২০২০ টোকিও প্যারালিম্পিক্সে ভারত সব মিলিয়ে ১৯টি পদক জেতে। এতদিন সেটিই ছিল কোনও একটি প্যারালিম্পিক্সে ভারতের সর্বকালের সেরা পারফর্ম্যান্স। এবার প্যার𒊎িস প্যারালিম্পিক্সে সেই রেকর্ড ভেঙে দেয় ভারত। এবার প্যারালিম্পিক্স থেকে সব মিলিয়ে ২৯টি মেডেল ജজেতে ভারত।
টোকিও প্যারালিম্পিক্সে ভারত মোট ৫টি সোনা জেতে। এবার প্যারিস প্যারালিম্পিক্সে ভারত গোল্ড মেডেল জেতে ৭টি। টোকিওয় ভারত ৮টি রুপো জেতে। প্যারඣিসে ভারত রুপো জেতে ৯টি। টোকিওয় সাকুল্যে ৬টি ব্রোঞ্জ পদক জেতে টিম ইন্ডিয়া। প্যারিস প্যারালিম্পিক্সে ভারত ব্রোঞ্জ পদক জেতে মোট ১৩টি।
উল্লেখযোগ্য বিষয় হল, ভারত ১৯৬৮ থেকে ২০১৬ প্যারালিম্পিক্স প🐠র্যন্ত মোট ৪টি সোনা, ৪টি রুপো ও ৪টি ব্রোঞ্জ, সাকুল্যে ১২টি পদক জেতে। ২০২০ ও ২০২৪ প্যারালিম্পিক্স মিলিয়ে ভারত মোট পদক জেতে ৪৮টি, যার মধ্যে ১২টি রয়েছে সোনার পদক। বোঝাই যাচ্ছে প্যারা গেমসে ভারত কতটা উন্নতি করেছে।
প্যারিস প্যারালিম্পিক্সে ভারতের সোনাজয়ীরা
১. অবনী লেখারা- শুটিং।
২. নীতেশ কুমার- ব্যাডমিন্টন।
৩. সুমিত আন্তিল- জ্যাভেলিন থ্রো।
৪. হরবিন্দর সিং- তিরন্দাজি।
৫. ধরমবীর- ক্লাব থ্রো।
৬. প্রবীণ কুমার- হাই জাম্প।
৭. নভদীপ সিং- জ্যাভেলিন থ্রো।
প্যারিস প্যারালিম্পিক্সে ভারতের রুপোজয়ীরা
১. মণীশ নারওয়াল- শুটিং।
২. নিশাদ কুমার- হাই জাম্প।
৩. তুলসীমতি মুরুগেসন- ব্যাডমিন্টন।
৪. সুহাস যথীরাজ- ব্যাডমিন্টন।
৫. শরদ কুমার- হাই জাম্প।
৬. অজিত সিং- জ্যাভেলিন থ্রো।
৭. সচিন খিলাড়ি- শট পাট।
৮. পর্ণব সুরমা- ক্লাব থ্রো।
৯. যোগেশ কাথুনিয়া- ডিসকাস থ্রো।
প্যারিস প্যারালিম্পিক্সে ভারতের ব্রোঞ্জজয়ীরা
১. মোনা আগরওয়াল- শুটিং।
২. প্রীতি পাল- ১০০ মিটার।
৩. রুবিনা ফ্রান্সিস- শুটিং।
৪. প্রীতি পাল- ২০০ মিটার।
৫. মনীষা রামদাস- ব্যাডমিন্টন।
৬. রাকেশ কুমার-শীতল দেবী- তিরন্দাজি।
৭. নিত্যশ্রী সিবন- ব্যাডমিন্টন।
৮. দীপ্তি জীবনজী- ৪০০ মিটার।
৯. মারিয়াপ্পান থঙ্গভেলু- হাই জাম্প।
১০. সুন্দর সিং গুর্জর- জ্যাভেলিন থ্রো।
১১. কপিল পার্মার- জুডো।
১২. হকাতো হোতোজে সেমা- শট পাট।
১৩. সিমরন- ২০০ মিটার।
প্যারিস প্যারালিম্পিক্সে কোন খেলায় কতগুলি পদক জেতে ভারত
১. তিরন্দাজি- ২টি (১টি সোনা ও ১টি ব্রোঞ্জা)।
২. অ্যাথলেটিক্স- ১৭টি (৪টি সোনা, ৬টি রুপো ও ৭টি ব্রোঞ্জ)।
৩. ব্যাডমিন্টন- ৫টি (১টি সোনা, ২টি রুপো ও ২টি ব্রোঞ্জ)।
৪. জুডো- ১টি (১টি ব্রোঞ্জ)।
৫. শুটিং- ৪টি (১টি সোনা, ১টি রুপো ও ২টি ব্রোঞ্জ)।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।