অবশেষে শাপমুক্তি ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের। লিগের ৮ নম্বর ম্যাচে এসে প্রথম জয়ের মুখ দখলে গতবারের পিএসএল চ্যাম্পিয়ন লাহোর কালান্দার্স। দলের জয়ে ব্যাটে-বলে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন ক্যাপ্টেন শাহিন আফ্রিদি। যদিও লাহোরের হয়ে এদিন ব্যাট হাতে ൩দুর্দান্ত পারফর্ম্যান্স মেলে ধরেন রাসি ভ্যান ডার দাসেন। বল হাতে দু💎রন্ত লড়াই চালান জামান খান।
রাওয়ালপিন্ডিতে চলতি পাকিস্তান সুপার লিগের ২৩ নম্বর লিগ ম্যাচে স🌸ম্মুখসম🌸রে নামে শাহিন আফ্রিদির লাহোর কালান্দার্স ও শাদব খানের ইসলামাবাদ ইউনাইটেড। টস হেরে শুরুতে ব্যাট করতে নামে লাহোর। তারা নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটের বিনিময়ে ১৬২ রানের চ্যালেঞ্জিং ইনিংস গড়ে তোলে।
রাসি ভ্যান ডার দাসেন ৩টি চার ও ৪টি ছক্কার সাহায্যে ৩৬ বলে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন। তিনি শেষমেশ ৪টি চার ও ৪টি ছক্কার সাহায্যে ৪৪ বলে ৬৪ রান করে মাঠ ছাড়েন। পিঞ𝔉্চ হিটার হিসেবে পাঁচ নম্বরে ব্যাট করতে নেমে ঝড় তোলেন শাহিন আফ্রিদি। তিনি ৪টি ছক্কার সাহায্যে ১৪ বলে ৩০ রান করে আউট হন।
এছাড়া ১১ বলে ২৪ রান করে নট-আউট থাকেন ডেভিড ওয়াইজ। তিনি ৩টি চার মারেন। ফখর জামান ১০ ও এহসান হাফিজ📖 ১৩ রানের যোগদান রাখেন। ইসলামাবাদের রুম্মান রইস ২টি উইকেট দখল করেন। ১টি করে উইকেট নেন নাসিম শাহ, হুনাইন শাহ, ইমদ ওয়াসিম, ফহিম আশরাফ ও শাদব খান।
জবাবে ব্যাট করতে নেমে ইসলামাবাদ ইউনাইটেড ১৮.৫ ওভারে ১৪৫ রানে অল-আউট হয়ে যায়। ১৭ রানে ম্য𒅌াচ জেতে লাহোর কালান্দার্স। ইসলামাবাদের হয়ে সব থেকে বেশি ৪১ রান করে অপরাজিত থাকেন ফহিম আশরাফ। ৩১ বলের ইনিংসে তিনি ৪টি চার ও ১টি ছক্কা মারেন। ১৯ বলে ২৯ রান করেন আজম খান। তিনি ৩টি চার ও ২টি ছক্কা মারেন।
আরও পড়ুন:- Ranji Tr𒁏ophy 2024: ফের রঞ্জি ফাইনালে একই রাজ্যের ২টি দল, ফিরল ৫৩ বছর আগের ༒ইতিহাস
১৬ বলে ২৭ রানের ꦓযোগদান রাখেন নাসিম শাহ। তিনি ২টি চার ও ২টি ছক্কা মারেন। ১৬ বলে ১🏅৫ রান করেন কলিন মুনরো। তিনি ২টি চার মারেন। ক্যাপ্টেন শাদব ৭ রান করে সাজঘরে ফেরেন।
লাহোরের জামান💖 খান ৩.৫ ওভারে ৩৭ রানের বিনিময়ে ৪টি উইকেট তুলে নেন। ৪ ওভারে ৩২ রান খরচ করে ২টি উইকেট সংগ্রহ করেন শাহিন আফ্রিদি। ম্যাচের সেরা হন রাসি ভ্যান ডার দাসেন।