আসন্ন আমিরশাহি সফর দিয়েই আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতি শুরু করছে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দল। আমিরশাহিতে আফগানিস্তান ও আয়ারল্যান্ডের বিরুদ্ধে তিনটি সীমিত ওভারের সিরিজ খেলবে প⛎্রোটিয়ারা। আফগানিস্তানের বিরুদ্ধে ৩ ম্যাচের ওয়ান ডে সিরিজের শেষে আয়ারল্যান্ডের বিরুদ্ধে ২টি টি-২০ ম্যাচ খেলবে দক্ষিণ আফ্রিকা। শেষে আইরিশদের বিরুদ্ধে ৩ ম্যাচের ওয়ান ডে সিরিজে মাঠে নামবে তারা।
উল্লেখযোগ্য বিষয় হল, এই তিনটি সিরিজে প্রথমসারির বহু ক্র𒐪িকেটারকে একসঙ্গে বিশ্রাম দিচ্ছে দক্ষিণ আফ্রিকা। বদলে বেশ কয়েকজন নতুন ক্রিকেটারকে ৩টি লো প্রোফাইল সিরিজে যাচাই করাতে চাইছে প্রোটিয়া বোর্ড। তিনটি সিরিজের কোনওটিতেই মাঠে নামবেন না কাগিসো রাবাদা, কেশব মহারাজ, এনরিখ নরকিয়া, মারকো জানসেন, তাবরেজ শামসি, জেরাল্ড🍃 কোয়েটজি, ডেভিড মিলার ও এনরিখ ক্লাসেনের মতো সুপারস্টাররা।
🅰রাসি ভ্যান ডার দাসেন শুধুমাত্র আয়ারল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিꦺরিজে মাঠে নামবেন। ২টি ওয়ান ডে সিরিজে দক্ষিণ আফ্রিকাকে নেতৃত্ব দেবেন তেম্বা বাভুমা। টি-২০ সিরিজে প্রোটিয়াদের নেতা এডেন মার্করাম।
ইতিমধ্যেই দক্ষিণ আফ্রিকার হয়ে টি-২০ ক্রিকেট🦹 খেলা অল-রাউন্ডার জেসন স্মিথ প্রথমবারের জন্য ডাক পেয়েছেন প্রোটিয়াদের ওয়ান ডে স্কোয়াডে। লেগস্পিনার নাকবা পিটারকেও প্রথমবার ওয়ান ডে ক্রিকেটে যাচাই করতে চাইছে দক্ষিণ আফ্রিকা। এখনও টি-২০ থেকে অবসর না নিলেও আয়ারল্যান্ডের বিরুদ্ধে ২০ ওভারের সিরিজে নাম নেই কুইন্টন ডি'ককের।
আরও পড়ুন:- IND vs BAN: বাংলাদেশের বিরুদ্ধে ভারতের ১ম টেস্টর স্কোয়াড থে♊কে বাদ পড়লেন💧 কারা?
আফগানিস্তানের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজের জন্য দক্ষিণ আফ্রিকার স্কোয়াড
তেম্বা বাভুমা (ক্যাপ্টেন), ওটনেল বার্টম্যান, নান্দ্রে বার্গার, টনি ডি'জর্জি, বিয়র্ন ফরচুইন, রিজা হেনড্রিক্স, এডেন মার্করাম, উইয়ান মাল্ডার, লুঙ্গি এনগিদি, অ্যান্ডিল ফ💯েলুকওয়াও, নকাবায়মজি পিটার, অ্যান্ডিল সিমেলেন, জেসন স্মিথ, ত্রিস্তান স্টাবস, কাইল ভেরেইন ও লিজাড উইলিয়ামস।
আয়ারল্যান্ডের বিরুদ্ধে টি-২০ সিরিজের জন্য দক্ষিণ আফ্রিকার স্কোয়াড
এডেন মার্করাম (ক্যাপ্টেন), ওটনেল বার্টম্যান, ম্যাথিউ ব্রিৎজকে, নান্দ্রে বার্গার, বিয়র্ন ফরচুইন, রিজা হেনড্রিক্স, প্যাট্রিক ক্রুগা๊র, উইয়ান মাল্ডার, লুঙ্গি এনগিদি, নকাবায়মজি পিটার, রায়ান রিকেলটন, অ্যান্ডিল সিমেলেন, জেসন স্মিথ, ত্রিস্তান স্টাবস ও লিজাড উইলিয়ামস।
আয়ারল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজের জন্য দক্ষিণ আফ্রিকার স্কোয়াড
তেম্বা বাভুমা (ক্যাপ্টেন), ওটনেল বার্টম্যান, নান্দ্রে বার্গার, টনি ডি'জর্জি, বিয়র্ন ফরচুইন, উইয়ান মাল্ডার, লুঙ্গি এনগিদি, অ্যান্ডিল ফেলুকওয়াও, নকাবায়মজি পিটার, রায়ান রিকেলটন, জেসন স্মিথ, ত্রিস্তান স্টাবস, রাসি ভ্যান ডার দাসেন, কাইল ๊ভেরেইন ও লিজাড উইলিয়ামস।