পিছন ফিরে প্রায় ২০ গজ দৌড়ে ধরমশালা টেস্টে দুর্ধর্ষ ক্যাচ নিলেন শুভমন গিল। যে ক্যাচের সুবাদে পঞ্চম টেস্টে ইংল্যান্ডের প্রথম উইকেট তুলে নেয় ভারত। আর সেটার জন্য বোলার কুলদীপ যাদবের যতটা প্রশংসা প্রাপ্য, তার থেকেও বেশি প্রশংসা প্রাপ্য গিলের। কারণ যেভাবে পিছন দিকে ২০ গজের দৌড়ে দু'হাত দিয়ে বলটা তালুবন্দী করেন গিল, তা একেবারে নিখুঁত। আর সেই ক্যাচ দেখে স্বভাবতই মুগ্ধ হয়ে গিয়েছেন বিশেষজ্ঞরা। অভিভূত হয়েছেন নেটিজেনরাও। তবে তারইমধ্যে কারও কারও মনে সেই ১৯ নভেম্বরের স্🍷মৃতি ফিরে এসেছে। আজ যেভাবে ক্যাচটা নিলেন গিল, সেটার সঙ্গে একদিনের বিশ্বকাপের ফাইনালে ট্র্যাভিস হেডের ক্যাচের মিল আছে। যে ক্যাচটা এখনও ১৪০ কোটি ভারতীয়ের কাছে দুঃস্বপ্নের হয়ে আছে। হেডের সেই ক্যাচের জন্যই আউট হয়ে গিয়েছিলেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা। যা বিশ্বকাপ ফাইনালের মোড় ঘুরিয়ে দিয়েছিল। জিততে পারেনি বিশ্বকাপ।
সেই ঘটনার পর অনেকদিন কেটে গিয়েছে। ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ জয় নিশ্চিত হয়ে গিয়েছে ভারতের। বিশ্ব টেস্ট চ্🦋যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় নিজেদের অবস্থান মজবুত করতে ধরমশালা টেস্টে জয়ের লক্ষ্যে নেমেছে। আর সেই টেস꧒্টের প্রথম দিনে ১৮ তম ওভারের শেষ বলে সেই দুঃস্বপ্ন ফিরে এসেছে।
আরও পড়ুন: IND vs ENG 5t😼h Test Live Updates- কুলদীপের দ্বিতীয় শিকার পোপ, লাঞ্চে জোড়া সাফল্য ভারতের
গিলের ক্যাচটা অবশ্য একেবারেই দুঃস্বপ্ন ছিল না। বরং সেটা ফ্রেম করে বাঁধিয়ে রাখার মতো ছিল।💧 নিজের প্রথম ওভারে ইংরেজ ওপেনার বেন ডাক𒅌েটকে বড় শট মারার লোভ দেখান কুলদীপ। আর সেই লোভের ফাঁদে পা দেন ইংরেজ ওপেনার। লেগসাইডের উপর দিয়ে বড় শট মারতে যান। কিন্তু ব্যাটের কাণায় বল লেগে শূন্যে উঠে যায়। কভারের উপরের দিকে বলটা যেতে থাকে। পিছনে ফিরে দৌড়াতে থাকেন গিল। প্রায় ২০ গজ দৌড়ে ঝাঁপিয়ে পড়ে দু'হাত দিয়ে দুর্দান্ত ক্যাচ নেন ভারতের তারকা ক্রিকেটার।
সেই ক্যাচের সুবাদে ইংল্যান্ডের ওপেনিং জুটি ভাঙে ভারত। যে জুটি ক্রমশ ভারতের চিন্তা বাড়াচ্ছিল। শেষপর্যন্ত প্রথম দিনের মধ্যাহ্নভোজে ইংল্যান্ডের স্কোর দাঁড়িয়েছে দুই উইকেটে ১০০ রান (২৫.৩ ওভার)। ৭⛦১ বলে ৬১ রানে খেলছেন জ্যাক ক্রলি। খাতায়কলমে প্রথম সেশনের শেষে ইংল্যান্ড এগিয়ে থাকলেও ভারতীয় পেসাররা একেবারেই ভাগ্যের সহায়তা পাননি। কমপক্ষে ২৫ বার ‘ফলস শট’ খেলেন ইংরেজরা। কিন্তু কাঙ্খিত উইকেট পাননি জসপ্রীত বুমরাহ, মহম্মদ সিরাজরা।
আরও পড়ুন: IND vs ENG: বাদ পড়েননি রজত পতিদার! তা👍হলে পাডিক্কালকে কেন টেস্ট ক্যাপ দেওয়া হল, কা🦩রণ জানালেন রোহিত