জল্পনার অবসান। টি-টোয়েন্টি বিশ্বকাপের দুই মাস আগে আবার পাকিস্তানের অধিনায়ౠক হলেন বাবর আজ়ম। আপাতত তাঁকে শুধু সাদা বলের ক্রিকেটের অধিনায়ক করা হয়েছে। রবিবার পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) বাবরকে নেতৃত্বে ফিরিয়ে আনার কথা জানিয়েছে।
ফাস্ট বোলার শাহিন শাহ আফ্রিদির স্থলাভিষিক্ত হলেন বাবর। এর আগে বাবরের পরিবর্তেই শাহিনকে দায়িত্ব দেওয়া হয়েছিল। জানুয়ারিতে নিউজিল্যান্ডের কাছে পাকিস্তান ১-৪ ব্যবধানে টি-টোয়েন্টি সিরিজ হ𓆉ারের পরই, তারকা পেসারকে নেতৃত্ব থেকে সরিয়ে দেওয়া হল। পিসিবি-র নির্বাচক কমিটির সর্বসম্মত সুপারিশের পর বাবরকে পুনর্বহাল করার সিদ𝓀্ধান্ত নেওয়া হয়েছে।
পাকিস্তান♔ ক্রিকেট বোর্ডের তরফে তাদের মিডিয়া রিলিজে বলা হয়েছে, ‘পিসিবি-র নির্বাচক কমিটির সর্বসম্মত সুপারিশের পরে, বোর্ডের চেয়ারম্যান মহসিন নাকভি বাবর আজমকে পাকিস্তান পুরুষ ক্রিকেট দলের সাদা বলের (ওডিআই এবং টি-টোয়েন্টি) অধিনায়ক নিযুক্ত করেছেন।’
আরও পড়ুন: বিশেষ ভাবে সক্ষম ভক্তের প্রতি ধোনির ব্যবহার 𓃲মন জিতল সকলে💞র, ভাইরাল হল ভিডিয়ো
গত বছর ওডিআই বিশ্বকাপের পর পাকিস্তানে নেতৃত্ব থেকে ইস্তফা দিতে বাধ্য হয়েছিলেন বাবর। সব ধরনের ক্রিকেটেই পাকিস্তানের নেতৃত্ব ছেড়ে দিয়েছিলেন তিনি। সেই সময়ে টেস্ট দলের অধিনায়ক করা হয়েছিল শান মাসুদকে। পরে টি-টো🎉য়েন্টি ক্রিকেটের অধিনায়ক করা হয় শাহিন আফ্রিদিকে। একদিনের ক্রিকেটের জন্য কোনও অধিনায়ক ঘোষণা করা হয়নি। এবার মহসিন নাকভি পিসিবি-র চেয়ারম্যান হয়ে আসার পরেই ফের বাবরকে নেতৃত্🧔বে ফেরানো হয়।
আরও পড়ুন: বড় ধাক্কা খেল SRH, পুরো আইপিএল থেꦐকেই ছিটকে গেলেন হাসার🌌াঙ্গা
বাবরের নেতৃত্বে পাকিস্তান ২০২২ সালে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে উঠেছিল। এই বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ ১ জুন থেকে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ওয়েস্ট ইন্ডিজে শুরু হবে। পিসিবি-র এক নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে যে, পাকিস্তানের নির্বাচকেরা- মহম্মদ ইউসুফ, আসাদ শফিক, ওয়াহাব রিয়াজ, আব্দুল রজ্জাক এবং বিলাল আফজাল শনিবার সন্ধ্যাꦗয় কাকুলের প্রশিক্ষণ ক্যাম্পে শাহিনের সঙ্গে দেখা করেন। তাঁকে তখন জানানো হয় যে, তাঁরা চান, শাহিন যেন তাঁর খেলায় এবং বোলিংয়ে মনোনিবেশ করেন। আর একজন ব্যাটারকেই সাদা-বলের দলে অধিনায়ক হিসেবে তাঁরা যে চাইছেন, সেটাও জানানো 💫হয়েছিল।
ওখানে যাঁরা উপস্থিত ছিলেন, তাঁরা প্রকাশ করেছেন যে, শাহিন এই পরিবর্তনটꦉি মেনে নেন। এবং খুব বেশি প্রতিবাদ করেননি তিনি। তবে উল্লেখ করেছেন যে, শুধুমাত্র একটি সিরিজ দিয়ে তাঁকে বিচার করাটা, তাঁর প্রতি অন্যায় হল। সূত্রের মতে, পাকিস্তান সুপার লিগে লাহোর কালান্দার্সকে কার্যকর ভাবে নেতৃত্ব💦 দিতে শাহিনের অক্ষমতা, সঙ্গে নিজের ছন্দহীন পারফরম্যান্স, সব মিলিয়েই নেতৃত্ব থেকে সরানো হয়েছে শাহিন আফ্রিদিকে।