সবেমাত্র দ্য হান্ড্রেডের শিরোপা জিতেছেন স্মৃতি মন্ধনা। সাউদার্ন ব্রেভসের হয়ে শিরোপা জিতেছেন ভারতের সহ অধিনায়ক।আর এরপরেই ডব্লুবিবিএল অর্থꦬাৎ মহিলাদের বিগ ব্যাশ লিগে না খেলার সিদ্ধান্ত জানিয়েছেন তিনি। উল্লেখ্য আগেও ডব্লুবিবিএলে খেলেননি মন্ধনা। আর এবার ফের না খেলার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। আর সেই কারণেই বিদেশি ক্রিকেটারদের যে ড্রাফট হয় তাতে নিজের নাম নথিভুক্ত করাননি তিনি। উদ্দেশ্য অবশ্যই ভারতের ঘরোয়া ক্রিকেটের মরশুমে মনোনিবেশ করা।২০২২-২৩ মরশুমের ডব্লুবিবিএলেও খেলেননি মন্ধনা। নিজের ওয়ার্কলোডকে ম্যানেজ করাই ছিল উদ্দেশ্য।সেকথা জানিয় ও ছিলেন ভারতের সহ অধিনায়ক।
চলতি বছরে ডব্লুবিবিএলে খেলার জন্য বিদেশি ক্রিকেটারদের যে ড্রাফট তাতে ১২২ জন ক্রিকেটার নথিভুক্ত হয়েছেন। যাতে নিজের নাম নথিভুক্ত করেননি মন্ধনা। তার পরিবর্তে তিনি মহারাষ্ট্রের হয়ে ঘরোয়া ক্রিকেটে খেলার সিদ্ধান্ত নিয়েছেন। ১৯ অক্টোবর থেকে ঘরোয়া ক্রিকেটের মরশুম শুরু হবে। যা চলবে পরের বছর ২৬ জানুয়ারি পর্যন্ত। ডব্লুবিবিএলের সূচির সঙ্গে যার কিছুটা অংশ এক সময়ে পড়ে গিয়েছে।ফলে মহিলাদের বিগ ব্যাশ না খেলার সিদ্ধান্ত নিয়েছেন স্মৃতি মন্ধনা। প্রসঙ্গত ডব্লুবিবিএল🐻 শুরু হচ্ছে ১৯ অক্টোবর থেকে।শেষ হবে ২ ডিসেম্বর। যার কিছুটা আবার ভারতের𒆙 আন্তর্জাতিক ক্রিকেটের সূচির সঙ্গেও একসঙ্গে পড়ে গিয়েছে।
ডিসেম্বর মাসের মাঝামাঝি থেকে জানুয়ারি মাসের মাঝামাঝি পর্যন্ত ভারত সফরে প্রথমে আসবে অস্ট্রেলিয়া দল। তারপর ইংল্যান্ড আসবে ভারত সফরে।ফলে ওই সময়ে ঘরোয়া এবং আন্তর্জাতিক ক্রিকেটে ঠাসা ক্রীড়াসূচি থাকবে ভারতীয় মহিলা ক্রিকেটারদের জন্য।দুটি সিরিজেই খেলা হবে একটি করে টেস্ট। পাশাপাশি দুই সিরিজ মিলিয়ে ৯টি ওয়ানডে এবং টি-২০ ম্যাচ খেলা হবে। আর ভারতীয় দলের সহ অধিনায়ক হওয়ার পাশাপাশি মন্ধনা যেহেতু সব ফর্ম্যাটেই খেলেন ফলে তাঁর উপর স্বাভাবিকভাবেই ক্রীড়াসূচির চাপ ও থাকবে। সিনিয়র ওমেন্স টি-২০ ট্রফি দিয়ে ভারতের মহিলা ক্রিকেটের ঘরোয়া মরশুম শুরু হবে। ১৯ অক্টোবর থেকে শুরু হয়ে যা চলবে ৯ নভে🎀ম্বর পর্যন্ত। এরপরেই খেলা হবে সিনিয়র ওমেন্স আন্তঃ জোনাল ট্রফি। ২৪ নভেম্বর থেকে শুরু হয়ে তা চলবে ৪ ডিসেম্বর পর্যন্ত। ৪-২৬ জানুয়ারি পর্যন্ত চলবে সিনিয়র ওমেন্স ওয়ানডে ট্রফি। প্রসঙ্গত চলতি বছরের এপ্রিলেই বিসিসিআইয়ের তরফে এই সূচি ঘোষণা করা হয়েছে।