শুভব্রত মুখার্জি:- এই মুহূর্তে বিভিন্ন কারণে শিরোনামে রয়েছেন বাংলাদেশের তারকা অলরাউন্ডার শাকিব আল হাসান। ঘরে বাইরে বেশ চাপের মধ্যে রয়েছেন তিনি। কানাডায় গ্লোবাল টি-২০ লিগে খেলতে ব্যস্ত ছিলেন তিনি। সেখানেই বাংলা টাইগার্স দলের হয়ে খেলছেন তিনি। খেলার সময়েও মাঠের বাইরে থেকে নানা কটাক্ষ ছুঁড়ে দেওয়া হয়েছে তাঁর দিকে। এবার ফের বিতর্কে জড়িয়েছেন তিনি এবং তাঁর দল বাংলা টাইগার্স। কানাডার গ্লোবাল টি-২০ লꦰিগে এলিমিনেটর খেলার কথা ছিল তাদের। ম্যাচ বৃষ্টিতে বিঘ্নিত হয়। আম্পায়াররা সিদ্ধান্ত নেন সুপার ওভার করে ম্যাচের ফলাফল নির্ণয়ের। এখানেই সমস্যা তৈরি হয়। শাকিব আল হাসানের নেতৃত্বাধীন বাংলা টাইগার্স নামতে অস্বীকার করে। ফলে সিদ্ধান্ত নেওয়া হয় শাকিবদের বিরুদ্ধে। সুপার ওভারে দল না নামিয়ে শাকিব এবং তাঁর দল বাংলা টাইগার্স ছিটকে যায় টুর্নামেন্ট থেকেই।
আরও পড়ুন… ক্রিকেট 🌳ম🌺াঠে ১৩ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু! বল কুড়োতে গিয়ে বিদ্যুতস্পৃষ্ট হয়ে….
ফলে বাংলা টাইগার্সের অধিনায়ক শাকিব আল হাসানের সুপার ওভারে না খেলার সিদ্ধান্ত নিয়ে দানা বেঁধেছে বিতর্ক। কারণ সুপার ওভার না খেললে তাঁর দল যে ছিটকে যাবে তা তিনি জানতেন। তাহলে এই সিদ্ধান্ত তিনি কিভাবে নিলেন? তিনি একা না টিম ম্যানেজমেন্ট এই সিদ্ধান্ত নিয়েছেন তাও জানা যায়নি। ঠিক কী কারণে তিনি দল নামাতে রাজি হলেন না, তা নিয়ে প্রশ্ন উঠে গিয়েছে। প্রতিযোগিতায় শাকিবের ব্যক্তিগত পারফরম্যান্স ও আহামরি কিছু নয়। ব্যাট বা বল হাতে তিনি ও বিশেষ কিছুই করে উঠতে পারেননি। লিগ পর্বে যদিও বাংলা টাইগার্স সাতটির মধ্যে চারটি ম্যাচ জিতে এলিমিনেটরে গিয়েছিল।এরপর কানাডার গ্লোবাল টি-২০ লিগের বৃষ্টি বিঘ্নিত ম্যাচে শুধুমাত্র সুপার ওভারের জন্য দল না নামানোর ফলে তাঁর নেতৃত্বাধীন বাংলা টাইগার্স মিসি൲সাগা ছিটকে গেল টুর্নামেন্ট থেকেই।
আরও পড়ুন… ভিডিয়ো: এ কেমন সেলিব্রেশন! পোল ভল্টে পদক জেতার পরে স𒀰কলকে অবাক করলেন🍨 অ্যালিসা নিউম্যান
শাকিবের মত ছিল না এলিমিনেটরের মতন গুরুত্বপূর্ণ ম্যাচের ফলাফল শুধুমাত্র সুপার ওভারে নির্ধারিত হোক। ফলে টিম ম্যানেজমেন্টের সঙ্গে আলোচনা করেই নাকি তিনি দল নামাতে অস্বীকার করেছেন। প্রসঙ্গত বৃষ্টির জন্য গত শুক্রবার বাংলা টাইগার্স এবং টরেন্টো ন্যাশনাল্সের ম্যাচ খেলা সম্ভব হয়নি। পরিবেশের কারণে বা অন্য কো♌ন কারণে খেলা না হলে বাংলা টাইগার্সের দ্বিতীয় কোয়ালিফার্সে যাওয়ার কথা ছিল।কারণ লিগ পর্বে টরেন্টোর থেকে বেশি পয়েন্ট পেয়েছিলেন শাকিবরা। ফলে সুবিধাজনক অবস্থান ছিল তাদের। ২০ ওভারের ম্যাচ বৃষ্টিতে ভেস্তে যায়। এরপর জয়ী বেছে নেওয়ার জন্য ম্যাচ রেফারি সুপার ওভারের কথা জানান প্রতিযোগিতার নিয়ম জানিয়ে। তবে শাকিবদের তাতে কোন সায় ছিল না।ফলে তারা মাঠে নামতে অস্বীকার করার ফলে ছিটকে যেতে হয়েছে বাংলা টাইগার্স দলকে।