কেউ-কেউ ভালোবাসায় ভরিয়ে 💧দিলেন। কেউ-কেউ চরম কটাক্ষ করলেন। বৃহস্পতিবার বিকেলে কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) যে রিটেনশন তালিকা প্রকাশ করা হল, তাতে শ্রেয়স আইয়ারের নাম না থাকার পরে এমনই মিশ্র প্রতিক্রিয়া দিলেন নেটিজেনরা। কেকেআর ফ্যানদের কেউ-কেউ বললেন যে ২০২৪ সালের আইপিএল জেতানো অধিনায়ককে মিস করবেন। ক✅েউ-কেউ আবার কোনও রাখঢাক না করে বলে দিলেন, ‘আন্দ্রে রাসেল এবং সুনীল নারিন মাত্র ১২ কোটি টাকায় (রিটেনশনের প্রস্তাবে) রাজি হয়ে গেলেন। কিন্তু কারও আবার ১৮ কোটি টাকায় মন ভরে না। এটাই আনুগত্য।’
কেন শ্রেয়স নেই KKR-এ? খোলসা করলেন না বেঙ্কি
যদিও ঠিক কী কারণে কেকেআরের রিটেনশন তালিকায় শ্রেয়সের নাম নেই, তা খোলসা করা হয়নি। নাম না করে কেকে꧅আরের সিইও বেঙ্কি মাইসোর শুধু ইঙ্গিত দিয়েছেন যে শ্রেয়স নিজেই থাকতে চাননি। সেটার কী কারণ, কী বৃত্তান্ত, সেই বিষয়ে তিনি কিছু জানাননি। টাকার পরিমাণ নিয়ে কোনও সমস্যা হয়েছে কিনা, তাও স্পষ্ট করেননি। আর শ্রেয়স তো মুখ খোলেননি। যিনি আইপিএল🎉ের ইতিহাসে প্রথম অধিনায়ক হলেন, ট্রফি জয়ের পরের মরশুমেই সেই দলে থাকলেন না।
শ্রেয়সকে নিয়ে উদ্বিগ্ন সাইমন
আর সেই পরিস্থিতিতে শ্রেয়সের ভবিষ্যৎ নিয়ে কিছুটা উদ্বেগ ⛎প্রকাশ করেছেন নিউজিল্যান্ডের প্রাক্তন তারকা অর্থাৎ ধারাভাষ্যকার সাইমন ডুল। আইপিএলের সরকারি সম্প্রচারকারী সংস্থা জিয়ো সিনেমার অনুষ্ঠানে তিনি দাবি করেছেন, শ্রেয়সকে নিয়ে তিনি একটা ভয় পাচ্ছেন। সেটা হল যে দু'বছর আগে ভারতের প্রায় সব দলেই ছিলেন শ্রেয়স। কিন্তু এখন তিনি নেই। সেই পরিস্থিতিতে ভারতীয় দলে প্রত্যাবর্তনের থেকে আইপিএল খেলাই যেন মূল লক্ষ্য না হয়ে ওঠে। এখনও ভারতীয় দলে ফিরে আসাটাই মূল লক্ষ্য হওয়া উচিত শ্রেয়সের।
শ্রেয়সকে নিয়ে কী বললেন কুম্বলে?
একইসুরে ওই অনুষ্ঠানে ভারতের প্রাক্তন অধিনায়ক অনিল কুম্বলে জানান, শ্রেয়স নিজে থেকে কেকেআর ছেড়ে দিয়েছেন নাকি কেকেআর ছেড়ে দিয়েছে প্রাক্তন অধিনায়ককে, তা নিয়ে স্পষ্ট ধারণা নেই তাঁর। সেইসঙ্গে তিনি জানান💙, টাকাটাই সব নয়। ক্রিকেটারদের কেরিয়ার ছোট। যে কেউ ভালো করতে চান। কিন্তু যিনি যেখানে ভালো করেছেন, সেখানে থাকতে চান অনেকে। যে দলের সঙ্গে আগেরবারই আইপিএল ট্রফি জিতেছেন, সেখানে থাকলে ভালো হবে বলে জানান কুম্বলে।
কাকে কাকে রিটেন করল KKR?
১) রিঙ্কু সিং (১৩ কোটি টাকা)।