বৈঠক রয়েছে। তার পরেই ভারতের প্রধান কোচের চাকরির জন্য তাঁর আবেদন তিনি জমা দিতে পারেন। আর এটি করলেই, বিসিসিআই আনুষ্ঠানিক ভাবে তাঁকে দ্রাবিড়ের উত্তরসূরি হিসেবে ঘোষণা করবে।
শাহরুখের উপর নির্ভর করবে গম্ভীরের ভাগ্য
গম্ভীর বর্তমানে কেকেআর-এর মেন্টর এবং কলকাতার এই ফ্র্যাঞ্চাইজি দল তাঁকে এই মরশুমের♏ সাফল্যের পরে ছাড়বেন কিনা, তা নিয়েও প্রশ্ন রয়েছে। ফ🌌্র্যাঞ্চাইজির অন্যতম প্রধান কর্ণধার শাহরুখ খান গম্ভীরের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে মুখ্য ভূমিকা পালন করতে পারেন। টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদনে আবার বলা হয়েছিল, ‘শাহরুখ খান এবং গম্ভীরের মধ্যে একটি ব্যক্তিগত আলোচনা হতে পারে, তার পরে এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হতে পারে।’
যাইহোক গম্ভীর ঘনিষ্ঠ মহলে ভারতীয় দলের কোচের চাকরির জন্য আবেদন করার হালকা ইঙ্গিত দিয়েছেন বলে খবর। তবে শাহরুখের সঙ্গে কথা বলার পরই সরকারি ভাবে যা করার করবেন। সব কিছু ঠিক থাকলে দ্রাবিড়ের পর রোহিত শর্মার দলের দায়িত্ব নিতে পারেন গম্ভীর। সে ক্ষেত্রে দু'বার আইপিএল চ্যাম্পিয়ন কཧরা প্রাক্তন অধিনায়কের সঙ্গে আরও এক বার বিচ্ছেদ হবে কেকেআরের।