ভারতীয় মহিলা ক্রিকেট দলের তা♕রকা ক্রিকেট তথা প্রাক্তন অধিনায়ক স্মৃতি মন্ধাকেই এবার দেখা যাবে অস্ট্রেলিয়ার মহিলা বিগ ব্যাশ লিগে খেলতে। সাম্প্রতিক সময় ভারতীয় দলে তো বটেই গোটা বিশ্বেই নজর কেড়েছে স্মৃতির আগ্রাসী ব্যাটিং। আন্তর্জাতিক সিরিজে স্মৃতির প🍷ারফমেন্স নজরকাড়া। বিশেষ করে কয়েক সপ্তাহ আগে শেষ হওয়ার দঃ আফ্রিকা সিরিজে অসামান্য ফর্মে ছিলেন ভারতীয় দলের এই বাঁহাতি ওপেনার।
সেই সুবাদেই এবার স্মৃতিকে নিজেদের দলে নিলেন অস্ট্রেলিয়া মহিলা বিগ ব্যাশ লিগের দল অ্যাডিলেড স্ট্রাইকার। শেষ কয়েক বছর ধরেই তাঁদের নজরে ছিলেন স্মৃতি, শেষ পর্যন্ত তাঁকে রাজি করিয়ে ভারতীয় মহিলা দলের সূচির সঙ্গেল ꦗমিলিয়ে বিগ ব্যাশে খেলান🔯োর ব্যাপারে গ্রিন সিগন্যাল পেয়ে তাঁকে সই করালো অ্যাডিলেড স্ট্রাইকার দল।
আরও পড়ুন- গোল করলেন, 🍒করালেন! জেসিনের দুর্দান্ত ফুটবলে পিয়ারলেসকে ২-১ গোলে হারাল ইস্টবেঙ্গল
রবিবারের ড্রাফটেই দুবারের বিবিএল চ্যাম্পিয়ন দলের সঙ্গে নতুন ইনিংস শুরু করলেন ভারতীয় দলের তারকা ওপেনার। বিদেশি ক্রিকেটার হিসেবে তাঁকে দলে নেওয়া হল। অ্যাডিলেড স্ট্রাইকার দলের অধিনায়ক মেগান স্কাট বলেছেন, দলে যে অভাব ছিল সেটা স্মৃতির আসার সঙ্গে সঙ্গেই পূর্ণ হল। উল্লেখ্য, এবারে মহিলা আইপিএলে চ্যাম্পিয়ন হয় স্মৃতি মনꦿ্ধনার দল রয়্যাল চ্যালেঞ্জার্সে বেঙ্গালুরু।
আরও পড়ুন-পোল ভল্টে দশমবার বিশ্বরেকর্ড ভাঙলেন দুপ্লান্তিস! এবার ౠপোল্যান্ডে টপকালেন ৬.২🔥৬ মিটার…
অ্যাডিলেডের অধিনায়ক মেগান স্কাট বলছেন, ‘অনেক পরিশ্রম করেই তাঁকে দলে নেওয়া হয়েছে। ওর খেলা দ্য হান্ড্র🌃েডে দ্য ব্রেভ দলের হয়ে দেখেছি। বন্ধুত্বটাও সেখানে ভালোই হয়েছে। আমি ওর সঙ্গে আইপিএলেও খেলেছি, তাহলিয়াও খেল𝓀েছে ওর সঙ্গে। ব্যাটিং অর্ডারে একজন বাঁহাতি ব্যাটার থাকা দলকে সব সময়ই সাহায্য করে। আমাদের জন্য স্মৃতি একটা কম্প্লিট প্যাকেজ হতে চলেছে।অস্ট্রেলিয়ার পরিবেশের জন্য ও একজন অত্যন্ত উপযোগী ব্যাটার। অস্ট্রেলিয়ার পরিবেশে খেলা সম্পর্কে ভালো ধারণা রয়েছে ওর। আর এমনিতেও ভারতের সেরা ব্যাটার স্মৃতি, ফলে আমাদের দল শক্তিশালী হবে’।
আরও পড়ুন-রেলকে বেলাইন করল মোহনবাগান! কলকাতাꦍ লিগে ৮-১ গোলে দুরন্ত জয় সবুজ মেরুন শিবিরের
অক্টোবর মাসে হতে চলা মহিলাদের ট⛎ি২০ বিশ্বকাপের পরই নিজিল্যান্ডের বিপক্ষে সিরিজ রয়েছে ভারতীয় দলের, ফলে বিবিএলের শুরুর দিকে তাঁকে পাবে না অ্যাডিলেড স্ট্রাইকার দল। তবে মহিলাদের বিগ ব্যাশ লিগের পরই সেদেশের মাটিতে ওডিআই সিরিজ রয়েছে ভারত-অস্ট্রেলিয়ার। ফলে প্রতিযোগিতার শেষের দিকে গুরুত্বপূর্ণ সময় স্মৃতির সার্ভিস পাবে দল। অজি লিগে এটা স্মৃতির চতুর্থ দল। এর আগে দ্য হিট, দ্য হারিকেন এবং দ্য থান্ডার্সের হয়েও খেলেছেন তিনি।