শুভব্রত মুখার্জি:- বর্তমান সময়ে ভারত তো বটেই বিশ্ব ক্রিকেটের ইতিহাসেও অন্যতম সেরা কিপার ব্যাটার ঋষভ পন্ত। ২০২২ সালের ডিসেম্বর মাস💦ে এক ভয়াবহ গাড়ি দুর্ঘটনার শিকার হন তিনি। এতটাই ভয়াবহতা ছিল সেই গাড়ি দুর্ঘটনার যে তা প্রাণঘাতীও হতে পারত।তবে সেই পরিস্থিতি থেকে লড়াই করে ফিরে আসেন তিনি।১৫ মাস দীর্ঘ লড়াই চালꦇিয়ে তিনি আইপিএলের মধ্যে দিয়ে ২২ গজে ফেরেন।
আরও পড়ুন-ইজরায়েলের মাঠে দুরন্ত জয় ইতালির! আজ মুখোমুখি জার্মানি-নেদারল্যান্ডস!𓆏 নামছে ইংল্যান্ড꧅ও…
এরপর ভারতীয় দলের হয়ে টি-২০ বিশ্বকাপের শিরোপাও জেতেন তিনি।এবার লাল বলের ফর্ম্যাটেও ঘরের মাঠে তিনি বাংলাদেশের বিরুদ্ধে সিরিজে ফিরতে চলেছেন। সেই সিরিজের আগেই পন্তকে নিয়ে গুরুত্বপূ🐻র্ণ মন্তব্য করেছেন দেশের প𝄹্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। তাঁর মতে টেস্ট ক্রিকেটে সর্বকালের অন্যতম সেরা ক্রিকেটার হওয়ার দিকে এগোচ্ছেন পন্ত।তবে পাশাপাশি সাদা বলের ফর্ম্যাটে তাঁকে আরো উন্নতি করতে হবেও বলে জানিয়েছেন তিনি।
আরও পড়ুন-ISL শুরুর আগেই ধাক্কা ইস্টবেঙ্গলের… চার মাসের জন্য নির্🍸বাসিত আনোয়ার আলি! ক্ষতিপূরণ পাবে মোহনবাগান…-রিপোর্ট
১৯ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে ভারত বনাম বাংলাদেশ সিরিজ। সম্প্রতি সেই সিরিজের প্রথম টেস্টের দল ঘোষণা করা হয়েছে বিসিসিআইয়ের তরফে। ২০২২ সালের ডিসেম্বর মাসের পরে ফের লাল বলের ফর্ম্যাটে ভারতীয় দলে ফিরে এসেছেন তিনি। আইপিএলের মধ্যে দিয়ে প্রত্যাবর্তন করার পরে আন্তর্জাতিক ক্ষেত্রে তিনি ওডিআই এবং টি-২০'তে খেলেছেন তবে টেস্টে এখন পর্যন্ত খেলা ꧂হয়নি তাঁর। বাংলাদেশ সিরিজꦗ দিয়ে তাঁর ফের প্রত্যাবর্তন হবে লাল বলের ফর্ম্যাটে।একটি প্রোমোশনাল ইভেন্টে এদিন কলকাতাতে এসেছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। সেখানেই পন্তের বিষয়ে এই মন্তব্য করেছেন সৌরভ।
আরও পড়ুন-ISL শুর🌺ুর ৩দিন আগেও চোট চিন্তায় মোহনবাগান! মুম্বই ম্য𓄧াচে নেই ম্যাকলারেন! ফুল ফিট নন রদ্রিগেজও…
সৌরভ গঙ্গোপাধ্যায় জানিয়েছেন ' আমি মনে করি টেস্ট ফর্ম্যাটে ঋষভ পন্ত ভারতীয় দলের অন্যতম সেরা ব্যাটার। ও যে দলে ফিরে এসেছে তাতে আমি একটুও হতবাক হইনি। টেস্টে আশা করছি ও ভারত🧸ের হয়ে দীর্ঘদিন ধরেই খেলবে। টেস্টেও আমার মনে হয় পন্ত সর্বকালের অন্যতম সেরা ক্রিকেটার হয়ে উঠবে।সেই সামর্থ্য রয়েছে ওঁর। তবে আমার একটা জিনিস মনে হয় সংক্ষিপ্ত ফর্ম্যাটে ওঁকে আরো উন্নতি করতে হবে। নিজের খেলার উপর কাজ করতে হবে। ওঁর যা ট্যালেন্ট রয়েছে আমি নিশ্চিত একদিন না একদিন ও এই ফর্ম্যাটেও সেরা হয়ে উঠবে। ' পাশাপাশি তিনি আরো জানিয়েছেন ' আমি জানি অনেকদিন হল মহম্মদ শামি খেলছে না ভারতের হয়ে। চোটের কারণে ও খেলতে পারছে না। আমার মনে হয় ও খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে।তবে ওঁর অবর্তমানেও ভারতীয় দল কিন্তু শক্তিশালী। ভারত কয়েকদিন পরে অস্ট্রেলিয়া সফরে যাবে। শামির অবর্তমানেও ভারতীয় অ্যাটাক যথেষ্ট শক্෴তিশালী রয়েছে।'