ওপেনিং করতে নেমে লোকেশ রাহুল ভালোই ব্যাটিং করছিলেন। দলের বাকি টপ অর্ডার ব্যাটার যেমন যশস্বী জয়সওয়াল, দেবদূত পাডিক্কাল, বিরাট কোহলিরা কেউ ৫রানের গণ্ডিও টপকাতে পারলেন না তখন লোকেশ রাহ✨ুল করলেন ২৬ রান। অস্ট্রেলিয়ার মাটিতে ভারতীয় দল ১৫০ রানে অল আউট হয়ে যায়, সেক্ষেত্রে রাহুলের ২৬, ঋষভের ৩৭ আর নীতীশের ৪১ রানের অনেক গুরুত্ব রয়েছে। ম্যাচে ভুল আউটে শিকার হতে হল রাহুলকে।
আরও পড়ুন-অজি স্টার্ক থেকে ইংরেজ বাটলার! ভারতীয় পন্ত-শ্রে😼য়স! নিলামে সব থেকে দামি হতে পা༒রে যারা?
আম্পায়ারের ভুল সিদ্ধান্তের শিকার রাহুল-
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পার্থে প্রথম টেস্টে লোকেশ রাহুল করলেন ২৬ রান। ব্যক্তিগত ২৬ রানের মাথায় তিনি আউট হন মিচেল স্টার্কের বলে। অ্যালেক্স ক্যারির হাতে ক্যাচে ধরা দিয়ে 🧜তিনি সাজঘরে ফেরেন। কিন্তু প্রথম অনফিল্ড আম্পায়ার আউট দেননি। রাহুলও দাবি করেছিলেন যে বল তাঁর ব্যাটে লেগেছে। আউট হলেও লোকেশ রাহুল সেই সিদ্ধান্তে খুব একটা খুশি ছিলেন না। কারণ ব্যাট তাঁর প্যাডেও লেগেছিল, তাই বল আদৌ ব্যাটে🅷 লেগেছিল কিনা তা নিয়ে প্রশ্ন ছিল তাঁর মনে।
রিচার্ড ইলিংয়োর্থ আউট দেন রাহুলকে
আম্পায়ার রিচার্ড ইলিংওয়ার্থ এরপর ক্যামেরা অ্যাঙ্গেল দেখতে চান বিভিন্ন দিক থেকে। কিন্তু যান্ত্রিক ত্রুটির♊ কারণে তা দেখানো সম্ভব হয়ে ওঠেনি। এরপর আধা বুঝেই বেনেফিট অফ ডাউট তিনি দেন অস্ট্রেলিয়াকে, অলফিন্ড আম্পায়ারকে নির্দেশ দেন আউট দেওয়ার। এরপরই কিছুটা অবাক হয়ে মাঠ ছাড়েন লোকেশ রাহুল।
আরও পড়ুন-IPL নিলামে শ🉐ামি পাচ্ছেন বড় দাম! পিছনে থাকতে পারেন আকাশদীপও! বাংলার আর কারা দা🥂মি?
সাইমন টফিল বিরক্ত আম্পারিংয়ের পরিকাঠামোয়
রাহুলের আউট নিয়ে প্রাক্তন আম্পায়ার সাইমন টফিল বলছেন, ‘আম্পায়াররা চায় সিদ্ধান্ত গ্রহণ করার মতো প্রমাণ। রিভিউ শুরুর দিকেই কিছু বিষয় লক্ষ্য করা যাচ্ছিল। প্রথম টেস্টে থার্ড আম্পায়ারের ভূমিকায় থেকে ও ওর পছন্দ মতো ক্যামেরা অ্যাঙ্গেল পেল না। তাই ওকে সত্যি খুব কঠিন কাজ কর♔তে হল। তবে আমার মনে হয় সম্প্রচারকারি সংস্থার ছবিটি থেকে বোঝা যাচ্ছে বল আউটসাউড এজে লেগেছিল। ’।
আরও পড়ুন-অস্ট্রেলিয়ার কাছে T20 সিরিজে হা♒র! এবার নয়া ব্যাটিং কোচ পাক𝔉িস্তান ক্রিকেটে…
সাইমন বলছেন বল ব্যাটে লেগেছে-
এরপর সাইমন টফিল আরও বলছেন, ‘ব𒁃ল আউটসাইডে এজে লেগেছিল বলেই দাগদাগ দেখিয়েছে। এরপর ব্য়াট গিয়ে প্যাডে লাগে। তাই ব্যাটারেꦕর দিক থেকে ভাবলে ওরা সব সময়ই চাইবে বড় স্ক্রিনে ওই প্রমাণটা পেতে। আমার মনে হয় এই কারণেই কেএল রাহুলের মাথায় প্রশ্ন ছিল বিষয়টা নিয়ে। একইভাবে রিচার্ড ইলিংওয়ার্থের মনেও প্রশ্ন থাকবে। আমি নিশ্চিত ’।
আরও পড়ুন-ভারত মনে রাখেনি তো কি হয়েছে! অজি তারকা পূজারার মন্ত্রেই ভারতকে বিপা♔কে ফেলতে চান…
সিরিজ শুরুতেই ধাক্কা
সিরিজের শুরুর টেস্টেই এরকম সমস্যা দেখা দেওয়ায় আয়োজকদের নিয়ে প্রশ্ন উঠল। কারণ এই এক সমস্যা তা🐬ঁদেরও হতে পারে। সেক্ষেত্রে তারা তো ভুগতেন। আর এমন হাইপ্রোফাইল প্রতিযোগিতায় এমন পরিকাঠামোগত অভাব তো ভিউয়াশিপেরও আঘাত আনতে পারে। সেই নিয়ে ভাবছে ক্রিকেট অস্ট্রেলিয়াও। কিভাবে পরের ম্যাচ থেকে থার্ড আম্পায়ারদের পূর্ণ 🐬সহযোগিতা করা যায়, সেই চেষ্টাই চলছে।
বিরক্ত মঞ্জরেকর, ক্ষোভে ফুঁসছেন
সঞ্জয় মঞ্জেরকর বলেন, ‘ওর আরও অনেক প্রমাণ পাওয়া উচিত ছিল, এমন কম প্রমাণে এরাম সিদ্ধান্ত নেওয়া যায় না। আমি নিরাশ হয়েছি, টিভি আম্পায়ারকে এত কম সাহায্য দেওয়ায়। খালি চোখে দেখলে মনে হচ্ছে ব্যাট প্রথমে প্যাডে লাগছে। যদি ব্যাটে বলে সংযোগ লাগতো তাহলে আগেই স্নিকোয় একটা স্পাইক দেখা যেত। দুটি ঘটনা ঘটেছে, আম্পায়ার একটা আওয়ার নিশ্চয় পেয়েছে। যদি একটা স্পাইক হয় তারমানে প্যাডে ব্যাট লেগেছে, দুটো স্পাইক হলে বোঝা যেত বল ব্যাটে লেগেছে। এখার খুব নিম্নমানের পরিকা🗹ঠামো দেওয়া হয়েছে থার্ড আম্পায়ারকে। ’।