শক্তিশালী দল নিয়েও 🅺তামিলনাড়ুর বিরুদ্ধে প্রথম দিনে বিশেষ সুবিধা করতে পারল না মুম্বই। বরং বুচি বাবুর টুর্নামেন্টের হাই-ভোল্টেজ ম্যাচের প্রথম ইনিংসে টিএনসিএ একাদশ বড় রানের পথে এগিয়ে চলেছে বলা যায়। উল্লেখযোগ্য বিষয় হল, মুম্বইয়ের হয়ে এদিন বল করতে দেখা যায় শ্রেয়স আইয়ারকে। তাঁর বোলিং অ্যাকশনে ছিল চমক।
চলতি বুচি বাবু টুর্নামেন্টের তৃতীয় রাউন্ডের লিগ ম্যাচে সম্মুখসমরে নামে সাই কিশোরের নেতৃত্বাধীন তামিলনাড়ু ও সরফরাজ খানের মুম্বই। রা🤡মকৃষ্ণ কলেজ গ্রাউন্ডে টস জিতে শুরুতে ব্যাট করতে নামে টিএনসিএ একাদশ। মুম্বইয়ের হয়ে এই ম্যাচে মাঠে নামেন সূর্যকুমার যাদব, শ্রেয়স আইয়ার, শামস♊ মুলানিরা।
তামিলনাড়ুর দু༒ই ওপেনার বড় রানের ইনিংস গড়তে পারেননি। অতিশ 💃৬৬ বলে ১৮ রান করেন। তিনি ১টি চার মারেন। ২৯ বলে ১০ রান করেন লোকেশ্বর। তিনি ২টি চার মারেন। তামিলনাড়ু মাত্র ৪৯ রানে ২ উইকেট হারিয়ে বসে।
প্রদোষ রঞ্জন পালকে নিয়ে ইনিংসꦐের হাল ধরেন বাবা ইন্দ্রজিৎ। তিন নম্বরে ব্যাট করতে নেমে প্রদোষ ৮৭ বলে ৬৫ রানের আগ্রাসী ইনিংস খেলেন। তিনি ৪টি♍ চার মারেন। ১১৫ বলে ৬১ রান করেন বাবা ইন্দ্রজিৎ। তিনি ৭টি চার মারেন।
পাঁচ নম্বরে ব্যাট করতে নেমে হাফ-সেঞ্চুরি করেন ভূপতি কুমারও। তিনি ১২১ বলে ৬৩ রান করে প্রথম দিনের শেষে অপরাজিত থাকেন। ভূপতি এখনও পর্যন্ত ৬টি চা♈র মেরেছেন। হরিহরণ ৪৯ বলে ৩২ রান করে সাজঘরে ফেরেন। তিনি ৫টি চার মারেন। ৭৩ বলে ৩৭ রান করে নট-আউট থাকেন সনু যাদব। তিনি ৩টি চার ও𓄧 ২টি ছক্কা মারেন। তামিলনাড়ু প্রথম দিনের শেষে ৫ উইকেট হারিয়ে ২৯৪ রান তোলে।
মুম্বইয়ের হয়ে ১৭ ওভার বল করে ৫৩ রানের বিনিময়ে ২টি উইকেট দখল করেন তনুষ কোটিয়ান। ১৬ ওভারে ৫২ রান খরচ করে ২টি উইকেট নেন হিমাংশু সিং। ২১ ওভার বল ক💝🦩রে ৭৩ রানের বিনিময়ে ১টি উইকেট নেন শামস মুলানি। মোহিত আবস্তি ১১ ওভারে ২২ রান খরচ করেন। তবে কোনও উইকেট পাননি তিনি। ১১ ওভারে ৩৭ রান খরচ করেন রয়স্টোন ডায়াস। তিনিও কোনও উইকেট পাননি।
মুশির খান ১৩ ওভারে ৪৩ রান খরচ করেও উইকেটহীন থাকেন। প্রথম দিনে ১ ওভার বল করেন শ্রেꦕয়স আইয়ার। ৭ রান খরচ করেন তিনি। কোনও উইকেট মেলেনি। দিনের একেবারে শেষ ওভারে বল করেন 𝓀শ্রেয়স। তাঁকে হুবহু কেকেআর সতীর্থ সুনীল নারিনের অ্যাকশনে বল করতে দেখা যায়।