শুভব্রত মুখার্জি: স্ত্রী এষা মুখোপাধ্যায়ের মানসিক অত্যাচারের শিকার হতে হয়েছে শিখর ধাওয়ানকে! এই অভিযোগ তুলেই কোর্টের দ্বারস্থ হয়েছিলেন একদা ভারতীয় দলের হয়ে নিয়মিত খেলা বাঁহাতি ওপেনার শিখর ধাওয়ান।বুধবার তাঁর আবেদনে সাড়া দিল দিল্লির ফ্যামিলি কোর্ট। শিখর ধাওয়ানের আবেদনে সাড়া দিয়ে ডিভোর্স মঞ্জুর করল দিল্লি আদালত। আদালতে যে ডিভোর্স পিটিশন করেছিলেন ধাওয়ান, তাতে যে কটি বিষয়ে অভিযোগ করা হয়েছিল, সবকটি মে💃নে নিয়ে𒈔ছে আদালত। আর সেই মান্যতা দিয়েই শিখর ধাওয়ানের আবেদন মঞ্জুর করল আদালত।
আরও পড়ুন: ক্রিজে পাইপাই করে ছুটছে দু'টি হাঁস- বিশ্বকাপের উদ্বোধনের দিন মজাদার 𝓀থিম গুগল ডুডুলে
ধাওয়ানের তোলা প্রতিটি অভিযোগেই মান্যতা দিয়েছেন বিচারক হরিশ কুমার। স্ত্রী এষা মুখোপাধ্যায় তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ হয় মেনে নিয়েছেন, নয়তো অভিযোগের বিরুদ্ধে কোনও প্রমাণ দিতে না পারার কারণেই এই মামলায় হেরে গিয়েছেন তিনি। বিচারক জানিয়েছেন, বছরের পর বছর নিজের ছেলের সঙ্গে দেখা করতে না দিয়ে শিখর ধাওয়ানের স্ত্রী এষা মুখোপাধ্যায় তাঁর উপর চরম মানসিক 🐠নির্যাতন করেছেন। তবে তাঁদের সন্তান এই মুহূর্তে কার সঙ্গে স্থায়ী ভাবে থাকবে, সেই বিষয়ে কোর্ট কোনও সুনির্দিষ্ট রায় দেয়নি। তবে কোর্ট ধাওয়ানকে অনুমতি দিয়েছে তাঁর সন্তানের সঙ্গে দেখা করার। এর পর থেকে ধাওয়ান তাঁর সুযোগ সুবিধা মতন তাঁর সন্তানের সঙ্গে সাক্ষাৎ করতে পারবেন।