সম্প্রতি দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শোয়ে অংশ নিতে দেখা যায় ভারতের টি-২০ বিশ্বকাপ জয়ী দলের সদস্য রোহিত শর্মা, সূর্যকুমার যাদব, অক্ষর প্যাটেল, শিবম দুবে এবংআর্শদীপ সিং-কে। সেখানেই তাঁদের বিভিন্ন হাসি-মজা করতে দেখা যায়। কেউ কেউ টি-২০ বিশ্বকাপ জয়🦂ের পর ঘটা বিভিন্ন মজার কাহিনী তুলে ধরেন। জুন মাসে সাউথ আফ্রিকাকে ৭ রানে হারিয়ে ভারত দীর্ঘদিন পর ICC ট্রফি ঘরে তোলে। স্বভাবতই সেলিব্রেশনে সামিল হয় গোটা দেশে। এই জন্য ভারতীয় দলকে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী নরে𝔉ন্দ্র মোদী। সেই রাতের স্মৃতি আরও একবার কপিল শর্মার শোয়ে ফিরিয়ে আনেন রোহিতরা। করে দেখান বিভিন্ন মজার কার্যকলাপ।
শোয়ে একটা গেম রাখা হয়, যেখানে একজনকে কোনও ক্রিকেটারের নাম দেওয়া হবে। তাঁকে সেটা অভিনয় করে অপর জনকে বোঝাতে হবে। মুখে কিছু বলতে পারবেন না কেউ। শিবম দুবেকে বিরাট কোহলির অভিনয় করে দেখাতে বলা হয়। 🔯এবং রোহিতকে তা দেখে বলতে হবে তিনি কোন ক্রিকেটারের অভিনয় করছেন। সেই মতো শিবম বিরাটের নকল করে রোহিতকে চেনানোর চেষ্টা করতে থাকেন। প্রথমে না বুঝতে পারলেও কভার ড্রাইভ থেকে চিনে নেন শিবম বিরাটের কথা বলছেন। এরপরই রোহিত চেন্নাইয়ের ক্রিকেটারকে মজা করে বলেন, ‘ক্ষমা কর, কিন্তু খুবই খারাপ অভিনয় ছিল’।
এই শোয়ে রোহিত শর্মা তুলে ধরেন উইকেটকিপার ব্যাটসম্যান ঋষভ পন্তের ‘নাটকের’ গল্প। তিনি বলেন, ‘টি-২০ বিশ্বকাপের মঞ্চে তখন সাউথ আফ্রিকার জেতার জন্য ৩০ বলে ৩০ রান প্রয়োজন꧅ ছিল। তখন খেলা কিছু সময়ের জন্য থামানো হয়েছিল। পন্তের বুদ্ধির জন্যই সেটা সম্ভব হয়েছে। আমি ফিল্ডিং সেট করছিলাম। তখন হটাৎ দেখি ঋষভ ওর হাটু ধরে শুয়ে পড়েছে। মেডিক্যাল স্টাফরা এসে ওর পায়ে টেপ জড়িয়ে দিচ্ছে। সেই সময় সাউথ আফ্রিকার ব্যাটসম্যানরা চাইছিল তাড়াতাড়ি বল করা হোক, রান করে দ্রুত জিততে চাইছিল। আমাদের তাদের ছন্দ পতন ঘটানোর প্রয়োজন ছিল। ঋষভের এই কীর্𒐪তির পরেই আউট হয়ে যায় ক্লাসেন। হয়তো পন্ত সাহেবের বুদ্ধির জন্য আমরা ম্যাচ জিতেছি, আবার নাও হতে পারে’। উল্লেখ্য, ২০ ওভারের ক্রিকেটের বিশ্বকাপ জয়ের পরই টি-২০ থেকে অবসর ঘোষণা করেছিলেন রোহিত। শুধু তিনি নন, অবসর নিয়েছেন বিরাট কোহলি এবং রবীন্দ্র জাদেজাও। সব মিলিয়ে এখন টি-২০ ক্রিকেটে ভারতের এক নতুন অধ্যায় শুরু হয়েছে।